নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝেমধ্যে কী বোর্ড চাপাতে অনেক আনন্দ, ভিতর টাকে উগরে দেওয়া যায়।

নতুন বালক

শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।

সকল পোস্টঃ

নয়ন্তী আমার।.।

১৪ ই মে, ২০১৭ রাত ১০:৪৬


নয়ন্তী,
এখন হয়তো তুমি ভালোই থাকো
আমার রোজকার কিছুই তোমার জানতে হয়না
খুব সকালে ঘুম ভেঙে ফোনে কথা বলতে হয়না।
বেড়াতে যাবে বান্ধবীর বাসায়,
শপিং এ যাবে ফুপুমনির সাথে, এসএমএস এ জানাতে হয়না।

নয়ন্তী,
জানতাম...

মন্তব্য০ টি রেটিং+০

ও মেয়ে শুনছো ?

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৪




ও মেয়ে শুনছো ?
আমার নীল খামের চিঠি গুলো আজও তোমার ঠিকানা খুজেঁ পাইনি।
আমার নীলপদ্ম গুলো আজও তোমার হাতে তুলে দেওয়া হয়নি।
ও মেয়ে জানো,
কতো রুদ্র বৈশাখ কেটে গেলো ঝড়ের...

মন্তব্য১০ টি রেটিং+৪

ডায়েটে আছি ....

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪০

আমার বন্ধু হাদী কে দেখেছি দুপুরে সিঙ্গারা খেয়ে প্রায় অর্ধেক অনার্স লাইফ কাটিয়ে দিয়েছে। স্বাস্থ্য বলতে লিকলিকে শরীর আর ছয় ফিটের দেহখানায় কেজি পঞ্চাশেক হাড্ডি মাংসের মিশেল।
এখন ও ভালোই আছে...

মন্তব্য৩ টি রেটিং+০

কেবলই রাত হয়ে যায়..

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

কেবলই রাত হয়ে যায় ঐ দূর নক্ষত্রের টানে
জোনাকিরা হেরে যায় নিয়ন সাইনের কাছে
আমি হাত বাড়াই তোমার স্পর্শ দেয়ালে
আশচর্য মেঘদল ভীড় করে মনের মাঝে
আর তুমি উড়াও তোমার ইচ্ছেঘুড়ি
কি বুঝে...

মন্তব্য০ টি রেটিং+০

নিস্তরঙ্গ জল

২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১২

"এমন জল ভরা নদীর ভীষণ টানে
কতবার ছুটে গিয়েছি নিস্সঙ্গ প্রানে।"

"নিস্তরঙ্গ জলের পাঠ নিয়েছি বহু আগে
বুকের ভিতর কষ্টগুলো তাই জমাই থাকে।"

মন্তব্য৪ টি রেটিং+০

নয়ন্তীর চলে যাওয়া ....

২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮

নয়ন্তী,
তোমার চলে যাওয়াই আমি অবাক হতে পারিনি,
বিস্ময়ের দুয়ার খুলে আনমনে হয়ে বিষাদী আকাশ দেখে
নিকোটিনে ডুবতে পারিনি।
পারিনি রাতের আকাশে নিষ্পলক চেয়ে থেকে
দুই একটি তারা আকাশ থেকে খসিয়ে দিয়ে
রাত...

মন্তব্য০ টি রেটিং+০

দেয়াল জুড়ে বেরসিক সুনামি........

১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৬

সময়ে সময়ে খেয়ালে-বেখেয়ালী হয়ে
নিজেকে পুড়ায় একা একা
দশদিক যখন অন্ধকারে আচ্ছন্ন থাকে
তখনই হয় সবচেয়ে ভালো থাকা।
নিজেকে ডুবিয়ে, ভাসিয়ে দিয়ে সুখে থাকি ভীষণরকম
না ঘরে না বাইরে আপন হওয়া মানুষ থাকে...

মন্তব্য৪ টি রেটিং+০

নয়ন্তী চলে যেওনা .....

১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০০


নয়ন্তী,
তুমি চলে যেওনা,
ভোরের শিশিরে হিমেল হাওয়ায় পাশাপাশি হাঁটবো
আঙুলের আঙ্গিনা ছুঁয়ে দিবো নিতান্ত ভালোবাসায়।
তুমি না হয় আলতা পায়ে পায়েল পড়ো
হাসিতে আকাশ বাতাস তুচ্ছ করো
আমি না হয় অবাক...

মন্তব্য৩ টি রেটিং+০

ফিরাবো আবার ....

০৯ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫


আকাশে মেঘমালা ছায়াবাজি করে
শীতল বাতাসে ভিজে মন
আমি তোমায় দেখি আর আকাশ দেখি
দু-টানায় থাকি সারাক্ষণ।

তুমি বাতাসে আচঁল উড়াও, আমি দীর্ঘশ্বাস
স্বপ্নহত্যার মিছিল আসে দীর্ঘ বারোমাস
সুখস্মৃতি থেকে ব্যথা বেশী হয়ে যায়
আমার মাঝবয়সী...

মন্তব্য০ টি রেটিং+১

রাতের কষ্টানুকাব্য ...।

০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৩

গভীর অন্ধকার আমি নিকোটিনে ডুব
দেয়ালের ওপাশে তুমি নিশ্চুপ
খই ফোটানো রাতের তারা
ফোটেনা এখন তোমার প্রিয় আকাশে
দেখো আজো রাত জাগি তোমার আশাতে
রাত্রি কাটে কষ্টানুকাব্য নির্নিমেষ আকাশ দেখে
অরূণোদয়ে আমি ডুবি তোমাকে...

মন্তব্য৪ টি রেটিং+০

উড়ন্ত বলাকা.......

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৭

একবার সত্যিই হারিয়ে যাবো
উড়ন্ত বলাকা হারিয়ে যাওয়ার মতোই,
আমার চলে যাওয়ায় দু`ফোটা জল
মেঘের ছাটা ভেবে, ঝড়িয়ে দিয়ো।
যদি তোমার ঘুমঘোরে ভুলে এসেও পড়ি
মুখ ফুলিয়ে ভোমরা মুখে বুঝিয়ে দিয়ে,
ভুল দরজা বলে তাড়িয়ে দিয়ো।...

মন্তব্য৬ টি রেটিং+১

প্রিয়তা.....

২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫


প্রিয়তা,
ফাগুনেই স্যাতস্যাতে হয়ে আছে
মনের উঠোন
বুকে লাগে ভয়, সামনে
বর্ষায় ভিজে কি জানি কি হয় !
কৃষ্ণচূড়ার রঙে
ফাগুন সাজে না আর
যেখানে আগুন রং এ সেজেছে হৃদয়।

প্রিয়তা,
পাতা ঝরে যাওয়া দেখেছো কখনো...

মন্তব্য৬ টি রেটিং+১

নীল শাড়ি.......

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৮



তারপর,
একদিন আসে সে ভোর
মাঠের শেষ প্রান্তে দাড়িয়ে আমি
...

মন্তব্য২ টি রেটিং+১

আমার একলা থাকার ক্ষনে।.....

১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩



কোথাও যাওয়ার কালে
যদি গো মেলে আমার দেখা
একটু থেমে মুচকি হেসে
দিয়ো না আর ব্যথা
আমার একলা থাকার ক্ষনে
আমার মন খারাপের দিনে ।

যাবার যেথা যেয়ো
বুকে ব্যথা দিয়ো
তবুও নেই অভিযোগ
তোমার পানে,
আমার...

মন্তব্য১ টি রেটিং+০

ফাগুনের বিকেলে....

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৯



ছাদের কিনারে তুমি নেই আজ
ফাগুনের বিকেলে তাই শূন্যতার ভাজ।
কিছু আক্ষেপ ! কিছু কষ্ট
তোমার নিরবতায় আজ সব স্পষ্ট।
যদি সময়ে ভাঙ্গে ভুল
বুঝে যাও সব,
ফাগুনের বিকালে এসো ছাদের কিনারে
থেকোনা নিরব।

মন্তব্য৩ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.