নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
জীবনের মানে পেট ভরে খেয়ে নিশ্চিন্তে ঘুম যাওয়া
জীবনের মানে ঘুম থেকে ঊঠে একরাশ হাই তোলা
জীবনের মানে হাই তোলতে তোলাতে তোমার অপূর্ব রুপে ভরা মুখটা দেখা
জীবনের মানে তোমার আমার অমর প্রেমার...
হাওয়ার নির্মলতা; আমার অসহ্য লাগে,
লাগে একগেয়েমিতে দম বদ্ধ হয়ে যাওয়ার যন্ত্রনা।
নতুন করে,
তুমি হারিয়ে যাওয়াটা ভীষণ অনুভব করছি
সেই জন্য বোধ-হয়-
আমার যন্ত্রনাটা ক্ষনে ক্ষনে চক্র বৃদ্ধি হারে বাড়ছে।
আর তা-
ষোল কলা পূর্ণ...
আমার আমিকে শুনি শুধু-
আমার অবহেলিত চেতন
ভালবাসাহীন কৃষ্টাল জীবন,
মনূষ্যতের ভাবে অভিনীত সামাজিক প্রাণ
জীর্ণ শীর্ণ আজ মানবিক প্রাণ।
ঘ্রাণহীন আত্তার টানে; ধরেছে ঘূণ-
ক্যান্সারের ভালবাসায় মৃত প্রায় আজ আত্তা;
আপনা খুন।
অতপর-
আমার অনুভুতি ভরা চিঠিটা লিখেই ফেললাম,
তোমাকে জানাব বলে।
এই চিঠিতে আমার বুক ভরা ভালবাসার সাথে-
তোমার প্রতি আমার হ্রদয়ের স্পন্দনের স্পর্শ লিখেছি।
প্রতিটা শব্দের মাঝে আমার বেচেঁ থাকার কারণ বলেছি,
বলেছি; তুমি...
এমন একটা দিন আসবে,
আমি আশাও করব সেই দিনের-
একই ট্রেনে
পাশা পাশি সীট হবে দু’জনার সীট।
অবাক দৃষ্টিতে তাকিয়ে দু’জনে
আরও আবাক হব আমি
তুমি প্রিয়াশ্বরীকে দেখে।
তাও আমার পাশে-
খুব কাছে, ভীষণ কাছে।
ছল ছল চোখে...
৭
আমি অন্ধকারে পরে আছি আজ অনেকটা বছর
তাই কোন জানালা পেলে উকিঁ দিয়ে থাকি একটু আলো দেখার আশায়।
আমি তো নষ্ট আবেগের বীভৎস পুরুষ
শুধু খেয়ালী মনের পিশাচীয় কামনার পূঁজারী।
৮
আমি খায়েশি মনের নীড়...
আমি একজন কয়েদী। আমার দুই বছরের সশ্রম কারাদন্ড হয়েছে। এখানে আমার মত হাজার হাজার কয়েদী আছে। মোটামোটি দক্ষ জনশক্তি বলতে পারেন। বাংলাদেশী কিন্তু পরবাসে কারা ভোগ। নিজের ইচ্ছায় কারা ভোগ...
বালিকা-
কখনো কি মধ্যরাতে আয়না দেখতে মন চায়?
যখন চায়বে-
একটু খেয়াল করে তোমার মনের আয়নাতে
চোখ তুলে চেয়ে দেখ,
দেখবে- আমার মুখখানি,
তোমার প্রতি আমার আকুতি
আমার চোখ দুটি চেয়ে আছে অপলক,
ঠিক তখন প্রচন্ড গরমেও...
৪
সত্যের কোন মিথ্যে নাই,
মিথ্যেরও কোন মিথ্যা নাই।
তাহলে পৃথিবীতে-
সত্য আর মিথ্যে বলতে কিছু নাই।
৫
কত রজনী বিনিদ্র আমি
অমূলক জাগ্রত স্বপ্নে বিভোর।
মিথ্যের রশি ধরে সাঁজায়
বিলাসী বাসর।
৬
আমি আজ ক্লান্তির সফেদ দেয়াল
মৃত্যু মৃত্যু...
ত্রিকোণ মণ্ডলস্থ নিঃসরণ নীহারিকা (এনজিসি ৬০৪), যা এম ৩৩ ছায়াপথের কুণ্ডলিত বাহুর মধ্যে অবস্থিত।
নীহারিকা (nebula, ল্যাটিন: "কুয়াশা"; বহুবচন. nebulae অথবা nebulæ) ধূলিকণা, হাইড্রোজেন গ্যাস এবং প্লাসমা দ্বারা গঠিত এক...
আকাশের লুব্ধকে-
বসিয়েছ পাহারা,
উত্তর-পশ্চিমে
তোমরা তিন ঘনিষ্ট তারা।
কমড়ে শিকল
কালপুরুষের
উদ্দত মহান সেই মিছিলের দৃশ্য-
দেখবে নাকি?
তাকাও-
শীতের পূব আকাশে।
সাথে পাবে ঐ তারাদের
বসে আছে মাথায়
কালপুরুষের।
ডাকবে তাদের
মৃগরাশি বলে
সরা দিতে পারে
বাণরাজা আর আর্দ্রা
কার্তিকেয় আসতে পারে
অনিরুদ্ধ ও ঊষা
থকবে না...
ভালবাসি শব্দটা তুমি-
অনেক সহজেই বলতে পার,
আমি পারি না।
কেন জান?
তুমি তোমার সারা জীবনের কষ্টগুলোকে-
নিংড়ে রেখেছ;
না হয়-
তোমার কোন কষ্ট নেই।
আর --
আমার প্রতিটা মূহূর্তেই তৈরী হয়
নতুন নতুন কষ্ট।
সেগুলু আবার নিংড়ানো নয়।
আমার সারাটা দেহ-মন...
নাকে তোমার বৃষ্টির জলকণা
শিশিরের মতই লাগছে।
মনে হচ্ছে যেন তুমি
আস্ত এক ফুটন্ত লাউ ফুল।
ভাল লাগে তোমায়
ভালবাসি বলব না।
তারপরও কেন যেন তোমাকে
জড়িয়ে ধরে; তোমার নাকে জমেথাকা
জলকণায় চুমো দিতে ইচ্ছে করছে।
টুলপড়া গালে...
ভর দুপুরে রাস্তায় দাড়িঁয়ে উদাস ফকির
উপরে তাকিয়েছে বার কয়েক
অশ্রু সিক্ত আখিঁ।
হবে হয়তো-
জমা হিসাবের; হিসাব দিচ্ছিল
হিসাব- জমেছিল বুঝি শ’খানেক?
মাঝে মাঝে ভাবি-
আমি আমারই কথা-
কি অভলীলায় খুলি অপরের অপরাধের খাতা।
কিন্তু নিজে আমি অতি...
কষ্টি পাথরে কপাল ঘষলে –
ভাগ্য খুলে না।
বিপদের গিট্টু খুলে; জীবনের পথ পরিবর্তন হবে না-
যদি রাশিচক্র নির্যাস করে খাইয়ে দেওয়াও হয়!!!
কারণ-
পরিবর্তনের মানে শুধু পরিবর্তনই জানে।
©somewhere in net ltd.