![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি বললেই-
অসম্ভবকে সম্ভব করতো নিরীহ ছেলেটা-
হাতের তালুতে ফোটাতো টকটকে লাল গোলাপ।
তুমি শাসন করলেই-
নৈতিকতাহীন ছেলেটা হয়ে গিয়ে শুদ্ধ পুরুষ; শোনাতো ঐশ্বরিক বাণী।
তুমি দেখবে বললেই-
ছেলেটা নামাতো সন্ধ্যা, মেঘের কিনার ধরে দাঁড় করিয়ে...
যেই পথে হাটঁতে হাঁটতে তোমার পায়ে জড়িয়ে গেছে কুয়াশার নূপুর,
যেই পথের পাশে নুয়ে পরে জ্বলতে থাকা প্রতিটা ল্যাম্পপোস্ট তোমার চোখে মুখস্থ কবিতার মতো-
সেই পথে কেবল তোমাকে ভাবতে ভাবতে হাঁটলাম আমি।
যেই...
পথভ্রষ্ট শব্দরা একাট্টা হয়ে দখল করে খাচ্ছে পান্ডুলিপির শরীর,
আজকাল তারা কবিতার স্বীকৃতি চায়।
অথচ এইসব শব্দের শরীর থেকে মুছে গেছে-
কৃষক-মজুরের সুডৌল পিঠ গড়িয়ে পড়া সুগন্ধি ঘামের ঘ্রাণ,
বিপ্লবীর চাকচিক্যময় রক্তের ঝলকানি,
মজলুমের হাতে...
নির্জন অন্ধকারে একা, আমি ক্রমশ হেঁটে যাই,
সকল বেদনা লুকাতে কেবল তোমার চোখের পানে।
তাড়িয়ে দাও তুমি বহুদূরে, অচেনা মনে করো মোরে,
তবুও আমার কাছে তুমি ছাড়া কোন আশ্রয় নেই বলে,
জোনাকির মতো বিবস্ত্র...
সারাদিন শেষে যখন আমি একা হয়ে যাই,
তখন পিছনে যেতে থাকি আমি; বর্তমান ছেড়ে-
অল্প অল্প করে চোখের সামনে স্পষ্ট হয় তোমার মুখ, হাসি এবং চিহ্ন,
মনে হয় যেন, তুমি দূরে যাওনি- এখানেই...
কখনো কখনো হয়তো তুমিও খুব করে চাও আবার সেই দিনটায় ফিরে যেতে যেখানে তোমার আর আমার প্রথম কথা, প্রথম পরিচয়,
হয়তো তুমিও ঘুম ভেঙ্গে গেলে কোন কোন রাতে নীরবে ফিরে...
একদিন আমি ফুরিয়ে যাবো কর্পূরের মতো, শূন্যে মিলাবে আমার অস্তিত্ব,
তখন এইসব মায়াভরা রাতে আমি আর একাকী ঘুমহীন চোখে তোমাকে ভাববো না।
তখনও আসবে হিম কুয়াশা, ফোটা ফোটা ঝরবে শিশির শুকনো কাচা...
আয়োজন করে স্বাধীনতা প্রদর্শিত হয় সাম্যের মুখস্থ বুলি আওড়িয়ে,
ভাষণে মুখরিত হয় একাত্তরের চেতনার গান, দূর থেকে দূরে।
অথচ আমি এই বাংলার নারীদের মগজ ঘুরে দেখি,
সেখানে স্বাধীন ধর্ষকেরা, জারি রেখেছে অনির্দিষ্ট সময়ের...
তুমি বলেছিলে আমাকে তুমি ভালোবাসো,
আমি আনন্দে আত্মহারা হয়ে তোমার কাছে নিজেকে সমর্পণ করেছিলাম।
আমার যাকিছু ছিলো, যত স্বপ্ন, যত ইচ্ছে-আকাঙ্ক্ষা, যত চাওয়া,
এসবের কোন কিছুই আমার নিজের করে রাখতে পারিনি আর,
কেবল তোমার...
কার হৃদয়ে আজ গান ?
কার মনে আজ বসন্ত বাতাস ?
ফুল ফোটে কার ঠোঁটের আদরে ?
কার হাত জোড়া কেবলই ছুঁড়ে দিতে জানে-
বেদনাহীন প্রেমের কোমল মেঘ ?
তার সাথে আমি মিশে যেতে চাই,
এই...
আমার রাতগুলো ঘাতক ছুরির মতো,
কেটে কেটে বিচ্ছিন্ন করে আমার শরীর।
কাঠঠোকরার মতো কিছু স্মৃতি,
শিয়রে বসে বিরামহীন ঠুকরে খায় চোখ।
কিছু স্পর্শের অনুভূতি উইপোকার মতো,
নীরবে চেটে খেয়ে যায় ইন্দ্রিয়ের বোধ।
আমার সকল উচ্ছ্বাস এখন...
কত রাত ধরে ভুলে আছো তুমি,
কতদিন তুমি মনে করোনা আমায়।
এভাবে কতটা সময় চলে যাচ্ছে আমাদের,
আমাকে ছাড়া কতটা নির্মল বেঁচে আছো তুমি।
অথচ এইসব রাত এইসব দিন তোমাকে ভেবে,
কতবার একা কেঁদে উঠি...
নেই, কোন চোখ নেই, দৃষ্টির আদরে জড়াবে উর্বর স্বপ্নের মতো করে,
কোন হাত নেই, লতার মতো করে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকবে আমায়।
এই সব শিশিরের মতো নেই কোন কণ্ঠস্বর, শোনাবে আমায় রাতজাগা গান,
কেবলই...
শহর জুড়ে সুদর্শন যুবকদের ভির, ওরা বহ্যিক লাবণ্য দিয়েই,
কেড়ে নেবে প্রতিটা তরুণীর ঘুম, মন, মগজ, সত্তা-দেহ।
আমি কুৎসিত, আমি পারবোনা তার কিছু,
আমি পারবোনা কারো ভিতরে এতটুকু প্রভাব ফেলতে কোনদিন।
অন্যকারো ভিতরে পঁচা...
©somewhere in net ltd.