নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
আমি বেদন এর অব্যর্থ নীল রেখাচিত্র দেখেছি অনুভবে ! সেখানে পড়ে আছে- মৃত পাখির ছড়ানো ছিটানো অসংখ্য ফেকাসে ডানা, সেখানে ভেসে আছে- পলকবিহীন ওলটপালট বহু চোখ জমে থাকা গুমট...
সকল পাপ হয় এক নিষিদ্ধ নগরীতে পালিত
সেখান থেকে এসে মানব হৃদয়ের ছন্দ পতন
নীরবে কিছু বিষ ঢুকিয়ে দিলে অবিশ্বাস স্থাপন
তখন হৃদয় করে নিজেকে আপনালয়ে বিদ্ধ
আকাশ বাতাসে সুর বাজে-...
এভাবে বিপরীতে মিলিয়ে গেল প্রতিটি শব্দ, দাঁড়ি-কমা
ওরা বলে নি আমাকে এত্তসব লিখে যেতে
কিন্তু এ ছিল আমার অপ্রস্তুত নেশা, ছিল রক্তে তপ্ত পিপাসা !
যোজন যোজন পেরিয়ে আসা অনিয়মের নিয়ম
নিঃশেষের সুর...
ক\'টা নির্লজ্জ উত্তাপ ভরাট ফোঁটা। জন্ম নিলো জীবন। বেড়ে গেলো উত্তরীয়ের উথালপাথাল মোড়ানো । কোন এক ক্ষণে, পূর্ণাঙ্গে উষ্ণ কোমল গুহা থেকে বেরিয়ে আসলো দায়বদ্ধ শীতল। এখানে অনেক আলো,...
অচেনার জগৎ নিয়ে বুক ধড়ফড় নিরলস
আদৌ তার ব্যবচ্ছেদ ব্যবধানে অদৃশ্য
সেখানে কী আছে, কেন টানছে মধুর ?
তবে তো তার জন্য খুলতে হবে আরেকটা পৃথিবী !
এখনো কান্না সুর পায় নি,...
আজ বহুকালের রঙ- আলো থেকেও নেই
অনেকে \'অন্ধকার যুগের\' ইতিহাস বলে
আমি তো দেখি তা এখনো বিলুপ্ত হয়নি !
আরো পাই এরও পূর্বের বিষাক্ত বিলীন ঘ্রাণ
তোমরা যাকে \'আদিম\' বলে অতলে হারিয়ে...
সময়কে ছেদ করতে করতে মৃত পাখির মত ভেসে যাওয়া দেহ অবশেষে ভিড়লো ব্যথায় জেগে ওঠা কোন এক জল মোড়ানো নিঃস্ব চরে ।সেথায় ব্যাপ্তি ছিল আগ্রাসী ঢেউ, ছিলো ঝংকার, ছিলো...
এই প্রেম,
তুমি সপ্তসিন্ধু পেরিয়ে আর এসো না
তবে তো হাজারও পৃথিবী সবুজ নিঃশ্বাস পেত !
নীরবে নিভৃতে সূক্ষ্ম টানে চলে তোমার অশুদ্ধ ছলাকলা
যেখানে হৃদয় বিঁধে স্বপ্নের কোন বিক্ষিপ্ত ঝুল বারান্দায় ।
সুখ...
আকস্মিক শেষ থেকে শুরু.......
পরতে পরতে ছড়িয়ে আছে এমনি ঘুম
........ঐন্দ্রজালিক কা্লো- স্বপ্নবিহীন নিষুতি ।
প্রথমের শুরু যেখানে.......
আমিত্যের সহস্র সলিল
হেসে-খেলে সুরে-সুরে-
দৃশ্যহীন রেখায় বেয়ে চলে
.........নেশা নয়ন যেখানে দ্বিধায় হারায় ।
অযাচিত সকল ছন্দকে...
হেলিয়া দুলিয়া চলিয়াছে মোর পরান
কী জানি কী করিয়া- করিছে আনচান
নিত্তি চলিতেছে তাহার অগোছালো ছলাকলায় ।
আর যে সয় না মোর-
কোথায় রাখিয়াছে তাহারও ভেলা
খুঁজিয়া না পাই তব দিতাম বাধিয়া ।
সে চলিয়া যায়...
সেই দুর্গম পাহাড় । থোকা-থোকা ক্ষত নিয়ে দাঁড়িয়ে থাকা । নীরব রাত্রি । পিনকি জল গড়িয়ে পড়া । সে গুমোট শব্দ ! নিস্তব্ধ প্রাচীন । নীরব সুর । নিত্য...
সুখ তো পেতে পেতে- পেলাম অনেক
পেলাম কতশত চুমু-
এ গালে, সে গালে !
জন্ম থেকে আজ অবধি-
দিয়েছে জনক, দিয়েছে জননী
দিয়েছে প্রমুখ শুভানুধ্যায়ী ....
ভাবছো, প্রিয়তম !
জানতে চেয়ো না,
সে থাকুক...
একটি রৈখিক গল্প নিয়ে হেঁটে চলেছি এলোমেলোয়
সেদিকে- তোমরা যেখানটায় বলো নিঃশব্দে বিলীন ।
আমি বলিনি- পৃষ্ঠের প্রতিটি ভাঁজে ভাঁজে,
যেন ঢুকে গেছে- না পাওয়ার শেষটুকু ।
আমি বলিনি- যার জন্য...
এই হৃদয়ের চাঁদগুলো তোমার- দিয়ে দিলাম যাও
এই নাও আকাশটাও তোমার- দিয়েই দিলাম যাও !
তারাগুলো রাগ করেছে-
তোমার থেকে একটা করে চুমো চায় !
ফুলগুলো ফুটতে চায়- যদি তুমি বলো
তাদের...
ফুলগুলো ঝরে গেল- বেশি তো হয়নি ফুটেছিল !
ক্ষণজন্মা এই ফুলের যেন পাপড়ি ছিল না
কিন্তু অফুরান নেশামাখা ঘ্রাণ ছিল-
এখনো খুব খেয়ালে পঞ্চেন্দ্রিয়ের শ্রম ।
এতো কীসের প্রেম হয়েছে এদের নেশায় ?
যেন...
©somewhere in net ltd.