![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন কে পছন্দ করি, সে দেখতে অসাধারণ কেউ নয় বরং উল্টোটা।
যার প্রফাইলের বায়ো তে লেখা, "আমার মতন সুখী কে আছে?" -
আর সেটাই বোধহয় একদিন তার প্রোফাইলটা দেখার ব্যপারে আমাকে...
১।
আমি তার জলধ্বনি শুনি ভেতরে
মৃদু থেকে গাঢ় গভীর স্বরে
নেচে যাওয়া ঝিরি পাথরে পাথরে
অথচ হাতড়ালে অচল বালি নুড়ি ছাই
কোথাও তার চিহ্ন টি ও নাই!
এক তার তৃষ্ণা জাগানিয়া...
১।
প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাকে আঁকছি,
তোমার চোখ চুল ঠোঁট...., তুলে দিচ্ছি আজকের বিজ্ঞাপনের সব থেকে কমনীয় দৃষ্টি চোখের দু তারায়।
সময়ের সব থেকে আধুনিক ফ্যাশান সচেতন বেশভূষায় তুমি নিজেকে...
যখন টকটকে লাল সূর্য টাকে চুমু দিলে তুমি
তখন তোমার গায়ে সদ্য যৌবনের গন্ধ
তোমার শাড়ির জমিনে জলডাঙার চরের সবুজ
যেখানে শপথ রেখে গেল লক্ষ যুবক -তোমার জন্য সূর্য আনতে,
কেউ তোমাকে প্রেমিকা সম্বোধনে...
এভাবে টলোমলো পায়ে মাতালের বেশে আমি বেশি দূর যেতে পারবো না
এভাবে ভগ্ন স্নায়ু ও হৃদয়ে পেরোনো যাবে না খুব বেশি বালিয়ারি,
আমাকে এখন চাঁদে টানে না, বৃষ্টিতে টানে না,...
এবার নির্মান করো ভেঙেছো অনেক
পাঁজরের খাঁচায় মুমূর্ষু চাতক।
এবার নির্মান করো উড্ডয়ন প্রত্যাশী ডানা, ডানার পালক,
চুম্বন যোগ্য একজোড়া ঠোঁট, ঠোঁটের আদর,
জল থেকে চুলের মত নদী
নদী থেকে...
আমার যতোগুলো প্রপাত তোমার ঠিক ততগুলো নাও
তুমি কোথায় যাও এতোগুলো জলোধারা বেয়ে?
আমি ভুলে একটি প্রপাত খুললেই তুমি চলে যাও নৌ বিহারে
আর সে পথে তোমার ফেরা ফিরি নেই !
ব্যবধান বেড়ে যায়...
১।
কোলাহল বারণ হলে নিজ নিয়মে
নিসর্গ নেমে আসে ব্যস্ত শহরে,
ব্রিজের তল থেকে কথা বলে উঠে নদী
বাতাস প্রতিধ্বনি তোলে আপন অক্ষরে।
২।
পৌষের কুয়াশায় ভেজে বসন্তের ফুল,
নিজেকে গুটিয়ে রাখা পাঁপড়ি...
১।
চারপাশ টা দেখার ইচ্ছে নেই
তবে অন্ধকারের অন্ধত্বে নয়,
নিজেকে নিঃস্ব নয়
শুন্য করতে চাই,
শুন্যতার কোন হাহাকার নেই।
২।
ভুলে যাও আমি ছিলাম অথবা আছি,
ভুলে যাও নাম, এ নাম অপরিচিত কারো,...
২৭।
আকাশ ও সমুদ্র একে অপরের আয়না
যেখানে তারা নিত্য সৌর রং এ নিজেকে মুগ্ধ চোখে দেখে।
২৮।
মাঝে মাঝে আয়না ও ভীষণ একটা অস্ত্র
অব্যর্থ আঘাতের দুর্বল লক্ষ্যটি তার চেনা।
২৯।
বিষন্নতা একটা...
ঢেউ তোলে না বৈঠা জলের উপর সপাত্ শব্দে এখন,
পাল তোলে না লবন বোঝাই জাহাজ,
জাল পড়ে না, মুক্তো খোঁজে না কেউ,
সবাই এখন দিব্বি পেরিয়ে যায়
এপার ওপার মাঝখানে...
আসর জমে গেছে, মঞ্চ মাতাচ্ছে যে সে আমি নই,
আমি কারো গুণমুগ্ধও নই, এই মুহুর্মুহু করতালি র মাঝে আমার দু হাতের কোন ভূমিকা নেই,
এই আলোকিত সন্ধ্যায় লুটপাট হয়ে গেছে...
নদী যেমন একাকী ঘুরে ফিরে চলে যায়
জোয়ার তাড়িত স্রোত আর ভাটায়
বর্ষার দূরন্ত ঋতু শেষে শীতের রিক্ত খাদে
বুক জোড়া বালু নিয়ে বাসন্তী রোদে দেখায় মরুসম হৃদয়
আমি কি...
©somewhere in net ltd.