![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।
অজপাড়া থেকে এসেছি আমি
তোমাদের চোখেঁ তাই বেমানান সবি
সময়ে হয়তো শিখে যাবো
তখন সবি ভুলিয়ে দিবো।।
প্রিয় সবই প্রিয়ই আছে ...
শুভ্র কাশবনের সাথে ধবল আকাশ
খুব প্রিয় ছিলো আমার
প্রিয় ছিলো তোমার সবই।
আমার প্রিয় ছিলো
চোখেঁর উপর এলো চুল
হাতের স্পর্শ টোল পরা গাল
আর ছোট...
ভীষণরকম বিষন্নতায় মন ভালো নেই
মন ভালো নেই,
দেখে এমন আকাশখানা।
অঝোরধারায় কাদঁলেও জানি
আমার খবর কেউ রাখেনা ।
আমি তো ভিজেছিলাম সেই রাতে
তোমার কান্নার জলেতে
তাই হেরেছি জীবন সাজাতে
আজ...
ব্যস্ততার সাথে বন্ধুতায়
হেরে গেছে ঘুমঘোরের স্বপ্নযাত্রাও
এখন সময় গড়িয়ে ছাইচাপায়
পড়েছে স্বপ্নের রাতটাও।
আর খোঁজ মেলেনা তোমার
যেমন মেলেনা অলস দুপুর
নির্জন সন্ধ্যার।
::::তুমি দেখেছো তুমাকে পাওয়ার কাকুতি -
মিনতি,
তুমাকে ভালোবাসার বহিঃপ্রকাশ,
তুমি দেখেছো তুমাকে পাওয়ার জন্য
ঝগড়াটে প্রেমিক,
তুমি দেখেছো তুমাকে পাওয়ার জন্য
তিলে তিলে ক্যারিয়ার নষ্ট যুবক।
তুমি হয়তো হেসেছো, স্বাদ নিয়েছ
ছলচাতুরির ষোলকলায় ,
যুবকের দারিদ্র্য নিয়ে করেছো...
::::তুমি দেখেছো তুমাকে পাওয়ার কাকুতি -
মিনতি,
তুমাকে ভালোবাসার বহিঃপ্রকাশ,
তুমি দেখেছো তুমাকে পাওয়ার জন্য
ঝগড়াটে প্রেমিক,
তুমি দেখেছো তুমাকে পাওয়ার জন্য
তিলে তিলে ক্যারিয়ার নষ্ট যুবক।
তুমি হয়তো হেসেছো, স্বাদ নিয়েছ
ছলচাতুরির ষোলকলায় ,
যুবকের দারিদ্র্য নিয়ে করেছো...
নষ্ট পেন্ডুলাম
ঘড়িটা আটকে আছে জীর্ণ দেয়ালে।
জীবন কে ইদানিং বড্ড বেশী বেমানান
মনে হয় আড্ডায়।
সময়ের দেয়াল ভেদ
করতে পারেনা সে হরহামেশাই।
যেখানে পরিচিতরা ন্যানো সেকেন্ডে
বদলে যায়,
সে হয়তো রাখেনা যোগ্যতা তাদেরই
মতো, জেদ শব্দটাই হয়তো লজ্জায়
পালিয়ে...
মেয়ে, যাবে ঐ সুদূর
যেখানটায় কালো মেঘ
আকাশের নীল কে ভালোবেসেছে ?
মেয়ে, হাঁটবে কি আমার হাতটি ধরে
যেখানে মিশেছে দুটি রেখা
দুজনের স্বপ্ন কে এক করে ?
মেয়ে হারাবেনা কিছুই
যদি হারিয়ে দিতে না চাও
তবে,
চলো স্বপ্নে...
তবুও জীবন যাচ্ছে চলে
আঙ্গুল থেকে আঙ্গুল ছেড়ে
যেখানে তুমি আমি
নক্ষত্রবেগে যাচ্ছি দূরে সরে ।
অথচ কি দীর্ঘই না মনে হতো
কয়েকটি সেকেন্ডের নিরবতা
যেখানে আজ সেকেন্ডগুলো
বছর হয়ে যাচ্ছে তুমি শূন্যতায়।
অপেক্ষায় .......
যদি বুঝানো যায়, কিভাবে
স্বপ্নদের বেড়ে উঠা।
যদি দেখানো যায়, কতটুকু
নিকোটিন জমেছে ।
চোঁখের নিচে কালো রেখা
আর,
অজস্র নির্ঘুম রাতের ব্যথা।
হয়তো বুঝবে, হয়তো বুঝবেনা
তবুও একটিববার যদি সামনে আসো
চোঁখের উপরে যদি চোঁখ রাখো,
কথা দিলাম...
আমি ভীষণ পুড়ে যেতে চাই
দিনে রাতে সবসময়ই
পুড়ে পুড়ে হতে চাই নি:শেষ।...
আমি সেই নগরীর কথা বলছি
যেখানে ভালোবাসা গুলো পুড়ে ছাই
যেখানে আচমকা ঝড়ে ভেঙ্গে গেছে...
এক পৃথিবী অবিশ্বাসে
বুঝতে না চাওয়া
কিংবা বুঝাতে না পারা,...
বৃষ্টি জলে আকাশ কাদেঁ
চোখের জলে আমি
এই বর্ষায় হবো বন্ধু,...
©somewhere in net ltd.