নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
সেই দুর্গম পাহাড় । থোকা-থোকা ক্ষত নিয়ে দাঁড়িয়ে থাকা । নীরব রাত্রি । পিনকি জল গড়িয়ে পড়া । সে গুমোট শব্দ ! নিস্তব্ধ প্রাচীন । নীরব সুর । নিত্য...
অথচ দেখো, কী আশ্চর্য !
ওদেরকে কাছে পাওয়ার জন্য কত ব্যাকুল আমি,
চারপাশে ঘুরি নির্লজ্জ- একটু স্পর্শ, একটু উষ্ণ নিঃশ্বাস...
অথচ, কেউ যেন দেখতে চায় না আমাকে,
ছুঁতে চায় না আমাকে, জড়িয়ে নেয়...
হ্যালো বৃষ্টি... আমি বলছি, কোথাও থেকে কেউ একজন!
আমাকে দাও একটু ছুঁয়ে তোমার কোমল হৃদয় দিয়্রে
আমি মেঘ হতে চাই, ঠিক তোমার মত
রাত্রির সমুদ্রে ভেসে বেড়াবো নিশাচর
পাখির ঠোঁটে লেগে যাবো...
কোন এক নিশাচর কোণে কবিতাঘর- অস্পষ্ট গন্তব্যরেখা, সঙ্গহীন দুর্মর যাত্রা। যার আষ্টেপৃষ্ঠে অদ্ভুত অলংক্রিয়া- শব্দের, দ্যোতনার । এরা ঘুমায় না, শুধু এঁকে যায়- নিঃসৃত চরণ। অক্ষর অক্ষরে বয়ে বেড়ায়...
ঢের গড়িয়ে গেছে, চার দেয়ালের সকল দরজা জানালা রুদ্ধ করে দিয়েছি । আমার কোন ভয় নেই, শঙ্কা নেই। ওরা আমাকে কখনো দেখে নি, হয়তো আর কখনো দেখবে না, ওদের...
এক সফেদ আনকোরা দৃষ্টি, নীলাভ অবয়ব
দাঁড়িয়ে আছি অনুভবের এক তীব্র আকাঙ্খায়
নিশ্চিত কিছু একটা হবে, দাঁড়িয়ে আছে অনাথ সন্ধ্যা
হৃদয়ের কোণে সূর্যাস্ত, বেলানগর হচ্ছে ক্রমশ অমসৃণ।
আমার স্বপ্নেরা কোথায় ?
ওরা তো...
জনম জনম... এই পথ ধরে.... নীরবে, নিভৃতে । কিছু কিছু আকাঙ্ক্ষা, ধীরে ধীরে গড়েছে এই আকাশচুম্বী অদ্রি!
ঐন্দ্রজালিক, তীব্র দৃষ্টি ধ্যানী- খুনে খুনে গৌধূলী । সন্ধ্যায় ঘর বেঁধে রাত্রির পৃথিবীতে...
মেঘের ভাঁজে ভাঁজে উড়ে যায় নীলাভ বিহঙ্গ
দেহের প্রতিটি পালকে নিভে যাওয়া প্রদীপ
পেঁছন রেখে যায় তারা পোড়া নিঃশ্বাস
অঝরে বৃষ্টি ঝরে, তরতাজা রঙধনু
পৃথিবীর আনাচ কানাচ আনন্দের শিখা
দেহে তার অজস্র অনাগতের ভীড়
যেখানে...
হে ঢেউ, তুমি নিয়ে যাও কোন অচেনা পথে
আমি হৃদয়ে হেঁটে হেঁটে খুঁজবো শেষ গন্তব্য
শোন, হয়েছে আমার হৃদয়-জলকণায় প্রেম
নীল সন্ধ্যায় পুঁথি শুনবো জলতারাদের সাথে
পুঁথি পাঠক চাঁদ মধুর পরাণ...
দূরত্ব, তাকে আমি ভালোবাসি
সূর্যদয়ে, সূর্যাস্তে, রাত্রিতে
হৃদয়ের সকল আবেগ থেকে যাক জন্মের অপেক্ষায় !
তুমি সন্ধ্যা হয়ে ফিরো, যৌবনে থমকে যাও
আমি কিছু ইতিহাস লিখবো এই হৃদয়ের
নীবরে যে জমা করেছে শত কথা,...
সেই কোমল হাতে মোটাসোটা খসখসে আঙুলটা ধরে এখন আর হাঁটা হয় না
পাই না কাঁধে পরম আদরে রাখা সেই হাতের স্পর্শ
বড্ড অভিমান হয় নিজের সাথে নিজের, হলাম কেন বুড়ো !...
যে আঁচল ঊড়িয়ে পৃথিবী তোমায় দেখেছে
এতে তো ঢুকে যেতে পারে হাজারো মায়ার পৃথিবী !
জানো সে আঁচল কী ? বলবো না, এ তোমাদের ধাঁধা !
সহজ করে দিতে পারি যদি তবে...
দৃষ্টির অগোচরে সময়হীন এক নিশাচর- বক্ষে ধারণ করা অজস্র পরাণ
সন্ধি প্রস্তাব নিয়ে নুয়ে পড়া পদ যুগল সিঁড়ি পেরিয়ে ভূ-পৃষ্ঠে পদার্পণ
বিশুদ্ধ নিত্যের শত গুঞ্জরণ উপেক্ষা করে একটি তিলক ফুটেছে...
বৃষ্টি, তুমি এই গোধূলিলগ্নে একমুঠো রোদ দিয়ে যাও
আমি তোমার নিকট ঋণী হয়ে থাকবো সারাজীবন
রুটি রুজির এই সংসারে মাঝে মাঝে তুমি হয়ে উঠো ক্ষুধার যন্ত্রণা
যার নেই চাল চুলো সে...
নিমজ্জিত অদ্ভুত রঙে- আলো আলো, ধোঁয়া ধোঁয়া। আলো ও আঁধারের মাঝখানে কীসের অবস্থান ? আদৌ কী কেউ ব্যাখ্যা করেছে ? অথচ ওতে বসবাস ! তবে একাকি একজন বন্দি তার...
©somewhere in net ltd.