![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !
ভালোবেসে ভক্তি ভরে কত ভক্ত তোমায় করে নৈবেদ্য দান
শত ভক্তের ভীড়ে কখনও কি খুঁজে থাক আমার মুখটি ?
মনে পড়েনা না?
তুমি কি এখনো সম্মুখে আসন পেতে ধুপ...
একাকী একজন--
দীর্ঘ রাত্রির নিস্তব্ধ প্রহরে
মুখোমুখি হই স্বপ্নাহত দিনলিপির
দুঃস্বপ্নের বীর্যে বেদনার গর্ভে জন্ম নেয়---
কি অসহ্য হাহাকার!
কৃষ্ণপক্ষের মধ্যরাতে শরীরের নেশায় বুঁদ হয়ে
একজনই বলেছিল-এসো শিখিয়ে দেই ভালোবাসা কি...
এড়াতে পারিনি...
শবযাত্রা চলছে শশ্মানের দিকে
অথবা গোরস্থান
আমার শবযাত্রায় পড়ছে কলেমা শাহাদাত
তোমার শবযাত্রায় বলছে "বল হরি বল"
আমি বলি আল্লাহ
তুমি বল ভগবান,
ঈশ্বর ।
শেষ ঠিকানা ঐ এক জায়গা ভূমীর...
মিলন, বিরহ, বিচ্ছেদ কিছুই চাই না, তবু কেন বিস্মিত হই ?!
কন কনে শীতে নির্বাক এই আমি,
উত্তরীয়র প্রত্যাশা করি না কখনো,
তবুও, ভেতরে আমার ঝাউ বনের কাঁপা প্রগাঢ়...
সেই স্বপ্নিল রাতে আমি প্রস্তুত ছিলাম না
তুমিই ছিলে আমার নিয়ন্ত্রক ,
চালিকা শক্তি,
সারথী !!
আমি ফিরিনি সেই শেষ রাতে
আমার আর ফেরা হয়নি তোমার থেকে
আজ তুমি নিঃশ্চুপ...আমি নির্বাক...
আজ দুজনেই অচেনা হওয়ার বাহানায় ভীষণ ক্লান্ত;
ভান করি এমন যেন, কোন কালেই চেনা ছিলে না তুমি-
কোনক্ষণেই হৃদস্পন্দন দ্বিগুণ হয়নি-আমার জন্য তোমার-
বা আমার হৃদয় পোড়েনি তোমার প্রেমে !!...
প্রিয়তম,
কেমন আছো তুমি ...?
কাটছে তোমার দিন কেমন করে বলো-
রাতে বার বার ঘুম ভাঙ্গার বাজে অভ্যাস হয়েছিল
সেটা এখনো আছে কি ?
আমি হীন রাতগুলো তোমায় যন্ত্রণায় রাখে কি ?...
©somewhere in net ltd.