নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
প্রতি ধাপে ধাপেই তোমার দিকে এগুচ্ছি
কিছুতেই পৌঁছাতে পারছি না
তুমি এত শত সহস্র দূরে অবস্থান করছো
দূর আকাশের গ্রহ, নক্ষত্রের সমান।
আমি টিম টিমে প্রদিপের মত জ্বলছি
খুপরি মাটির ঘরে।
যেখানে প্রতিটি সন্ধ্যায় আসর বসায়
জীবন...
খবর সব কবরে গেল
রং তামাশার বিপ্লবী,
সঙ সাজার মুখোশ গুলোই
সন্ধি হল সংসারী।
জন্তু গুলো আদিম হল
হিংস্রতার বাহাদুরি,
চোয়াল জোরে কুমির দানব
পেশির জোরে সিংহ হরি।
মন্ত্রী গুলো হন্যে হল
লোভের জীহ্বায় বাড়ছে ভুড়ি
মাতাল হবার ছন্দে...
যেতে চাইলেই, কাউকে-
ধরে রাখা যায় না।
শীত এলে পাতা ঝড়বেই
প্রকৃতির এ ধারা রোধ করা যায় না,
খরস্রোতা নদীর ঢেউ
সেও তো কোন বাঁধ মানে না।
বেলা ফুরাবার প্রহর
তুমি কোন মন্ত্র আটকাবে!
যেতে চাইলেই, ধরে রাখা
যায়...
খুব জানতে ইচ্ছে করে, জানো!
কাতর বুকে এখন তবে- কেমন আছো?
শুনতে পেলাম যে হৃদয়ে বসত গড়েছো
সে নাকী তাড়িয়ে দিলো?
এখন তবে কোথায় থাকো?
প্রলয়ঙ্কারী কষ্ট ঝড়ে
কোন কাঁধেতে মাথা রাখো?
একলা প্রহর কাটে কেমন করে
এক...
নারী নয় দেবী
আবরণের হেফাজত কেন অবলম্বন হবে বাঁচার?
সামান্য মানুষ সে,
তারও অধিকার আছে প্রকাশ্য হবার।
স্বর্গীয় রুপ বলো, বলো যাকে জান্নাতের রানী
আধারে লুকিয়ে রাখতে চাও কেন?
দেখতে চাও না স্বর্গের দূতি?
যার আঁচলে...
যমুনা টিভিতে জয়ের পাঠানো ভিডিও দেখলাম এবং এটা স্পষ্ট যে সে দেশে আসবে, রাজনীতি ও করবে৷ কিন্তু কবে? সেটা দূরবর্তী ভবিষ্যৎই জানে।
বর্তমানটা হল, একদল লোক বিচার-বিশ্লেষণ করে বলছে এই...
মুক্তি.....ভুক্ত, মুক্তি...... ভুক্ত
স্বাধীনতার শৃঙ্খলে গণতন্ত্র কফিনে,
মুক্তির নেই শক্তি
দেখো আকাশটাও কয়েদি
উড়বে কোথায় ডানা ভাঙ্গা পাখি।
শিকলে বাঁধা, বেড়িয়া পড়া
শোষকের শাসণে ঢুকে পড়েছে
বুকে হীম ভয়া বহতা।
প্রতিবাদ করলেই ভুগে ওঠে
ক্ষমতার পা চাটারা।
তোমার জ্বীহ্বায়...
অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আর ইন্টারনেট তো বাস্তুভিটা। যেহেতু আমার অলস মস্তিষ্ক এবং হাতের মুঠোয় বাস্তুভিটা তাই একটু পাগলামিতেই "AI" দিয়ে বানিয়ে ফেললাম কিছু গান। আমার গান সম্পর্কে তেমন জ্ঞান,...
আমরা জানি, চুড়ি সুন্দর্যের প্রসাধনী
বেড়ী বানালো কে?
যে আঁচলে বাধা থাকে সংসার, সন্তান, স্বামী
দূর্বলাতার শিকল বললো কে?
পায়ে নুপুরের শব্দে যে বুকে আন্দোলন ওঠে
সেই নুপুরে বাধা পরলো কে?
পোষাকেই মিলছে পরিচয়
বিদ্বেষ কি...
সমাজতন্ত্র তোমরা বাতিল করছো। করতেই পারো!
কিন্তু যুগ যুগ ধরে এখনো আমি ক্ষুধার্ত।
সমাধান হয়নি!
সমতা তোমাদের পছন্দ নয়, অত্যন্ত স্বাভাবিক।
তোমরা উত্তম, আমরা অধম !
কীভাবে সমান অধিকার চাইব,...
©somewhere in net ltd.