নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন আমি তোমাকে নিয়ে লিখলাম
তুমি ফিরেও তাকালে না
যখন সেটাই লুট করে নিয়ে গেল তহ্মকের দল
তুমি ছুটেগেলে চোরদের ডেরায়
এক নিঃশ্বাসে পড়ে বললে চমত্কার!
এমন কি সেখান থেকে ধার...
১.
আকাশ তুমি নীল না কালো,
আকাশ তুমি কার?
নাকি তুমি তাদের মত ই
মানুষগুলো যেমন যার যার?
২.
বৃষ্টি ঝরে আকাশ ছুঁয়ে
বৃষ্টি ঝরে চোখে,
বৃষ্টি ঝরে বুকের মাঝে লাজুক...
চারদিকে শুধু প্রতিপক্ষ, পক্ষে কে?
যে আমার সাথে কথা বলে?
যার কথা আমার মত শোনায়?
যার পছন্দ অপছন্দ আমার সাথে মেলে, মিল অভ্যাসে?
পক্ষে কে? আমরাও তো আমাদের না
নিজের প্রতিবিম্ব ও...
নৈঃশব্দের রাত ছুঁয়ে যে সকাল আসে
সেখানেও কোন শব্দ থাকে না
অচল মন্থর নদী যে রাতভোর জলের গল্প বলে গেছে
সেও শব্দহীন স্থির,
নিস্ফলা শহরের পাথরে বীজ বুনে যায় যে...
১.
সেদিন সারাদিন বৃষ্টি হয়েছিল,
সারাদিন আকাশ অন্ধকার করে পড়ে ছিল অবিরাম বৃষ্টির জল,
এ শহর ভাসিয়ে নেবার মত উত্তাল স্রোত বয়ে গেছে সাগর অভিমূখে
আমাদের কিছুই ছিল না করার।
আমাদের ভেতর ও জমা বৃষ্টির...
আমরা পাজামা ফেলে পা গলিয়ে দিলাম প্যান্টের ভেতর
ধূতির গাঁট খুলে পকেটে তুলে নিলাম চামড়ার ওয়ালেট
পয়সার বদলে ভরে নিলাম চকচকে কাগজের নোট,...
বিসর্জন মানে কি ত্যাগ? নাকি স্বত্ত ছেড়ে দেওয়া?
বিসর্জনের পর যেমন মানুষ ভুলে যায় একদিন পূজো হয়েছিলো
বিসর্জন এর জল মেখে ঘাট থেকে উঠে আসে ভিন্ন মানুষ,...
ভাষ্কর যেভাবে ছুঁয়েছে পাথর
আমরা সে ভাবে পারিনি ছুঁতে,
পাথর কেয়ারি শ্রমিক শত শত পাথর কাঁধে পিঠে
রাত দিন বয়েও কখনো পারেনি,
তবু বয়ে গেছে নদী ক্ষয়ে গেছে পাথরের গা।...
একটা অচেনা দুঃখ প্রায় ই আসে
ঘুরে ফিরে নদীর মত
মৃত্যুর মত শীতল তার স্পর্শ,
সে এলে সব কিছু অর্থহীন হয়ে যায়
জানালায় শুধু অদৃশ্য পাতা ঝরে
বিচ্ছেদের শব্দ শুনি...
তুই কি আমার নিঃসঙ্গ সেই রাত্রি হবি, আঁধার কালো অন্ধকার?
জড়িয়ে রবি চাদর হয়ে, তুই আর আমি থাকুক সব বন্ধ দার।
তুই কি আমার বিকেল হবি?
বুক পকেটে জমতে...
১.
পা রাখবো কোথায় রাখবো কোথায় দেহ
চার দিকে জল বিশাল সাগর
আপন নেই কেহ
তুমি তখন নতুন চরের জমি
বদ্বীপ বলে ডাকি
আঁকলে বসত ভিটা দেওরীতে
খাঁচায় বাঁধা পাখি
বুকে তোমার...
হৃদয় চেনো বুকের মাঝের ঘর
দুঃখ চেনো চোখের পুকুর ভাসিয়ে নেওয়া অশ্রু টলমল
স্বপ্ন চেনো বনের সাথে আকাশ যেথায় মেশে
ঝিনুক চেনো বুকের মাঝের পাথর যার মুক্ত হয়ে হাসে?
যাও চিনে...
১.
এমন একটি কবিতা লিখতে চাই
যা লেখার পর সবাই কে নিঃসঙ্কোচে ডেকে বলা যায়...
সবকিছু শেষ হয়েছে জানি
আশা রাখি না রাখি না দাবি
তবু বিদায়ের নিষ্প্রভ বেলায় জ্বলে ওঠে তারা একে একে সন্ধ্যার আকাশে
দু মুহূর্ত ভরে রাখে একটি মৃত স্বপ্ন নিংড়ায়ে নিয়ে;...
মেঘ বৃষ্টি আকাশ নিয়ে লেখা হয়েছে অসংখ্য কবিতা
বাদ যায়নি পাখি ফুল নিচের জমিনও,
নদী-নারী প্রেম আর বিরহের কথা বলে বলে অপরিহার্য করা হয়েছে তাদের
শ্রেণী সংগ্রাম শাসন শোষনের কথাও আসেনি...
©somewhere in net ltd.