নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"দুইশো চার\"

নাভিদ ফারাবী

বাংলা ভাষার অক্ষরগুলোকে এদিক সেদিক ঘুরিয়ে ফিরেয়ে ভাষাটার সাথে বেয়াদবী করি। বেয়াদবীগুলোর মধ্যে নকশা খুঁজতে গেলে গোলকধাঁধায় পড়বেন বলে দিচ্ছি।

সকল পোস্টঃ

দরকার কি?

০২ রা জুলাই, ২০২০ রাত ১০:১২

দরকার কি চোখটা মেলে সাত সকালে সূর্য খোঁজার?
দরকার কি পেট পুজোতে চুলোর \'পরে আগুন দেবার?
দরকার কি বাচ্চাগুলোর উল্টে পড়ে হাঁটতে শেখার?
দরকার কি আড্ডা স্রোতে চায়ের কাপের ডুবসাতার?
দরকার কি হুড উঠিয়ে...

মন্তব্য০ টি রেটিং+০

জোনাক ফুলের মরণ

২৭ শে জুন, ২০২০ রাত ১০:৫৪


কপালটা ভাল যে দু আঙুলে তুড়ি দিয়ে জোনাক জোনাক ফুলকি বানানোর ক্ষমতা আমার খোদা আমায় দেননি। দুই দশকের বেশি তাহলে আর বেঁচে থাকা হত না।
যেদিন তুড়ি বাজানো শিখেছিলাম তার...

মন্তব্য০ টি রেটিং+০

দিনের শুরু

২৭ শে জুন, ২০২০ রাত ১০:৫২


চোখ না খুললে দিন শুরু হয় না।
একবার খুলে ফেললে আবার শেষ হতে চায় না।
কত কিছুরই না শুরু হয়, আবার কত কিছুর শেষ হয় এই একটা ছোট্ট দিনের ভিতরে। কিছু...

মন্তব্য০ টি রেটিং+০

সন্ধ্যা

২৭ শে জুন, ২০২০ রাত ১০:৫০


সকাল দুপুর ঘুরে ফিরে গেল,
দিনটা গেল বন্ধ্যা,
আশা রাখি হেসে উঁকি দিয়ে যাবে
কুড়িয়ে পাওয়া সন্ধ্যা।

মন্তব্য০ টি রেটিং+০

জীবিত দেয়াল

২৮ শে মে, ২০২০ রাত ১০:২৮


খটখটে রোদে তেতে ওঠা একটা নির্দয় দিনের গায়ে যখন ঝপ করে ভেজা কম্বলের মত হিমশীতল এক পশলা বৃষ্টি পড়ে তখন আচমকা বাতাসটা ঠান্ডা হয়ে গেলেও বাসার দেয়ালগুলো ঠান্ডা হতে...

মন্তব্য০ টি রেটিং+০

ছুরি

২৮ শে মে, ২০২০ রাত ১০:২৬


বেণিগাঁথা চুল, দুচোখের ফুল, হাসে সে চন্দ্র কাড়ি,
হৃদে বিঁধে শূল, দুকূল আকুল, হিয়ায় বজ্র সারী।

মন্তব্য০ টি রেটিং+০

বুকপকেটের আকাশ

২৮ শে মে, ২০২০ রাত ১০:২২


আকাশটা আজ কিনে বসে আছি
বুকপকেটে নিয়ে,
কতশত গান, কবিতা, গল্প
শোনায় গুনগুনিয়ে।

আমি, সে আর আমরা মিলে
প্রহর কাঁটাই যত,
দুই ফোঁড়নের নকশী কাঁথা
বেড়ে চলে অবিরত।

মাঝে মাঝে উঠে দেয় সে উঁকি
এই বুঝি বা আমি
ছেড়েই বোধহয়...

মন্তব্য০ টি রেটিং+০

লজিক্যাল কাজ

২৮ শে মে, ২০২০ রাত ১০:১২


বাংলাদেশের, বিশেষ করে ঢাকার বাসিন্দা হিসেবে এই মুহুর্তে সবচেয়ে লজিক্যাল যে কাজটা আপনি করতে পারেন তা হল মাস্ক, গ্লাভস ছাড়া বাইরে বের হয়ে টানা দু তিন দিন একবারও বাসায়...

মন্তব্য০ টি রেটিং+০

জীবন্ত

২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:০১


ধরুন ভিড়ের মাঝে কাউকে খুঁজছেন। নাম, চেহারা কিছুই জানেন না। জানেন শুধু চেহারার কিছু বৈশিষ্ট্য।
খোদার এই ছোট্ট দুনিয়ায় কালো, সাদা, শ্যামলা, চেক কাটা চামড়ার সাথে খরগোশ কান, তরমুজের বিচি...

মন্তব্য২ টি রেটিং+০

মেঘ মাঠ

২২ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৯


আদি মানবের ঠিক কোন পাপের জন্য উপরওয়ালা আমাদের মেঘের উপরে হাঁটতে দেন না জানতে পারলে ভাল হত ৷ আল্লাহর উপরে ক্ষমাশীল কিছু নেই।
সুতরাং মরার আগ পর্যন্ত জায়নামাজে বসে মাফ...

মন্তব্য০ টি রেটিং+০

অভ্যাসের দাস

২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫১


আকাশ ভাঙিয়া মাথায় পড়িল,
এ যে ছিল অনিবার্য,
অভ্যাসের দাস গিয়াছি হইয়া,
আদেশ যে শিরোধার্য।

মন্তব্য২ টি রেটিং+০

হারিয়ে ফেলার ছিল না কথা

২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৮


হারিয়ে ফেলার ছিল না কথা,
তবু ফেলেছি হারিয়ে,
থাকার কথা ভরা দুটি হাত;
শূন্য হাতে দাঁড়িয়ে।

ওয়াদার কত হত বিনিময়,
"দেখব নতুন পথ",
কত কথাই না বলত তারা,
কতই না শপথ।

সাগর পেরুব সকলে মিলে,
দেখব সকল জাত,
এপার...

মন্তব্য০ টি রেটিং+০

বক্স সমাচার

২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৪


কিছু মেহমান এসেছে বাসায়।
মা শেল্ফ থেকে প্লেট বের করছে। আমি সাহায্য করছি। হঠাৎ লাল নীল রঙের কতগুলো কাঁচের গ্লাসের পিছনে চোখ গেল আমার।
একটা টিফিন বক্স।
সবুজ রঙের বেঢপ বড় কিম্ভুতকিমাকার...

মন্তব্য০ টি রেটিং+০

যম রথ

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:২৩


দশদিক হতে আজি বাজে শোনো দিন ফুরানোর গান,
থালা-বাটি, পাটি, সংসার কাঁধে হাপাইতেছে শত প্রাণ।
এধারে ওধারে সবে দেখে চাহি যাইবার নাই পথ,
নির্বোধ জাতির গলাটা পিষিতে আসিতেছে যম রথ।

মন্তব্য০ টি রেটিং+০

এটিএম গার্ড

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:২৩


এটিএম বুথগুলোর কিছু কিছু সিকিউরিটি গার্ডদের দেখলে মায়াই লাগে। বয়সে না হলেও, স্বাস্থ্যে জীর্নতার কমতি নেই।
যে কেউ কোন এক শুক্রবারে বাদ জুমা এরকম একটা বুথে গিয়ে আঙ্গুলে থুতু মাখিয়ে এদের...

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.