![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইবার জল ছেড়ে উঠো
তোমার বালু গড়া চরে ঘাস বুনে দিই
এনেদিই পাখিদের ছিমছাম নিরিবিলি ঘর,
এইবার জল ছেড়ে উঠো
চলে গেছে শ্রাবণের ঢল,
থুয়ে দিই শুভ্র ঝিনুকের মালা
দুধসাদা...
তোমার হাসিগুলো থামাও
বৃষ্টি র তীক্ষ্ন ছুরি র মত বিঁধে যায় ওরা অনাহারী শরীরে
এর থেকে ভাল একবারে মারনাস্ত্র দিয়ে মারো
বিষে ডোবানো বর্শা গেঁথে দাও পাঁজরে
পা বেয়ে উঠে আসো...
বানের জলে ভাসিয়েছো ঘর
দাবানল জ্বেলে পুড়িয়েছো ক্ষেত অরণ্য সমুদ্র প্রবাল
মরুভূমি সেঁদিয়ে দিয়েছো বুকে দু হাত।
এইখানে জাহান্নাম।
উচ্ছন্ন বামন চাঁদ যায় হেসে হেসে
অক্ষমতা দেখে ভাগ্য উল্টিয়ে নক্ষত্রে
শেষ করে...
কিছুক্ষণ আগে নিজেকে ঘুম থেকে ডেকে তুললাম
দেখি বুকের মাঝে অবগাহনের চোরা টান,
কিন্তু কোথায় ক্লান্তি ধোব, শ্রান্তি থোব, পাপ রাত্রির ঘৃণা থোব, লবন জলের ঘাম ?
নদী ছুঁতেও পাড়ে মঠ...
কবিতা লিখবো শব্দ নেই,
ম্যাসেজ লিখবো শব্দ নেই,
ফেসবুকের চ্যাট লিস্ট টায় জ্বলে আছে বিন্দু বিন্দু সবুজ
অথচ শব্দ নেই!
ফোন টা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখি-
শব্দ নেই!
বুকের...
একটা ফোন আসার কথা আসছে না,
ঘড়িটা যেন দ্রুত চলছে! দৌড়াচ্ছে! থামছে না!
খাতার উপর একটা ঘড়ি আঁকলাম।
ঘড়িটা থেমে গেছে। ওখানে ন\'টা বেজে দশ।
যখন খুশি চলে আসতে পারো...
একটা বাঁশি বুকের ভেতর বাজছে সারা বেলা
কারো কাছে তার অর্থ আছে
কারো কাছে তা খেলা,
বাজছে বাজুক বুকের লহর অষ্টপ্রহর
জানিয়ে দেবে দিক-
একটা বাঁশি বুকের ভেতর লুকানো আছে ঠিক!
...
যে সব দুপুর গুলো বিকেলে হারিয়েছে
বিকেল গুলো সন্ধ্যায় সন্ধ্যা গুলো রাতে
আর রাত গুলো আরো গভীর রাতে
সেসব দুপুর কে আমি একদিন বাক্স বন্ধি করে পশ্চিমে যাব
তারপর ছিনতাই...
যে যার শহরে একা একা দীর্ঘ দুর্যোগে
ঋতুচক্রে চলে আসা তীব্রশীতের রূপলী কুয়াশায় ভিজে
কাতড়ায় জলমগ্ন এক পোর্ট্রেট বুক,
ব্যাখ্যার সন্নিকটে এসে পুনঃবার জন্মান্ধ হই
ফিরে যায় নিজ নিজ প্রপাত...
কিছু নদী বয়ে যাবে কখনো সমুদ্র পাবে না,
শুকোবে রোদে, তৃষ্ণার্ত হবে,
পায়ে হেঁটে হেঁটে হোঁচট খাবে খাঁদে
একসময় মুছে যাবে মানচিত্রে;
কিছু নদী শুকোবে সমুদ্র আকাক্ষায়,
কখনো সমুদ্র পাবে...
কি নিয়ে কবিতা হতে পারে-
জানালার সবুজ কাচ, রাস্তার দু ধারের সরলবর্গীয় বৃক্ষ, নাকি মেঝেতে প্রজাপতির ভেঙ্গে পড়ে থাকা পাখা, অপূর্ণ চাঁদ, স্বপ্নে বিদ্যুচ্চমকে জেগে উঠা পূর্বপুরুষের সমাধী..?
কি নিয়ে...
১.
কেউ ভালবেসে ছোঁয়,
কেউ ছোঁবে বলে ভালবাসে,
কেউ ভালবাসে বলে ছোঁয় না,
নষ্ট এ মন শঙ্কাতে সারাক্ষণ প্রলোভন এর ফাঁদ পাতে- যদি ছোঁয়,
বলে টিপ টা পড়েছে বা পাশে, এসো লাগিয়ে দেই ওটা...
১।
হলুদ কমলা ডালিমটার খোঁসা ছাড়াতেই দেখি ভেতরে থরে থরে সাজানো রক্তাত্ব হীরে!
কি যেন বলে, রুবি?
-হ্যা তাই হবে, যদিও আমি ওটা দেখিনি কখনো তবে পাথর দেখেছি বিস্তর,
একসময় স্কুল থেকে...
১।
আমরা রোদের কথা বলতে বলতে বাঁরান্দার দখল নিলো একটা ঝড়ের মেঘ
আর একটা তুমুল বর্ষা আমাদের ভেতর,
আমরা রেডিওর নব ঘোরালাম
একের পর এক স্টেশন বদলেও হাজার মাইলের ভেতর কোন দূর্যোগের...
১।
আমার কোন কবিতার দরকার নেই,
এই রাত ভর বৃষ্টি ফসলের চাহিদায় আছে
আছে মাটির ফাঁটা শরীরের আকাক্ষায়,
আমার কোন বৃষ্টি র দরকার নেই।
প্রাণের ছায়াপথ খুলে বসে থাকি
নিঝুম রাত এই নিস্তব্ধ...
©somewhere in net ltd.