![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....
তুমি চলে যাওয়ার পর
ইফতেখারুল মবিন
তুমি চলে যাওয়ার পর আসে নি ঊষাকাল
মৌন আলোর হাতছানিতে আসে নি গোধূলি বেলা,
আমার আকাশে হাসে নি আর সেই নিশানাথ
মন আঙ্গিনায় ভিড়ে নি আজো সুখের ভেলা।
তুমি চলে...
ঘুমের ঘোরে
ইফতেখারুল মবিন
রূপালী চাঁদের আলোক আভায়
দেখেছি ওগো তোমায়,
বসেছিলে তুমি নিরুপায় হয়ে
ছোট্ট ডিঙি নৌকোয়,
অলক তোমার বইছিল তখন
নদীর ঢেউয়ের হাওয়ায়।
অবাক হয়ে তাকিয়ে ছিলাম
তোমার রূপের মায়ায়,
প্রাণটা আমার হয়েছিলো শীতল
তোমার হাতের ছোঁয়ায়,
ধন্য তাই হয়েছিল...
বিষণ্ণময়ী
ইফতেখারুল মবিন
তুমি বিষণ্ণময়ীর সাজে সেজে
অপরূপ রূপের আড়ালে কেন
বিষণ্ণতাকে তাড়া করে বেড়াও?
সুকুমার প্রকৃতি মাঝারে কেন
ডেকে আনো বিষণ্ণতার ছোঁয়া?
আলোর মাঝে আঁধার খুঁজে
জীবনের প্রকৃত অর্থকে কি খুঁজে পাও?
তুমি কি জানো না,তোমার বিষণ্ণতায়
রাত্রির বুকে...
আমিই ব্যর্থ পথিক
ইফতেখারুল মবিন
আমিই সেই ব্যর্থ পথিক;
মরীচিকার পানে ছুটে ছুটে
সেই তো ফিরে এলাম।
ভালোবাসার দুর্গম পথ পাড়ি দিতে
হয়েছি আমি পরিত্যক্ত।
জ্যোৎস্নাশোভিত পূর্ণশশীকে অনুসরন করে
পাড়ি দিয়েছি অগণিত পথ।
শত সহস্র উপহাসকে করেছি সঙ্গী,
বিভীষিকার ভয়ঙ্কর...
কেন্দ্র হবে তুমি
ইফতেখারুল মবিন
তোমায় কেন্দ্র করে বৃত্ত আঁকার চেষ্টায়
আজো আমার হাতে কাটা কম্পাস;
বহুপথ পাড়ি দিলাম অনুসরণে তোমার
পূর্ণবৃত্তের পরিসমাপ্তি ঘটানোর আশায়।
কিন্তু তুমি পানকৌড়ির ছদ্মবেশে
কাজল দীঘির অন্তরালে ডানা ঝাঁপটাও;
কখনো আবার বিরাগী হও...
ছবিঃইন্টারনেট
একুশে ফেব্রুয়ারি
ইফতেখারুল মবিন
ঊনিশত বায়ান্ন,
দিনটি একুশে ফেব্রুয়ারি,
পাক সরকার করেছিলো সেদিন
একশত চুয়াল্লিশ ধারা জারি।
ভাষার দাবিতে যদি কেউ
যোগদান করে মিছিলে,
গুলি চলবে তাদের ওপর
সন্ধান যদি মেলে।
কিন্তু তাতে ভীত তো নয়
সংগ্রামী যুবকেরা,
চুয়াল্লিশ ধারা ভঙ্গ...
চারিদিকে আঁধার
ইফতেখারুল মবিন
গোধূলি ফুরিয়ে গেলে
আসবে আঁধার নেমে,
সেই আঁধারে ডুবে যাবে
আমার এ হৃদয়।
আকাশের তারা গুলো
আলো তো দেবে না,
মায়াবী হাসিতে চাঁদ
হাসবে না।
চারিদিকে থাকবে শুধু যে আঁধার।
জোনাকি আলো আর
জ্বালবে না,
আঁধারে আলো যে
পাওয়া যাবে...
ছবিঃইন্টারনেট
স্মৃতির মণিকোঠায়
ইফতেখারুল মবিন
স্মৃতির মণিকোঠায়
আজও রেখেছি তোমায়,
ভুলতে পারি নি কোনদিন
জানাই নি কো বিদায়।
কলেজ চত্বরে আমি
একাকী দেখেছি তোমায়,
ভালোবাসার কথা গুলো
বলতে পারি নি সেথায়।
আরও কতকবার
দেখেছিলাম তোমায়,
প্রেমের চিঠি দিতে
চেষ্টা করি নি বৃথায়।
হয়তো বা তুমি
জানো...
ছবিঃইন্টারনেট
আসো না ফিরে (গান)
ইফতেখারুল মবিন
দুঃখ নিয়ে আজো বেঁচে আছি আমি
শুধুই তোমারি অপেক্ষায়,
যতই এসেছে বাঁধা,ব্যথা আর বেদনা
তবুও তো ভুলতে পারি না তোমাকে,
বন্ধু,আসো না ফিরে তুমি
আসো না ফিরে।
মনের আঙিনাতে রেখেছিলাম তোমাকে
চলে গেছো...
ছবিঃইন্টারনেট
পরকালের চিন্তা
ইফতেখারুল মবিন
দুনিয়ার লাগি আজকে সবাই
উঠে পড়ে লেগেছি,
এতো পরিশ্রম শেষে মোরা
কি ফল পেয়েছি?
ক্ষমতার জোরে সর্বদা যারা
জ্বলে ওঠে হিংসার কালানলে,
ঐ সব লোকদের পোড়তে হবে
জাহান্নামের কঠিন আগুনে।
পরকালের চিন্তা তো আর
আসে না কাহারো...
©somewhere in net ltd.