নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা অচিন পাখি বাধলো বাসা আমারি অন্তরে, বল সখিরে পুষবো কেমন করে।।

মো: ইমরান আল হাদী

সকল পোস্টঃ

চিঠি : গান-৮

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫



দিনতো গেল মাস ফুরালো
গেল বছর খানি,
বৈদেশ গেলা বন্ধু তুমি খবর তো না জানি

নারীর যৌবন ভাটার টান,
কেমনে বান্ধি পরান খান,
রোজ নিশিতে উড়ুউড়ু করে।
হইতা যদি নারী জাতি বুঝিতা পিরিতির...

মন্তব্য০ টি রেটিং+০

পতিত

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০১

নিরবতার ইটের গাঁথনি
আমার মনের প্রাচীর
কাঁটা গুল্মের বসবাস সেথা
খায় নোনা শিশির।
চৈত্রের খরায় পুড়ে খাক
তাই গোরের নিরবতা
বারমাস সেথা ঝড়ে পড়ে
শুকনো স্মৃতির পাতা।
দক্ষিণ হাওয়া বহেনা কখনো
কাল বৈশাখীর ডাক
আসে নাই কেহ কুড়াইতে সেখানে
কচি ঢেকির...

মন্তব্য৪ টি রেটিং+১

দক্ষিণ হাওয়া

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৮



সে দিন দুপুর কাল,আসলে দক্ষিন দ্বারে,
শান্ত আবেগ তুমি, নাড়াও শরীরটারে।
ওগো দক্ষিন পারের অবুজ, অমন করে ব্যাকুল করোনা।
সদ্য ধোয়া শরীর আমার ভাল লাগার শীতল লাগে গায়।
ওগো বসন্তেরই পাগল প্রেমিক...

মন্তব্য২ টি রেটিং+০

বৃষ্টির আড়াল

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯



বৃষ্টি ঝরেনা বৃষ্টির মত করে,
বৃষ্টি ঝরে কান্নার মত করে।
তাই বৃষ্টিতে মুখ লুকাই
অশ্রু দেবনা মাটিতে ঝরিতে
তাই বৃষ্টির আরালে পালাই।
কাহারে জড়িয়ে কাঁদিব
কে পাবে মুছিয়া সুখ
মাখবো না লাজেতে কৃষ্ণ...

মন্তব্য০ টি রেটিং+০

চুম্বন

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮

তুমি আমি আর শুষ্ক তৃণলতা, মাঝখানে শুধু শূন্য নীরবতা।
তোমার ঠোঁটের তিল আর আমার ঠোঁটের আচিল মিশে একাকার,
মধ্য আকাশে একটি দুটি তারা মিটি মিটি করে বলে,
প্রেম দেখা যায়,প্রেম করে...

মন্তব্য০ টি রেটিং+০

এক চোখা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭

এক চোখা
-----------------------
তোমায় শুধু দেখব আমি
দেখব না আর ভোর,
তোমার হাতে তুলে দেব
সকাল সন্ধ্যা দুপুর।
বৃষ্টি গুলি ছুইবো না আর
উড়বে না আর ঘুড়ি,
যাক না পচে বিকেল গুলি
থাকবো ও চোখ জুড়ি।
তোমায় দিলাম সকল খুশি
সকল...

মন্তব্য০ টি রেটিং+০

তুমি প্রকৃতি

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৩




তোমার গায়ে বৃষ্টি পড়ে, বৃষ্টি তোমার গায়
তোমার বুকের আচল উড়ে অবাধ্যতায়।
কাজল রাঙ্গা মেঘে ও চোখ দুটি আঁকা,
হাতের তলায় মাতাল হাওয়া যায় কি তোমায় রাখা।

তোমার গায়ে রৌদ্র পড়ে, ফুলের...

মন্তব্য০ টি রেটিং+০

ইচ্ছে বাসর-গান ৭

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৯




আয় সখি গো কুজ্ঞ সাজাই মালা গাথি ফুলে,
কালা চাঁনে আসতে পারে নিশি রাইতের কালে।

কালার গায়ে চাঁন্দের বাতি ঝিকিমিকি করে,
মনটা আমার উইড়া গেছে দেহ থুইয়া ঘরে।
চাঁন সুরুজে মিলন হইব যা...

মন্তব্য০ টি রেটিং+০

ইবাদত-গান:৬

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২০




শরিয়ত মারিফত তরিকত হকিকত
চারি ফুলের মালা পড় গলে,
ভাই সকলে।।

শরিয়তের পাল তুলিয়া, মারিফতের হাল ধরিয়া, ভাসাও তরি প্রেম সাগরের জলে।
যদি তুমি ছাড় হাল, ছিড়িবে তোমার পাল,
আবার পাল ছাড়া সব যাবে বিফলে।

অন্তরেতে...

মন্তব্য০ টি রেটিং+০

মাঝি -গান:৫

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭




তুমি নাও লাগাইয়ো না আমার ঘাটে,
ও মাঝি, নাও লাগাইয়ো না আমার ঘাটে।

নদী আমার টলোমলো নদীর পানি কৃষ্ণ কালো,দিনে রাইতে উজান ভাটির টান।
যদি তুমি বান্ধো নাও পরান টারে নিয়া যাও,মন...

মন্তব্য০ টি রেটিং+০

পরদার- গান:৪

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪



মনটা আমার পোড়া বাঁশের বাঁশরী
দিনে রাইতে কাইন্দা ওঠে
পাশে নাই সেই কিশোরী।
মনটা আমার পোড়া বাঁশের বাঁশরি।।

আপনেরে পর করিয়া, আপন করলি পরেরে,
কেমনে ভুলিয়া গেলি আমারে।
আমার মরন হইছে সেই দিন
পরছ যেই দিন...

মন্তব্য০ টি রেটিং+০

বাধা- গান:৩

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭



তুই কি আমার হইতে পারনা
ও মন ময়না
তুই কি আমার হইতে পারনা।

চোর কাঁটার এক বেড়া দিয়া
রাখলি আমায় দুরে সরাইয়া,
কাটার ঘায়ে হৃদয় ক্ষত
তুই কি বুঝনা।

চাপা কষ্ট বুকে চেপে
মরলাম আমি ধুকে ধুকে,
আমার...

মন্তব্য০ টি রেটিং+০

অভিমান-গান: ২

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩



আমি আর যাবনা জলের ঘাটে
বসবো না গো কদম ডালে,
তুমি আইস গো রাই যমুনাতে
নাইমো কোমর জলে।।

খোপাতে গুজিয়া রাইখো রক্ত রঙ্গের জবা
পন্থের উপর দাড়াইবো না কাইরা নিবে কেবা।
তোমায় আমি ছুইবো...

মন্তব্য০ টি রেটিং+০

অবোধিনী - গান:১

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৬



তুমি পক্ষ কানা কালা তুমি পক্ষ কানা,
তুমি আমায় জাতে নিলা তুমি করলা মানা।।

করলা তুমি বসন সৌরভ আমার অঙ্গ জুড়ি,
সেই অঙ্গেতে কাল রাতিতে করলা নিঠুর চুরি,
তাইতো আমি মাথার তাজে পরছি কালো...

মন্তব্য২ টি রেটিং+১

full version

©somewhere in net ltd.