![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।
প্রিয় ক ,
আমি তোমার জীবনের ছন্দময় ফুটবল খেলায়,
লাল কার্ড এবং হলুদ কার্ড হয়ে
রেফারির পকেটে থেকে যেতে চাই না।
যেন শুকিয়ে যাওয়া সজনে ডাটা
ঝুলে আছে ঐ দূরে,
কুটুম্বিতার বেড়াজালে।
এ এমনি এক অনুবন্ধ জোয়ার ভাটার সাথে
মেঘমেদুর হয়ে শুকিয়ে যায়,
হারিয়ে যায় যবনিকার আড়ালে।
শশীপ্রভা জীবন ক্ষীনালোক ভালবেসে
হারায় জীবনের বিশালতাকে
উপলব্ধির...
আমি নিখোঁজ হবো, হারিয়ে যাবো
মেঘের সাথে বুক মিশায়ে
খেচর হয়ে, দূর পাহাড়ের ঝরনা হয়ে।
আমি নিখোঁজ হবো, হারিয়ে যাবো
শান্ত জলে গা ভাসায়ে
নদীর বুকে মন মিশায়ে।
নিখোঁজ হলে,...
কেমন আছো ?
নিস্তব্ধতা কি এখনও তোমাকে আঁকড়ে থাকে ,
রাতগুলো এখন তোমার, কি করে কাঁটে?
জানো কি তুমি,
এখনো চাঁদের আলোয়, চোঁখের জলে
আমার রাত গুলো নিদ্রাহারা
এখনো আমি স্বপ্ন কুড়াই, নিজেকে পুড়াই, তোমাকে...
সকাল কাটে বিকেল কাটে
রাএি কাটেনা
বাতাসে বাতাসে খুব নিশীথে
দুঃখ বাড়ে তুমি বুঝনা।
তোমার স্বপ্নবিহনে, বেচেঁ থাকার ক্ষনে
আমি বৃষ্টির মতো কাঁদি এই শূন্য মনে।
আমি ঐ দূর নক্ষত্রের সাথে
একলা একা কাটায় ঘুমহীন রাত
তাই ছুঁয়ে দেখা হয়নি তোমায়
কিংবা দেওয়া...
প্রিয় নীল খাম,
এখন আর তুমি আসোনা আমার ঠিকানায়। ঘুমের ঘোরে অপ্রত্যাশিত চাওয়াগুলো হয়না পূরণ তোমার না আশার বিরহে।
বিকেল হলে চোঁখের পাতা বন্ধ করে তোমার এলোচুল ছুঁয়ে দেওয়ার যে জনম...
হয়তো বন্ধু মহলে, আত্মীয় স্বজনের কাছে মুখ ফুটে চাকরি বা পেশার কথা আওয়াজ দিয়ে বলা যায়না , তাই বলে কি ব্যক্তিগত অহংবোধ গঙ্গাজলে ভাসিয়ে দিয়ে পর্দার আড়ালে হারিয়ে যেতে হবে...
45° তাপমাত্রার ভরদুপুরে বর্ষনমুখর শ্রাবণ সন্ধ্যা খোজনা তুমি,
খোঁজ না তুমি ছুটি গল্পের ফটিক চরিত্রে সুখী কাউকে ।
ভনিতা করে !
অপবাদ অপমানে দশদিক আচ্ছন্ন এমন কারো মাঝে ছড়িয়ে দাও প্রশংসার বাণী।...
যুবক, রোজ রোজ হেরে গিয়ে দিশেহারা
দিন শেষে পরাজিত সৈনিকের মতোই ঘরে ফেরা।
যুবক, জানেনা কি আছে স্বপ্নের দুয়ারে
তবুও রোজ যেতে হয় সম্মুখ সমরে ।
যুবকের স্বপ্ন, দিনে দিনে নিয়েছে...
"সবাই সব কিছু করতে পারবে, সব কিছু পাবে এমন তো কোন কথা নেই।" এই কথার কথাটা আমরা অনেক সময় খেয়াল খুশিতে বলে থাকি, কেউবা আবার না করতে পারার হতাশা থেকে...
তোমার অবিরল রঙ, অবিরাম প্রেমে
পুড়েছে প্রেম আমার, স্বপ্নের বিসর্জনে।
আর কত রাএির কত নিকোটিন ব্যয়ে
জমিয়েছি জল চশমার ফ্রেমে।
বড় কষ্ট হয় বুকের ভিতরটাই
পথে থাকে পথেই খাই
পথের সাথে লড়ে, পথেই ঝরে যাই
কেমন জানি ভিতরটাই নড়ে যায়।।
আজ জোস্না বিলাসে যাবো
জোস্না গিলে খাবো।
পথ আটকিয়ো না আজ
মৃদু বাতাসে গা ভাসিয়ে
জোস্নাটাকে চোখেঁর উপর এনে
খুলে দিবো পুরোনো স্মৃতির ভাজঁ।
আজ মধ্যরাতে যদি গোলাপের বৌদলতে
কিছুটা জোস্না দেয় আকাশ থেকে
হাত পেতে...
একদিন মনমোহিনী রাতে
হাত রাখবো যখন হাতে
বলো,
আর ভাসবে ভালো কাকে ?
একদিন সোনা রঙের চাপা ফুলে
দিবো আমার সমস্ত কিছু তুলে
বলো,
আর ভাসবে ভালো কাকে ?
ঝুম বৃষ্টির মাঝে
থাকবো...
©somewhere in net ltd.