![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
এলোমেলো কথা গুলো কারো কারো খুব মানায়
এলোমেলো চুল ও চেহারায়,
আলুথালু গাছ হয়ে কোনমতে দাঁড়িয়ে থাকা মানুষ গুলো
কখন যে অলঙ্কিত আসবাব হয়ে উঠে সৌখিন হাতে
কেউ জানে না...
১।
হাবুডুবু খাচ্ছি?
এসো হাবুডুবু ই খাই,
প্রেম করে কেউ কোন দিন ভেসেছে নাকি!
সবাই তো শেষে তলিয়েই যায়।
২।
পেছনে রেখে যাচ্ছি বৃষ্টির দিন
সামনে শুধুই শীত আর খরা
একটা সিট...
১।
এক পূর্ণিমার পর চাঁদ উঠতে এখন দেরি হয় আকাশে
বিদায়ী চাঁদ এখন মন্ত্র জপে মৃদু পায় আসে।
২।
ক্ষত কিন্তু একটা নয়
অনেক ক্ষতই আছে;
এখানে জীবন অক্ষত, কে বললো তোমায়?
মানুষ...
১।
এই নাও জল দিলাম নদী করে
যদি তৃষ্ণা পায় তুলে নাও আজলায়
যদি পারাপার জানো সাঁতরাও
নৌকা ভাসাও,
যদি চাও ধুয়ে নাও আর জন্মের পাপ
নদী সব ই ভাসায়-
সাপে...
১.
এক পশলা বৃষ্টি হোক
এই বুকে বড় খরা,
কিছু পাখি ঘরে যাক ফিরে চেনা জানা।
২.
সে বাঁশি বাজেনা যার আকুতিতে হৃদয়ে ফনা তোলে সমুদ্রের ঢেউ
এই তীর জোড়া ক্ষত,
জ্যোত্স্না...
লিফ্টে উঠলে প্রায় ই মনে হয় দেখা হয়ে যাবে,
দুজন ই তো উঠছি উঁচুতে
অহংকারের বহুতল ভবনে দুজনের ই এখন যাতায়াত,
তোমার অহমে সাজানো এপার্টমেন্টে অথবা আমার
ভুল করে একদিন ডোর বেল বাজিয়ে বসবো...
একদিন চলে এসো নাচ ঘরে
পুরনো নূপুর পায়ে নর্তকী সেজে বসে আছি সোনালী পান পাত্র পেতে
জেনে রেখেছি সকল নিদ্রার সুরেলা গান,
তোমার ক্লান্তি, চোখের নিচের কালি মুছে দেব সব...
১।
মন্বন্তরে ভালোবেসে জন্ম দিলাম অশরীরি ক্ষুধা,
দূর্ভিক্ষের নাড়ি ছেঁড়া সন্তান,
এখন আর এক চুমুতে কি পেট ভরে?
দূর্ভিক্ষ শেষ হয় না ক্যালেন্ডারের এক ছিয়াত্তরে।
২।
বসন্ত চলে গেছে বৃষ্টির আড়ালে
তবু শীত...
ক্ষুধা কে পালটে ফেলে অভাব মেনে নিলাম
দুহাতে খাঁমচে ধরার বদলে শিখলাম স্পর্শ
দখলের বদলে প্রত্যাশা,
উগ্র দাঁতের উঠোনে বানিয়ে নিলাম এক জোড়া ওষ্ঠ-
সে এক ভালবাসি বলেই তো !...
ঈশ্বর কে শুদ্ধ হতে বলেছিলাম
বলেছিলাম ক্ষুধার্ত কে অন্ন দাও
অভাব মেটাও যারা পড়ে আছে তোমার মঠ মসজিদ উপাসনালয়ে,
বলেছিলাম মিনিস্টারের পালিশকরা চকবাহারি গাড়ি থেকে ফেরাও তোমার লোভাতুল দৃষ্টি
ওসব তোমার নয়, এদিকে তাকাও,
এদিকে...
১।
আজ কিছুটা মিথ্যা বলো
আজ কিছুটা সত্য আমার হোক,
আজ কিছুটা না হয় মিথ্যে আমার হলে
ভুল যেতে পারো সত্য সমুদ্র শোক।
২।
বড় কাঁটা বেঁধে গেলে গলায় আঙুল ঢুকিয়ে বার করে ফেলি
নচ্ছার...
১।
ভালবাসা তুমি এক স্যান্ডেলে একলা পায়ে কত দূর যাবে?
কতদূর তুমি যেতে পারো,
কতদূর সকলে যায়?
সামনে যদি ভয়াল নদী কিংবা সাগর খাঁদ এসে দাঁড়ায়,
তুমি কত দূর যাবে?
কত...
তুমি তো আর একবার ভালবাসি বলতেই পারো,
জানো তো আমি ওটা শুনতে ভালবাসি
ঠোঁট বাঁকিয়ে চলে যেতে ভালবাসি
দেখাতে ভালবাসি প্রত্যাখ্যান;
তুমি তো আর একবার ভালবাসি বলতেই পারো,
জানো তো,...
আকাশে মেঘ নেই
জানালায় ছায়া নেই
বুকে ভৈরবী,
পারানির নায়ে বিসর্জন বাজিয়ে
যায় নাকছাবি;
লাঙ্গল টেনে যায় চাষা-
ক্রান্তিয় রোদে জ্বলা দেহ,
হাওয়া বয়, হাওয়া পড়ে আসে, ভিজে ওঠে জন্মের নাভি
মোষের দেহ চকচক...
আজ আমাদের কোন উৎসব নেই শস্যের,
নেই মাদল বাজিয়ে যাওয়া দোল পূর্ণিমার রাত,
আমাদের কোন নারী নেই, নেই কোন নারীর পুরুষ ও,
আজ আমরা লিঙ্গহীন এক কাতারে দাঁড়িয়ে গেছি-
উৎসবহীন,শস্যহীন,ভালবাসাহীন..
আজ...
©somewhere in net ltd.