নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

সকল পোস্টঃ

আমার সুখ

২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৬



আমার সুখ নীল আকাশে
সবুজ ঘাসে শিশির জলে
সোনা ধানের শিষে শিষে
শূণ্য হাওয়ায় দুদোল দুলে।

আমার সুখ সোনা রোদে
নদীতীরে ঝিকিমিকি বালুচরে
কাদা জলের ঢেলায় ঢেলায়
রোজ নিশিতে চাঁদের খেয়ায়।

আমার সুখ...

মন্তব্য৫ টি রেটিং+১

ওই দূর নীলান্তে

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০৪



আজ না হউক, হবে একদিন
এই বর্ষার জলে ভাসা
চারিদিকে যখন থইথই চাঁদ
জ্যোৎস্না হবে মাখা !

আমি যাবো একদিন
ওই শাপলার কাছে ,
যেথা জল টলটল
নদীর সাথে হবে কথা...

মন্তব্য২ টি রেটিং+১

নিরুদ্দেশী হাওয়া

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৪



মানুষগুলো মানুষ বলে,
ইচ্ছেগুলো জমিয়ে রাখে মনে
নয়তো সে পাখি হতো
উড়ে যেতো কোন সুদূরে
নিরুদ্দেশী হাওয়া ভেসে
মিলিয়ে যেতো নীলে |

কবেই সে হারিয়ে যেতো
লাল পাহাড়ের দেশে
হয়তো...

মন্তব্য৪ টি রেটিং+১

মায়া শেকড়

০২ রা সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৭



শিখলে বেঁধো না আমায়
আমার যে পাখি মন
তারে কী বেঁধে রাখা যায় ?

রেখো না বন্দী আমায়
আমার যে নদী-মন
তারে কী ধরে রাখা যায় ?

কিছুতে বেঁধো না...

মন্তব্য০ টি রেটিং+০

কবির খেয়ালে

০৩ রা জুলাই, ২০২১ দুপুর ১২:০২



কবি রাজ, অনুরাগে কিছু কবিতা
ছড়িয়ে দিয়েছিলেন বাতাসে
এখন কবিতাগুলো পৃথিবীর
কার্বন-ডাই-অক্সাইড শুষে নিয়েছে,
প্রকৃতি তাই বিশুদ্ধ, নির্মল।

কবিতায় আসক্ত মানুষগুলো ভাবছে
তারা আর অকালে মরবে না
কবিতা শুষে নিয়ে
বেঁচে...

মন্তব্য২ টি রেটিং+০

চল হারাই

১৪ ই জুন, ২০২১ বিকাল ৩:৪৫




চল হারাই
সেই সবুজ প্রান্তরে
যেথা পাখির কাকলি আছে
বৃক্ষের ছায়া আছে
জীবনের হাহাকার নাই !

চল হারাই
ওই মুক্তির প্রান্তরে
যেথা আকাশের মায়া আছে
ঘাসের শিশির আছে
জীবনের কোলাহল নাই !

চল...

মন্তব্য৭ টি রেটিং+৩

স্মৃতির দাগ

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৯


কেউ থাকে না
কিছুই থাকে না
কেবল দাগ থাকে স্মৃতির !

এই যে বাড়ি মামার,
মামা নেই, নেই মামী
কেউ নেই সেই মায়ার সাগর !

বড়-খালা নেই, তাঁর পান-খাওয়া,
গল্প-বলা বান্ধবীরা...

মন্তব্য৮ টি রেটিং+৪

মন-পাখি

০৯ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:১৪



ভেবো না, পাখিরাই কেবল পাখি
পাখিদের সাথে উড়ে হাজারো মন-পাখি !

আমিও তারই এক নাম-পাখি ,
আমার মন গহনে এই পাখিদের বাড়ি !
মন কোনো খাঁচা নয়, এক মুক্ত-বনানি
এখানে পাখিদের বসত, নিটোল ধরণি...

মন্তব্য৩ টি রেটিং+১

বেওয়ারিশ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৫



ওরা কুকুরকে বলে বেওয়ারিশ । আমি বলি ,কুকুরতো মানুষের ঘরে জন্মায় না । ওদেরও মা-বাবা আছে ।
তবুও যদি ওরা বেওয়ারিশ হয় তবে আমরা মানুষরাও বেওয়ারিশ ।ওদের...

মন্তব্য৩ টি রেটিং+১

এক নিখাঁদ সুখ

২২ শে আগস্ট, ২০২০ সকাল ১১:০৩



সন্ধ্যাবাতি নিভিয়ে দিয়ে
আমি এক নিখাঁদ সুখ মাখি
সাঁঝের মায়ায় জোনাক খেয়ায়
আমি একাকি ভাসি !

এ যেনো মহাজাগতিক ছায়া
আমার জানলা বেয়ে নামে রোজ ,
আমি তখন মুগ্ধ পদ্মাবতী !

নৈশব্দ নীরবতায় ডুব...

মন্তব্য১২ টি রেটিং+১

আমার থাক কেবল এই আকাশ

২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৭


এই পৃথিবীর সব তোমাদের থাক
আমার থাক কেবল এই আকাশ
মেঘ-বিধূর ধুসর অথবা অবারিত নীল ;
হৃদয় কেমন করা স্বেত-শুভ্রতা থাক!

আর থাক নীল আকাশের বুকে হৃদয় জড়ানো
সুনীল...

মন্তব্য১২ টি রেটিং+৩

আকাশ তোমার হবে

১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১০

একবার ডানা মেলে দেখো
আকাশ তোমার হবে !

মনের ওজন ঝেড়ে ফেলে দাও
তুমি হবে তুলো !
পেলব-কোমল মেঘের মত
সুখ-পবনে উড়ো !



একবার পাল তুলে দেখো
এই জলসীমা ,সাগর তোমার হবে !

তুমি যেতে...

মন্তব্য৬ টি রেটিং+১

গানতো তা-ই

২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৬

গানতো তা-ই যার সুর ,
তার ডানায় তুলে
তোমায় নিয়ে উড়তে উড়তে
হারায় বহুদুর ...
ঝর্ণার মতো ছলাৎছলাৎ
উধাও অচীন পুর !

গানতো তা-ই যা তোমাকে
জল ছাড়াই ডুবিয়ে দেয়
ডুবে গেলে ভাসিয়ে দেয় !

গানতো তা-ই যা
তোমাকে...

মন্তব্য৪ টি রেটিং+৩

তুমি জানতেও পারবে না

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৯



তুমি জানতেও পারবে না
কতটা শুন্যতার দীর্ঘশ্বাস
বুকে ধরে উঁচুতে ওঠেছে আকাশ !
কতটা নীল জমে জমে
নীল বেদনার নাম হয়েছে মহাকাশ !

কতটা পাথর বুকে চেপে রেখে
একাকি দাঁড়িয়েছে পাহাড় !
কতটা অশ্রু জমে জমে
বিশালত্বের...

মন্তব্য৮ টি রেটিং+২

ফিরে যাই

০৩ রা মে, ২০১৯ সকাল ১১:৪৭



তাদের কাছে ফিরে যাই
মাটির সোঁদা গন্ধ ,
বৃষ্টির প্রতিক্ষায় থাকা কলমির কাছে
আদিগন্ত নদী-চরের কাছে
যেখানটা খাঁ খাঁ করে দূর শুন্যতা
বুক ভরে রাখে কোন ব্যাখ্যাহীন মায়া !

স্মৃতিচিহ্ন নিয়ে চেয়ে থাকে...

মন্তব্য১৬ টি রেটিং+৫

>> ›

full version

©somewhere in net ltd.