নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
দেয়ালটা টপকে ওপাশে নি:সঙ্গতা
ছায়াহীন দেহ, নেই বিভ্রম
একাকী আলোয়, একাকী আঁধারে
একাকী দাঁড়িয়ে থাকি আমি।
হৃদয় সূচকে সরল রেখা
গন্তব্য শেষে বিস্তৃত বিশ্রামে
একাকী ঘুমিয়ে পড়ি আমি।
....কবরের কোন ছায়া নেই
একাকী জেগে থাকি আমি।...
লিখি বা না লিখি এই ব্লগ মনে করিয়ে দেয় বয়স আমার বেড়েই যাচ্ছে ! লিখি বা না লিখি অপরিচিত অনুজরা বয়স ঠিকই ধরিয়ে দেয়, নিজেকে থামিয়ে রাখা বয়সের চেয়েও অনুজরা...
দুয়ার খুলিয়া, হৃদয়ে মাখিয়া
সন্ধ্যার রঙ্গে সাজিয়া
নাচি যাওরে ইচ্ছে মাঝে
দুঃখ নাই আজ
ভয় নাই আজ
আওয়াজ করিয়া যাওরে
বিরামহীন পথে
দাঁড়িয়া বিরাজমান
আসমান জমিনের সঙ্গে....
চোখের আলোয় দৃষ্টির অক্ষে
রংধনু ছাপায়ে যাও বক্ষে
তোমার আছে আজ
শুধু একমুঠো সাজ
নীলাভ...
আমার অবাধ্য আকাক্ষাগুলো
তোমার মানচিত্র
বিপরীত সুরে
নিঃসঙ্গতা তাল মেলায়....
হৃদয়ের আলিঙ্গনে
মাইল পেরিয়ে
শতবর্ষী বৃক্ষ
এখনো পাতা গজিয়ে চলে...
শুকনো ঠোঁটে
অমসৃণে তুমি
শুকনো সমুদ্রে
ফুটেছে মৃত ফুল
আমার আমি নেই
তোমার তুমি নেই
ব্যস্ত হৃদয়, ব্যস্ত অন্যকিছু
অচেনা আমি, অচেনা তুমি
তবে কোথায়...
হৃদয় আজ যুদ্ধাহত
ভূমিষ্ট সদ্য শিশু
কাঁদেনি
একটিবারও
তাকিয়ে দেখেনি
পৃথিবীটাকে
বলো পরাজয়
তুমি এটম দিয়ে কি বোঝাও
স্প্লিনটারে ক্ষত বিক্ষত
কচি ঘাস
বলো মানুষ,
তোমরা কী জন্মেছো
কোন চূল্লীতে
মাটি কাঁপে
তোমরা কী কাঁপাও
ওরা যদি কেঁপে ওঠে
পৃথিবী গিলে খাবে
তোমাদের...
জলপাতার রঙে জলতরঙ্গে
নীরব সময়ে অঙ্গে সঙ্গে
যাচ্ছেতাই আঁকছে হৃদয়
গোছানো সঙ্গে অগোছালো !
গল্প অনুগল্পে কবিতার সেলাই
প্রিয় বক্ষে অপ্রিয় নিঃশ্বাস
কপালের ভাঁজে চোখের জল
চোখের অন্তরালে বলিরেখা
উপচে পড়া মোহময় দাম্ভিকতা !
উল্টো হেঁটে অতীত চাওয়া
স্বপ্নে তার...
পথে অদৃশ্য হওয়া পথিক
কোথায় তার ঠিকানা
চিনে রাখে ধূলো
হারিয়ে যায় তারাও।
নীরবে সন্যাস যাপন হৃদয়ে
নির্জীব সময় চলে তার মত
আমি ধরতে পারিনি
না চাওয়া অতীত।
তোমার গ্রীষ্মের দাবদাহে
আমার আকাশ মেঘলা বলে
তুমি হিংসে করো
বৃষ্টি...
যদি একাকিত্বে ভাটা পড়ে
যদি হৃদয় থমকে যায়
যদি কোন নিঃশ্বাসের মুখোমুখি
যদি থাকো দাঁড়িয়ে
আমার হৃদয়ে থেকো এসে, নিশ্চুপ ।
শেষ পদচিহ্ন মুছে যায়
পথিক হারিয়ে যায়
পথ হারিয়ে যায়
নিঃশব্দ মিছিল ।
কোন এক...
আবার আসবে কবে
আবার হারাবে কবে
আবার জ্যোস্নাতে
কালি আকতে
ফিরবে কবে নীরবরূপে
মাঝরাতে ঘাটপাড়ে
প্রজাপতি ঊড়ে যায়
চাঁদ ঢেঊ খেলে
ঘনবনে উৎসব
ঝিঁঝিঁ ডুব দেয়
বাঁশপাতায় কুয়াশা নেমেছে
শুকনো রূপ টুপ করেছে
নিশাচর ঘ্রাণ লেগেছে হৃদয়ে
পাগলী রাত্রিটা সেজেছে
আবার আসবে কবে
আবার...
জীবনের গভীরে অবক্ষয়িতে যাওয়া এক বিকেল
তুমি কী সঙ্গী হতে চাও মেঘহীন আকাশের
সমুদ্রের দিকে তাকিয়ে থাকে একমুঠো জল
হৃদয়ে বিঁধে আছে সূত ছেঁড়া ঘুড়ি
আয়নার ওপিঠ জানে অন্ধকার
দরজার ওপার জানে গহীন রাত্রি
নীরবতা বোঝে,...
কলমে রয়েছে যথেষ্ট কালি, কলমটা হাতের আঙ্গুলে আঙ্গুলে এদিক ওদিক ঘুরছে, কিন্তু কোনভাবেই লিখতে চাইছে না মন। বড্ড ভারী হয়ে আছে মন। ঝুড়িতে জমা হয়েছে দুমড়ানো মোছড়ানো অনেকগুলো কাগজ ।...
রাত্রি আমাকে ঘুম দেয় নি। রাত বলে, তুমি ঘুমিও না, আমিও তোমার সঙ্গে জেগে থাকবো, রাতভর! ভরাট দৃষ্টিতে আমি তাকিয়ে থাকি সদ্য কৈশরে পাঁ দেয়া রাত্রির দিকে। রাত্রিরা ক্ষণজন্মা,...
মৃত্যু সহজলভ্য সদাই, যেন খুব হাতের নাগালে । মৃত্যু নিয়ে কেন মানুষের এতো ছেলেখেলা! প্রতিদিন নানা আঙ্গিকে, নানা ঢঙে মানুষ মরছে। এগুলো দুর্ঘটনা নয়, কোন অনাকাংখিত মৃত্যুও নয়। মানুষ...
©somewhere in net ltd.