![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
পঞ্চমীর রাতের দেহ এখনো পড়ে আছে লাশকাটা ঘরে,
এই সেই মেঠো চাঁদ কুহকময়ী
ইলেকট্রিক আলোর নগরে!
২।
এ জলের গন্ধ ফসলের ডাকে
মেঠো পূর্ণিমার দেশে ফিরতেও পারি পরজন্মে,
মানুষ নয় হয়তো লক্ষিপেঁচা...
আপনি কি বিষাদের কথা বলছেন,
জমানো ক্ষত, শুকিয়ে যাওয়া দাগের চিনচিনে স্পর্শ ব্যথা র?
-স্বভাবতই করুণ শোনাবে মাঝরাতে কেঁদে ওঠা একটি বেহালার।
আপনি কি বিষণ্ণতার কথা বলছেন,
নীরবতা যেখানে অর্থ পেয়েছে...
দেবদারু বনে আমরা পেয়েছি তারে
অপরাহ্ন শেষে সায়াহ্নে র অন্ধকারে
আমরা চোখ ফেলে এসেছি সেখানে দেবদারু ছায়ায়
জেনেছি মৃত্যু অনেক তুচ্ছ অথচ ফিরেছি সময় সল্পতার হাহাকারে।
আমি চাই ঈশ্বর হবে সম্পূর্ণ ক্রোধহীন নিরহংকার প্রতিদান অপ্রত্যাশী,
সে ক্ষুধার্ত কে অন্ন দিক, বিপদগামী কে পথ দেখাক, অন্ধকে হাত ধরে পার হোক ব্যস্ত রাস্তা
অবোধ শিশুর হাত থেকে পিতার ধারালো...
১।
সভ্যতা যখন সম্ভোগের নিরাপদ বর্ম
শিল্প যখন নগ্নতা কে উপজীব্য করে বেড়ে উঠে চার হাত পায়
তোমার কাছে তখন বর্বর লাগে বৃক্ষের বাকল ঢাকা মানুষ
তোমার স্নানঘরে ফেনা তোলে সুগন্ধী...
১।
ভেতরের আয়না টা পারদ হারায় যখন
তখন স্মৃতির সমুদ্রে রাত নামে-
মানুষগুলো হারায় এভাবে,
সে অসীম আঁধারে তবু অদৃশ্য ঢেউ ভাঙে।
২।
ভালবাসা দিয়ে বস হয়না মানুষ
বস হয় রাক্ষুসে থাবায়,
মানুষগুলো ই...
যাবার ইচ্ছে প্রবল
তবু যেতেই ঘর ডাকে
চৌকাঠ টা বাঁধা রাখে,
সামনে দেখি খাঁ খাঁ করে উঠোন
বুড়ো জারুলে স্মৃতিতে দেয় পেছনমুখী ছুটন;
যাবার ইচ্ছে প্রবল
তবু যেতেই দেখি পড়ে...
রক্ত দিয়েও কবিতা লেখা যায়
স্বাধীনতা তেমনি এক কবিতা।
স্বাধীনতা এক দুঃখবতী নদী
মৃত্যুসংবাদ যার জরায়ু ছেঁড়া প্রথম সন্তান
দূর্ভিক্ষ আর অনটন যার সহদর
যেখানে রক্তস্নানে মানুষ...
দুঃখ গুলো এক একটা দুঃখের কবিতা
আনন্দ গুলোও এমন,
তুমি আমি যখন পাশাপাশি বসি তখন সেটা ভালবাসার কবিতা
যখন পাশাপাশি নয় মাঝে দূরত্ব বসে পড়ে তখন বিরহের;
যখন কথা নেই,...
এমন একটা কবিতা লিখতে চাই যে কবিতায় কোন আকাশ থাকবে না
থাকবে না জ্যোত্স্নার হরতকি বন
বসন্ত কিংবা শীতের গল্প।
পাখিদের পালক খুঁচে খুঁচে তুলে ফেলা হবে কবিতার গা থেকে,...
১।
কোথাও যাব না, যেতে হবে;
হারাতে চাই তবু থেকে যাবো ধরা ছোঁয়ায়;
যা কিছু হারায় সে সব ই গচ্ছিত,
কোথাও যাব না, যাচ্ছি স্বেচ্ছায়!
২।
জানি এইসব প্রেম ক্ষণকাল দাঁড়ানো গোধূলীর মত...
মানুষ হয়েও মেলায় কেনা এক মাটির পাখিকে প্রাণ দিতে চাই,
মাটির পাখি উড়তে পারে এমন আকাশ কোথায় পাই?
আমার ছিল অনেক আকাশ যেসবে রোদ বৃষ্টি ঝরে
অনেক আকাশ ফুরিয়ে গেছে এক...
১।
কেউ আসেনা মনের ঘরের দাওয়ায়,
দরজা গুলো নাড়ায় শুধু পথভুলো হাওয়ায়।
২।
ভাঙা ডানায় আর কতটা যাবি
খাঁচা পালানো খাঁচায় পালা পাখি?
৩।
ভাঙছি তো এক নির্মিত হব বলেই
পাথর ভেঙেই নদী মোহনায় বালি দ্বীপ...
কত লোনা জলে চোখ ডুবেছে
গেঁথেছে কাঁদার ভেতর পা
এক শহীদ বেদী তে ফুল ফোঁটালেই একুশ হবে না,
দাঁড়াতে শেখার মঞ্চে এখন হায়েনার ছায়া বসা
সঞ্চালনের দূষণ আমার গলায় এঁটে...
ভোরবেলা তবু ম্লান হেসে ঝরে যায় রাত জাগা ফুল
সকালের আলোয় তার অন্ধকারে যাত্রা শুরু,
নিভে যায় আঁধারের তারকারাজি নিশাচর চাঁদ
জলের পরত মাখে রেহানের হাঁস,
পালকে লেগে থাকে মেঘ ধবল সাদা...
©somewhere in net ltd.