![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা চিঠির জন্য অপেক্ষা কত মধুর
তুমি জানো না।
পৌষের একটা শীতার্ত রাত স্পর্শ মেখে হতে পারে ভীষন উষ্ণ,...
ঘুম ঘুম কুয়াশা,
শীতার্ত ধূসর দিন,
মিশে থাকে দারুন আহ্বান যুগলের তরে,...
পার্বণগুলি তুমিহীন হয়ে যায় নিতান্ত সাদামাটা/
তুমি বিনা আটপৌরে দিন ভরাট হয়ে থাকে বিষন্নতায়/
তোমায় ভাববো না ভেবে ভেবেও ভাবনায় বিভোর এক একটা দিন/...
এখন ঘুঘু ডাকা ঘোর দুপুর,
আকাশের নীলের মধ্যে মেঘের সারি,
মনে হয় যেন দিগন্ত ছুয়ে ঘন সবুজ পাহাড়ের বন......
কখনও কখনও ক্রোধে কান্নায় চিৎকার করে বলি ভালবাসি,
কখনও গোপনে মনে মনে বলি,
সারাটি দিন মুখোমুখি বসে ভালবাসি বলবার সাধ ভার হয়ে থাকে,...
©somewhere in net ltd.