![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....
ছবিঃইন্টারনেট
তুমি আর একেলা নও
ইফতেখারুল মবিন
তুমি যখন ছিলে গোধূলি তখনো ছিলো,
পাখিরা নীড়ে ফিরছিলো ডানা ঝাপটে,
রাখাল ধেনু নিয়ে রওনা হয়েছিলো গন্তব্যে,
তখন থেকে ধূলির মেঘ আর গেল না দেখা।
পশ্চিমাকাশের সূর্যটা নিভু নিভু করে...
বিরাগী মেয়ে ।। অনুকাব্য
শূন্যলোকে মেঘেদের খেলা,
স্তরে স্তরে গড়েছে নিবাস।
ও রে,বিরাগী অভিমানী মেয়ে,
কিছুটা মেঘ সরিয়ে তুই
নীল-কে খুঁজে নিস!
তুমি আছো
ইফতেখারুল মবিন
তুমি আছো পূর্ণিমা চাঁদে
জ্যোৎস্না রাত্তিরে,
জোনাকিদের মাঝে আলো হয়ে
ছোট্ট পুকুর পাড়ে,
মাতাল হাওয়া বয়ে যাওয়া
রূপালী নদীর তীরে।
তুমি আছো তিমির শেষে
প্রভাত অরুনদয়ে,
সদ্য ফোটা গোলাপ মাঝে
শিশির কনা হয়ে,
বৃষ্টির পর আকাশ পানে
ইন্দ্রধনুর সাতটি...
মাঝি হবো
ইফতেখারুল মবিন
আবার ভাসাবো ডিঙ্গি নৌকো,
হয়তো বা কাজল দীঘিতে নয়,
হয় তো কোন ভরা বরষায়।
দিগন্ত বিস্তৃত মরা গাঙ
আবার উঠবে জেগে-
আষাঢ়ের আগমনী বার্তায়!
সাঁঝের বেলায় গহীনের গান,
ভাটির টানে অচেনা সুরে!
কোন একদিন আমি আবার...
ছবিঃইন্টারনেট
ভালোবাসি
ইফতেখারুল মবিন
ভালোবাসি-তোমার অবাক করা
পুলকদীপ্ত মায়াবী চাহনি,
যার গভীরে লুকায়িত রয়েছে
রঙিন স্বপনখানি।
ভালোবাসি-লাল দুটি ঠোঁটের
গুপ্তকরা বচন-ভঙ্গীর প্রসার,
যদি তা না বুঝতে পারতাম
সব-ই হতো অসার।
ভালোবাসি-তোমার মেঘের ন্যায়
কাজল-কালো অলক,
চেয়ে থাকি সেদিক পানে
পড়ে না চোখের পলক।
সবকিছুতেই পরিপূর্ণ...
নিভৃত নিশিতে
ইফতেখারুল মবিন
নিভৃত নিশিতে মেঘের সাথে চাঁদ
খেলে লুকোচুরি,
সঙ্গীবিহীন হয়ে মনটাকে জলে সপে
দুঃখ নিয়ে ঘুরি,
অপলক দৃষ্টিতে ছায়ালোকে চেয়ে শুধু
অশ্রুমালা গড়ি।
নিভৃত নিশিতে জোনাকিরা আলো জ্বালে
আঁধারের তরে,
নিজেকে নিজেই যেন হারিয়ে ফেলি
কষ্টের ঝড়ে,
অশ্রুবিধুর হয়ে...
পাতা কুড়োই
ইফতেখারুল মবিন
আমি পাতা কুড়োই-
শুকনো মর্মরে পাতা।
যে পাতার কষ্ট নেই,
যে পাতার বাঁচার কোন ইচ্ছে নেই।
আমি পাতা কুড়োই-
বিচ্ছিন্ন সব পাতা।
যে পাতার স্বপ্ন নেই,
যে পাতা নষ্ট হয়েছে অনেক আগেই।
আমি পাতা কুড়োই-
বাতিল হওয়া...
ভালোবাসার রঙিন খামে
ইফতেখারুল মবিন
আমি ভালোবাসি বলেই তোমায়
রঙিন খামে রঙিন চিঠি লিখেছি।
শিশির ভেজা সবুজ নরম ঘাস,
প্রজাপতির পাখা,জোনাকির আভা,
গোধূলি বিকেলে নদীর তীরে
মৃদুপবনে কাশফুলের দোলা,
অঝোর ধারার রিমঝিম বৃষ্টি,
রাতের আকাশে পূর্ণিমা চাঁদ,
আরো শত তারার...
স্বপ্নবিলাসী
ইফতেখারুল মবিন
এখনও আমায় দিতে হচ্ছে পাড়ি অন্তহীন বিনিদ্র রজনী,
ছায়ালোকের সেই প্রদীপ্ত নিশাপতি
জ্বালাতে পারে না এতটুকু আভা-
মন আঙিনার সেই নিভে যাওয়া প্রদীপে।
জোনাকিদের আলো জ্বেলে লুকোচুরি খেলা
কিংবা থেমে থেমে থাকা ঝিঁঝিঁদের ডাক
এতটুকু...
নীলিমাকে ভালোবাসি
ইফতেখারুল মবিন
আমি একরাশ মেঘ,
কালো,বিদঘুটে অন্ধকারময় কালো,
কখনো বা সাদা,নিষ্কলঙ্ক প্রজ্বলিত সাদা।
আমি ভেসে বেড়াই সারা নীলিমা জুড়ে,
কেননা নীলিমাকে খুব বেশি ভালোবাসি।
রাতে তার বুকে জেগে থাকা তারা
আর পূর্ণশশীর মায়াভরা উদ্ভাসিত হাসি-
যেন উদ্বেলিত...
প্রিয় বাংলা
ইফতেখারুল মবিন
প্রকৃতির অফুরন্ত বিশাল সম্পদ
এ যে কী মহান সৃষ্টি!
এরই মাঝে একটি মোর বাংলা
তার পানে দিই আমি দৃষ্টি।
দৃষ্টি মেলে দু’চোখ ভরে
দেখি শুধু তাহারে,
চারিদিকে সবুজের সমারোহ
কত রকম বাহারে!
বাংলার শ্যামল-নির্মল প্রকৃতি
নদ-নদীর বুক...
শ্রাবণের বৃষ্টি
ইফতেখারুল মবিন
আমি আকাশ হয়েছিলাম,তুমি মেঘ
আলো-ছায়ায় বিচরণ ছিল অনবরত
শেষ রজনীর চাঁদকে ঘিরেও ছিল-
লুকোচুরি খেলা।
মেঘের ভেলা হতে তুমি-
কাশবনের কন্যার ন্যায়।
কখনোই ছাড়পত্র দেই নি তোমায়,
অসূর্যস্পশ্যা করেও রাখি নি।
পুরোটা জুড়ে ছেয়ে থাকতে আমার;
তোমার...
আলোর ঠিকানায়
ইফতেখারুল মবিন
অবশেষে আমি নিজেই প্রদীপ জ্বাললাম।
আর কেনই বা জ্বালবো না আলো তিমিরের ভিড়ে?
ছোট ছোট জোনাকিরা যদি পারে
আঁধারে জ্বালাতে আলো,
দিবাকর প্রভাত-বেলায় ওঠে হেসে
তার দ্যুতিমাখা মুখে দূর নীলিমাতে,
সারা পৃথিবীকে তার জৌলুসে
করে...
ছবিঃইন্টারনেট
বর্ষা আর আমি
ইফতেখারুল মবিন
বর্ষা,তোমার কিসের দুঃখ এতো,
কেউ তো দেই নি ব্যথা?
দুঃখ রবে শুধু আমার-ই
প্রিয়া রাখে নি কথা।
অকারনে কেন কাঁদো তুমি,
ঝরে কেন এতো চোখের জল?
কাঁদবো শুধু একাকী আমি
বাসা বেঁধেছে দুঃখের দল।
তোমার...
একাকী আমি
ইফতেখারুল মবিন
উৎসর্গঃ Shahed Sajib
তোমার বদলে যাওয়ায় আমি অবাক হই নি
ভাগ্যের পরিহাসে এমনটাই হওয়ার কথা ছিল।
আমার রচনা করা পৃথিবী বদলে যাবে ভাবি নি
আগের মতোই আছি,শুধু ঠিকানা বদলেছি।
রাত্রি জেগে কাব্য লিখা...
©somewhere in net ltd.