নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

সকল পোস্টঃ

If You Forget Me by Pablo Neruda - কবিতার কথা, কবিতার ব্যথা

০১ লা অক্টোবর, ২০২৩ দুপুর ১:২৭



If You Forget Me by Pablo Neruda

পাবলো নেরুদার এই কবিতাটা আমার কাছে অনেক বেশি প্রিয়, যতটা না প্রিয় তার থেকে বেশি অর্থবহ করে। কবিতাটার শুরুর দিকের কথাবার্তা অনেকটাই...

মন্তব্য১০ টি রেটিং+৩

কবিত্ব আমার থেকে কী কী নিয়ে গেছে

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫০



ঘুমের মধ্যে আমাকে জাপটে ধরেছে সেইসব অস্ফুট শব্দেরা-
যাদের আমি আধাআধি ভেবে, অর্ধেক ভালোবেসে
পুরপুরি উচ্চারণ আর বানান না করে-
অথবা
পরে সঠিক বানানে, শুদ্ধ ভাবে লিখব...

মন্তব্য২৩ টি রেটিং+৬

অন্ধকার শুনে শুনে

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২২

পৃথিবীর কোমল হৃদয়ে চাঁদ যেন জেগে রয় -
মানুষের বুকের গহীন ক্ষত হয়ে;
জেগে রয় প্রকাণ্ড আসমান -
আমার নির্বাক চাহনি হয়ে।

সন্ধ্যার গাঢ়তর রঙে গ্রহ ছুটে যায় নক্ষত্রের পানে-
সমুদ্রে ঝিনুক হেঁটে যায় জলের...

মন্তব্য৮ টি রেটিং+১

ঋণঋণায়মান -

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৭

ঋণঋণায়মান -
এই যে বেঁচে থাকা তারই ডাকসাইটে নাম জীবন।

তবুও তো নানাভাবে চিঠি লিখে জীবনকে বোঝাতে হবে-
ভালোবাসি।

যে জীবন অস্বীকার করে -
প্রেম, ভালোবাসা আর চুমকুড়ি যত্ন আত্তি।।

মন্তব্য৪ টি রেটিং+২

নয়টি কথা

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৭



১)

আমি আমার সেই বন্ধু দিব্যেন্দু, যাকে দেখলে আমার মায়া হয়,
মনে হয় ইশ! যদি ওর জন্য কিছু করতে পারতাম!

২)

মানুষ জল হয়ে যায়, যখন জলের স্পর্শ...

মন্তব্য৬ টি রেটিং+৩

ফুলের ভাষা মানুষের মুখে

২৭ শে আগস্ট, ২০২৩ রাত ৯:২২

আমার এ সন্ধ্যা আরতি-
ফুলের ভাষা মানুষের মুখে; কেবলই মর্মবেদনা।
প্রার্থনারা শেষ হলে – জন্ম নেয় প্রেম;
সালাম ফিরিয়ে তাই – ফুঁ দেই তোমার দুই চোখে।।

ফুলের গর্ভাশয়ে এসে - দিশেহারা...

মন্তব্য১২ টি রেটিং+৪

স্টেশন

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১০:২২

কিছুক্ষণ হলো একটা স্টেশনে এসে দাঁড়ালাম;
বসলাম না; দাঁড়ালাম।
গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে -
আমি দাঁড়ালাম।

আমি স্টেশনে দাঁড়িয়ে;
যারা যাচ্ছেন অথবা আসছেন
নিজ নিজ ঘরে,...

মন্তব্য১০ টি রেটিং+৩

নাগরিক বৃষ্টি । আমি আর আমার বন্ধু উইলসন

১৩ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:২৪

কোথা থেকে লেখা শুরু করব ভেবে পাচ্ছি না, নিজের বাসা নাকি দুই বিল্ডিং দূরের শ্যাওলা জমা ছাদ থেকে; সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি। নতুন বাসায় এসেছি এ\' মাসেই, প্রচণ্ড আলো...

মন্তব্য১৬ টি রেটিং+৬

বিদায় শব্দটির তীব্রতর সমার্থক শব্দ খুঁজিতে খুঁজিতে

০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৪১

কোনও এক সন্ধ্যায়, ভালোবাসিবার সমগ্র আক্ষেপ লইয়া মনে মনে বিদায় শব্দটির তীব্রতর সমার্থক শব্দ খুঁজিতে খুঁজিতে \'এ ধরা হইতে বিদায় লইব।

সেইদিন কেহ হয়ত বুঝিবে-
কেবলমাত্র ভালোবাসা পাইবার না, ভালোবাসা...

মন্তব্য৪ টি রেটিং+৪

আমার সমস্ত সত্তা, এই অন্ধকার রাত্রি

২০ শে জুলাই, ২০২৩ রাত ২:৪৬


আজ কতদিন পরে এলে তুমি,
মনে আছে সেই যে এলে-
তখন অক্টোবর, শীত।

আমার;
এই বিশালতা
এই ক্ষুদ্রতা
কিচ্ছুটি ধারণ করবার শক্তি নেই কারও -

তবুও
আমার সমস্ত সত্তা দিয়ে...

মন্তব্য১৬ টি রেটিং+৭

অবশ্যই প্রেমের কবিতা

২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:০৮



তোমার কবিতা পড়ার শখ হলে -
তুমি পড়ো
শেলী, শেক্সপিয়র, সিলভিয়া প্লাথ আর বাঙ্গালীদের মধ্যে শঙ্খ ঘোষ।
বৈশ্বিক রাজনীতি আর অর্থনীতি বদলে যায় তোমার খোলা চুল ছুঁয়ে -
দুপুরে তোমার খোলা পেটে...

মন্তব্য২৪ টি রেটিং+৭

শঙ্খসখ

০৫ ই মার্চ, ২০২৩ রাত ২:০৭



মুহুর্মুহু ভালোবাসা যখন বুকের মধ্যে আঘাত হানবে আমার - তখন আছড়ে পড়া ঢেউএর মতন;
তোমার ও\'সব ভাবলেশহীন পা ফেলে চলে যাওয়ার কথাই মনে পড়বে। মনে পড়বে সবুজ দিন - সবুজ...

মন্তব্য১৮ টি রেটিং+৪

পৃথিবীর প্রথম মৃতদেহের পাশে আমি

২৩ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:০৬



তুমি চলে যাওয়ার পর
আমি বসে ছিলাম যেন;
পৃথিবীর প্রথম মৃতদেহের পাশে ।।

বিমূঢ়
বিহ্বল
কিংকর্তব্যবিমূঢ় ।।

মন্তব্য১৯ টি রেটিং+৫

দূর - বহু দূর, দূরালাপনী

১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৪



সমস্ত রাত কেমন অস্থিরতায় কেটে যাচ্ছে-
তোমার, আমার আর তারাদের।

আমি ভাবছি, হবে।
তুমি ভাবছো,কিচ্ছুটি নেই।
তারারা ভাবছে,
আমাদের নেই
আর
কোনো
দূরত্ব৷

লজ্জা,
আমাদের দূরে থেকে নিয়ে আসে...

মন্তব্য১৮ টি রেটিং+৪

আমি আর সমুদ্র, আমাদের যেমন মৈথুন

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫২



সমুদ্র ঢেউয়ের মতন -
অনেক দূর থেকে তোমাকে দেখতে পেয়ে
আমি আরও কাছ থেকে তোমায় দেখব বলে, স্পর্শ করব বলে,
তোমাতে অবগাহন করব বলে উল্লাসে সোল্লাসে এগিয়ে...

মন্তব্য১৪ টি রেটিং+৫

>> ›

full version

©somewhere in net ltd.