![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।
ওটা কি মুক্ত ব-দ্বীপ;
নাকি ঘোর বধ্যভূমি?
কী জ্বলে? আগুন না দীপ-...
জোসনা রাতে স্বর্গ হতে
আসল নেমে প্রিয়ার চুম।
খঞ্জনাটির গঞ্জনাতে...
রয়েল মামা বয়েল জামা হলদে গায়ে গলে।
দশ বারোটা গোশ পরোটা জলদি খেয়ে বলে,
আকাশ কুসুম বুদ্ধি ঝেড়ে রবিন হতচ্ছাড়া-...
যাসনে কোথাও ছোট্ট খোকা
চুপটি বসে থাক-
কষ্ট কী যে নিজকে রোখা...
ফারলু (বি.এ) করল বিয়ে
পঞ্চাশে।
বউটি পুঁটি বয়েস ঊনিশ...
গাছ পাকা আম খাচ্ছে কাকে
পাই না তোকে পথের বাঁকে
নিথর ঘরে কেমন করে...
পিরিতি কী চোখের জলের মালা
সুখের দোলায় পরাণ ভরে...
মরণ গাঙ্গের নাইয়া
তোমার জনম গেল ধুঁকে ধুঁকে ভাঙ্গা তরী বাইয়া...
আমায় তুমি রেখো মাগো বুকেরই ভিতরে
পরান আমার ভরে দিও তোমারই আদরে...
তোরা বল রে আমায় সই
আমার সোনার বধু কই
উড়াল পংখি কই হারাইছে পরানখানি লই...
কী যাতনায় কান্দোরে বন্ধু কোন বেদনায় বল
কার বিরহে চক্ষু তোমার করে ছলছল...
পরান আমার ধুকপুক ধুকপুক করে
উড়াল দিয়া যাইতাম মনচায় প্রান বন্ধুয়ার ঘরে...
কী সুখে মা আছো তুমি কবরেতে শুয়ে
এই অভাগার নয়ন ভাসে দুখের নদী হয়ে...
আমার চক্ষু নাই রে ওরে আমার চক্ষু নাই
নয়নমনি নাই রে আমি কেমন কইরা চাই...
নিঠুর বনে ঘুরে ঘুরে সোনার হরিন খুঁজে মরে
প্রান জুড়াতে চাও কী শীতল পাটি
সোনার খাঁচা একদিন হবে মাটি...
©somewhere in net ltd.