নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

সকল পোস্টঃ

উদাসী নদী

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৭



আমার হৃদয় যেন এক উদাসী নদী
নদীর তীরে এক বাউলের বাড়ি ।
সে নদী বরষায় জল দেখে জেগে ওঠে
অথৈ জল থই থই করে
উপছায়ে ভাসায় মন চর ।

সীমাহীন এক...

মন্তব্য৩ টি রেটিং+১

ঢেউয়ে ঢেউয়ে জলকেলি

২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৩



জলেতে বসন্ত এসেছে
স্থলে ঘোর বিপদ,
জেগেছে শুকনো নদী
উচ্ছ্বাসে ভাসিয়েছে চর
ভেঙেছে বাঁধ ,ভেসেছে ফসলের জমি
কৃষকের বুকে হাহাকার ।
একেই বলে ,\'কারো পৌষ মাস
কারো সর্বনাশ \'।


পানি তোর কেন এত রূপ...

মন্তব্য১২ টি রেটিং+৩

জ্যোৎস্নার ঝড়

২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৫



যেতে যেতে বন পথে
হঠাৎ থমকে দাঁড়াই আমি
এ রূপের লহমা কত দিন দেখিনি !
অদ্ভুত আলোর উচ্ছ্বাস
নির্বাক ধরণী
আমি শুধু বলি কথা
তুমি তা শুননি !

ঝিঁঝিঁ পোকারা আমার সারথি
এই নয়...

মন্তব্য৬ টি রেটিং+২

আমার একটা গল্প ছিল

১৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৯



আমার একটা গল্প ছিল
এ এক দেশের গল্প ,
এ এক গোধূলি শেষে পাখিদের নীড়ে ফেরার দেশ
এ এক সন্ধ্যা সাজে বনের ধারে
জোনাক জ্বলা দেশ ,
এ এক পাল তোলা নাও
অচিন দেশে হারিয়ে...

মন্তব্য৬ টি রেটিং+২

বাঙালি হয়ে আমি কি মানুষ নই ?

২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩২

(এটা আমার কবিতা নয়
আমার ছোট বোনের ছেলে ক্লাশ টেনের ছাত্র )
এ বয়সে তার যে অনুধাবন সেটাকে আমি শ্রদ্ধা জানাই ।আবেগ আপ্লুত হয়ে গেছিলাম তার উপস্থাপনা দেখে । তাই সবার সাথে...

মন্তব্য১৩ টি রেটিং+১

মনেরে তাই বলি

১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৮



আমি শুয়ে আছি ঘাসের উপর
আকাশের তারা গুণি
আমাকে ছুঁয়ে বাতাসের টানাটানি
মাটিতে শুয়ে আকাশটাকে দেখি
আমি ভুলে যাই পৃথিবীর টানাপোড়েন
জগতের হানাহানি ,
ভুলে যাই মৃত্যুর হাতছানি
আমি যেন হাজার বছর এই মাটিতেই আছি...

মন্তব্য১২ টি রেটিং+১

ফাগুণের কানাকানি

১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৪



বসন্তের হাতছানি
ফাগুণের কানাকানি
তুমি আবেশে নাচাও রুপের বেণী
আমারে বানাও উদাসিনী ?
তোমার ডাকে দোয়ার মেলে থাকি
তোমার সাথে আমার মাখামাখি।

কী অপরূপ পুস্প পল্লব
সবুজে মায়াবিনী
রোজ প্রভাতে হাওয়ায় হাওয়ায়...

মন্তব্য৬ টি রেটিং+২

উদাস বনতলে

০৯ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪২




সবুজ পাতার মায়াবি আবেশে
এ কী সুর বাজে বসন্ত বাতাসে !
উদাস বনতলে কোকিল
কুহুকুহু ডাকে অনুরাগে
বসন্ত আবাহনে গোপনে
কে বারে বারে
সিঁদ কাটে মন ঘরে ?

কে যেন ডাকে ইশারাতে
সাজ সাজ কুঞ্জ-বনে ;
মায়াবি...

মন্তব্য৮ টি রেটিং+১

নারী

০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০৯

আমি নারী
পাহাড়ে জ্বালাই দ্বীপ শিখা
আকাশে উড়াই ঝান্ডা
পাতালে কুড়াই স্বর্ণকনিকা
হাল ধরি হালের
দাড় টানি নৌকার
তবু যদি ভাবো দুর্বল
এই দায় কার ?
নারীকে ভাব মানুষ
এই দাবী আজ সময়ের ।

আমি নারী...

মন্তব্য২ টি রেটিং+০

নস্টালজিয়া

০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৯




আমার ছিল বসবাস
চারিদিকে পাখিরদের উচ্ছ্বাস ;
কাছে দূরে মন জুড়ানো শিশির সিক্ত ঘাস
ঝিলের জলে ভেসে যেত রাজহংসী পাতিহাঁস ।

আমার এখন হাঁসফাঁস
বন্ধ হয়ে আসে নিঃশ্বাস
নেই খোলা বাতাসের আকাশ
আকাশ ছোঁয়া ইমারতে
মরে...

মন্তব্য১২ টি রেটিং+৩

২১ আমার ভাইয়ের রক্তে স্নাত

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৩



সালাম রফিক বরকত জব্বার
লহ হাজার সালাম ;
বুকে নিয়ে এক বৃক্ষ পলাশ
শহিদ বেদী ছুঁয়ে দাড়ালাম !

হাত উঁচিয়ে কপালে ঠেকাই
বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাই
তোমাদের ক্ষয় নাই !
অশ্রু জলে বলে যাই
তোমাদের...

মন্তব্য৪ টি রেটিং+০

আমি এখন পরী

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২২



আমি তো ভালই ছিলাম একলা নিরিবিলি
হঠাৎ চৈতি রাতে তুমি বাজালে বাঁশি ।
সেই উদাস সুরে প্রাণটি গেল উড়ে
ব্যাকুল প্রাণের টানে
ঘরটি গেলাম ছেড়ে !

যখন তোমার কাছে প্রাণটি চাইলাম ফিরে
বললে -...

মন্তব্য৬ টি রেটিং+১

এই নীরস শহরে বসন্ত

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪২




বসন্ত আসেনি এই নীরস শহরে
তবু ফাগুন এসে রাঙিয়ে গেল মন ।
শিমূলের ফুল ফুটেনি পথের ধারে
তবু হৃদয়ে ফুটেছিল পলাশ শিমূল ।

আজি মধুকর বসেছিনু বাতায়নে
মধু হয়নি পান
হৃদয়ে অভিমান ।
শহুরে কবি...

মন্তব্য৪ টি রেটিং+১

বসন্ত এসে গেছে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৭






\'বসন্ত এসে গেছে \'
তাইতো মনের দোয়ার খোলে গেছে
প্রানের ঘরে ঝড় ওঠেছে
হায় রে পোড়া ফাগুন
প্রেমের পালে লাগালে কেমন আগুন !

ঐ শোনা যায় বনতলে
উদাস পাখির...

মন্তব্য৪ টি রেটিং+১

ফাগুণের রাঙা প্রহরে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫২

(রাঙা সকালে সকলের প্রতি অফুরন্ত বাসন্তি শুভেচ্ছা ......)



ফাগুণের রাঙা প্রহরে
মন রাঙে রঙিন আবিরে
ফাগুণ যেন আগুন-পরী
রূপ হেরিয়া মরি মরি !

ফাগুণের আগুন হাওয়ায়
দোলায় আমার প্রাণ,
হৃদয় তলে অভিলাসে
বাজে প্রনয়ের গান...

মন্তব্য৬ টি রেটিং+১

১০>> ›

full version

©somewhere in net ltd.