নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

সকল পোস্টঃ

এমন আকাশ নাই

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৫



এতো বৃষ্টি এতো বৃষ্টি
তবু যেন বৃষ্টি কোথাও নাই
টিনের চালে ঘুম-পাড়ানো
স্মৃতির জালে ঝিম-ধরানো
বৃষ্টি কোথাও নাই !

এত বাতাস এতো বাতাস
তবু যেন বাতাস কোথাও নাই...

মন্তব্য৪ টি রেটিং+১

আরাধ্য মুক্তি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৮



ওই উড়ে যায় সাদা বক
তার পালকেই মুক্তি !
তার কাছে মুক্তির ডানা চেয়ে
আমি করেছি কত আকুতি !
সে বলে মেঘের কাছে যাও
তার আছে কিছু বাড়তি ।

আমি...

মন্তব্য৫ টি রেটিং+১

দাও তবে

০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩০



আঁধারকে ভালবেসে ভেসেছিলাম
জোনাকের তরে ,
প্রগতির নিয়ন আলো
আমার ভালবাসা খেলো গিলে !

আমি জোনাকের ডাকে শহর ছেড়েছি
খুঁজেছি হন্যে হয়ে
কত পথ ঘাট পেরিয়েছি
হেঁটেছি নিষিদ্ধ রাতে ।

আমার দু\'চোখ
খুঁজে...

মন্তব্য২ টি রেটিং+১

সব ভুলিয়া গেলাম

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১২



আমি আনন্দে ধূলি মাখিলাম
খুশিতে ধরিলাম জল
হরষে ছুঁইলাম সরিষার ফুল
অতপর টুপটুপ শিশিরে ডুবিয়া গেলাম !

হঠাৎ রৌদ্দুরে জেগে ওঠিলাম ...
দিনমান রোদের সাথে হাসিয়া গেলাম
চারিধারে হাসির...

মন্তব্য৭ টি রেটিং+১

ঘ্রাণের ইন্দ্রজাল

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৬



হেমন্ত যেন
এক গোধুলির মায়া-জাল
কোন অলীক সুখের ইন্দ্রজাল !

তার আঁচলে ,
এক অনুভবের ঘ্রাণ
সে ঘ্রাণ শিশির ভেজা
শর্ষে ফুলের পরাগমাখা
কোন কলমি ফুলের দোলা !

এই ঘ্রাণ খুলে দেয়
স্মৃতির জানালা
মানসপটে...

মন্তব্য২ টি রেটিং+১

আমি অপরাধী রে

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৬




চেলা মারতে গিয়ে বুক কাঁপার কী আছে ?

যে পৃথিবী প্রতিদিন খুন করে অবোধ শিশু
নিরপরাধ নারী ,
আমি তো সেই পৃথিবীর এক
অপরাধী !

আমাকে ক্ষমা করো
আমি স্বার্থপরের মত সুখেই...

মন্তব্য৫ টি রেটিং+১

একজন যাদুকর , মাশরাফি

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৬



আজকে পুরো বাংলাদেশ যদি মাশরাফিময় হত ! মাশরাফিকে একটা যোগ্য সম্মান দেয়া হত জনতার পক্ষ থেকে ।
যেমন ধরুন সবার -- profile এ মাশরাফি !


Happy Birth...

মন্তব্য১৬ টি রেটিং+০

কুড়িয়ে পাওয়া ইট্টু খানি সুখ

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১২



আজ সকালে অকস্মাৎ বেরিয়ে পড়লাম পুবের দিকে প্রাতঃসূর্যের কাছে । অপরিকল্পিত প্রাতঃভ্রমণ - গাড়ির পায়ে হেঁটে ।

মেয়েকে স্কুলে দিয়ে , কিছু মাংস কিনব ভেবে বাজারের...

মন্তব্য১৫ টি রেটিং+৫

আমার জানলা ধারে

০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৭




সব পাওয়া হয়ে যাবে হঠাৎ এতোটা আগে ভাবিনি !

এতটা আহ্লাদি সবুজ
এতটা নীল ঘেরা সাজেক
এতটা মায়াবী মনোলীনা রাত
ঝিঁঝিঁ পোকার ঘোর লাগা ভোর !
এতটা ভাল লাগার...

মন্তব্য৫ টি রেটিং+০

মুক্তি আমায় ডাকছে

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৭




কে যে আমার ঘর বানালো
ঘরেই আমায় রাখছে
মন যে তারে খুঁজছে
ভাঙতে হবে সোনার শিকল
মুক্তি আমায় ডাকছে !
চাইলে তারে যায় না ধরা
আমায় আষ্টেপৃষ্টে বাঁধছে !

পথের মাঝে পথ হারাতে
মনটা ভীষণ টানছে...

মন্তব্য২৩ টি রেটিং+২

দুঃখের উপাখ্যান

১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৬




\'৭১ এ স্বাধীন হইছে দেশ
হয়নি মোগো দুটি গ্রাম
এরা গ্রাম নয় যেন
কেউ বানাইছে শ্মশান !
একটি কাকাইলছেও
আরেকটির আনন্দপুর নাম !
.....
আজমিরীগঞ্জ উপজেলার
প্রত্যন্ত , নিভৃত প্রাণ
হবিগঞ্জ জেলায়
সরল...

মন্তব্য৪ টি রেটিং+২

প্রান্তর ভেসে যাক

২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৭



না যেন আসে আগ্রাসী তুফান
ভিটে মাটি কেড়ে নেয়া বান
আসুক বৃষ্টি অঝোর বীনা তান
অঝোরে ঝরুক দিনমান ।
...

সুখের জলে ভেসে যাক
আছে যত দুঃখ খরতাপ ।
মাঠ ঘাট প্রান্তর...

মন্তব্য৭ টি রেটিং+১

মানুষের মূল্য নাই

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:১৫

ভয়ঙ্কর আঁধার এক
নেমেছে পৃথিবীতে এবার
রাতের বুকে আঁধার দেখি না
দেখি আলোর ভেতর আঁধার । .


মানুষে মনুষত্ব দেখি না
পাই পশুতে মানবতার আভাস
সুযোগ পেলে মানুষকে মানুষ গিলে খায়
তাই...

মন্তব্য৪ টি রেটিং+১

সুন্দরের মৃদঙ্গ

১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৯



কিছুটা আড়াল-আবডালেই বাজে সুন্দরের মৃদঙ্গ
ফুলের গহনে যেমন লুকিয়ে অলির আনন্দ !


বন-বাদাড়, আধো-আলোর বাহার
পাতার ফাঁক ফোকর, ঝরা পাতার নুপুর
নৈশব্দ ঘোরে লুকোচুরি খেলা জোছনার ফুল
আহা ! এ যেন অনিন্দ্য...

মন্তব্য৫ টি রেটিং+২

একটা পাখি

২৮ শে মে, ২০১৮ সকাল ১০:৩৯



একটা পাখি ,
কিচিরমিচির করতে থাকে দিবানিশি
শুনতে শুনতে ক্লান্ত আমি ?
না , না মিছে কথা কেমনে বলি !

পাখিটাকে ভীষণতর ভালবাসি
জানে না সে ,
তারে আমি বুকের ভেতর লেপ্টে...

মন্তব্য১২ টি রেটিং+১

>> ›

full version

©somewhere in net ltd.