নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

সকল পোস্টঃ

আত্মহত্যা

১৩ ই জুন, ২০২১ সকাল ১১:১৭



অভিমানি রাগ, করতে পারে আত্মহত্যা;
এই সংকটময় সময়ে বড় অভাগা কপাল-
আর কত সময় অতিবাহিত হলে
চৌদ্দ কলার স্বাদ পূর্ণ হবে অথচ
অবোঝ মন প্রতিনিয়ত হাঁটছে আত্মহত্যা
এভাবে চলে যাচ্ছে-চলে গেলো তাজা প্রাণ;

তবুও থামছে না...

মন্তব্য০ টি রেটিং+০

জানালা

১২ ই জুন, ২০২১ সকাল ১১:৪১




সেই দিন জানালা খোলা ছিল
চাঁদের হাসিটা বেশ লাগছিল!
অথচ রাস্তার ধূলি ঠোঁটের সাথে লাগেনি
দূর্বা ঘাস অভিমানি বেশছিল;
বৈকালি হাওয়া ফাল্গুনে আগুন জ্বলছিল

এতো দিনেও বুঝার সময় হলো না
আর- যাচ্ছে কেটে দিন রাত...

মন্তব্য২ টি রেটিং+০

মরিচা মন রঙিন

১০ ই জুন, ২০২১ সকাল ১১:৪৫




মন বড় বে-খুশি, বৈকালি উঠন-
যখন তখন ব্রেকহীন কথা বলি;
নদী দেখেও ভাবি না কতখানি জল
ঢেউয়ে ভাঙ্গে কতখানি মাটির ফল।

ধর্মকর্ম ভুলেই গেছি সব- মুখে শুধু
স্বপ্ন ডাঙ্গার বালুচরে প্রণয়ের হাসি!
বনোহাঁস উড়ছে দিগন্তর দিয়ে...

মন্তব্য৬ টি রেটিং+০

অপবাদ

০৯ ই জুন, ২০২১ সকাল ১১:৩০




জল কাঁদার মতো ভেসে যাচ্ছে অপবাদ!
সোনালি রোদ্দু শূন্যেই জমাট বাঁধা মেঘ-
শুধু শুধু ঘর শূন্য করচ্ছে এ ফসলি আবাদ;

মাঠগুলো অন্ধ হয়েছে আলোতেও দেখে না
নদী ভরা জল কাঁদার কথা ভাবে না- অথচ
স্বপ্ন...

মন্তব্য৪ টি রেটিং+১

মতো

০৮ ই জুন, ২০২১ সকাল ১১:০৫



সাইকেলের ব্রেকের মতো
তোমার ঠোঁটের ব্রেক নাই-
অবল তাবল ঘুর্ণিপাকের মতো
যা কিছু তাই বলছো-এবার একটু
ব্রেক মার সাইকেলের মতো।

আকাশের মতো রঙ বদলাছ!
ধর্মকর্ম বলে কিছুই মানছ না-
ব্রেকহীন গাড়ির মতোই চলছো-
একটু ব্রেক মার সাইকেলে মতো;

আর...

মন্তব্য৬ টি রেটিং+০

উত্তর

০৭ ই জুন, ২০২১ সকাল ১১:১৯




সম্পর্ক মানে দেহ ভরা ভয় পাওয়া বুঝেছ
অবশেষে স্বীকার করলে উমুকের সাথে সম্পর্ক!
মনের কিনারায় নীরব হাজারও প্রশ্ন-
জানালা ভেদ করে সূর্যটাকে ছুঁইতে চাও;

অথচ দেওয়ালের কোন উত্তর আজও
ঐতিহাসিক মায়দান- অতঃপর তোমার
চাঁদের কোন আলো...

মন্তব্য৬ টি রেটিং+০

অজস্র চোখ

০৬ ই জুন, ২০২১ সকাল ১১:০৭




কি এমন ভাবনার জলে? রঙিন
মিশ্রিত চেয়ে থাকে দুটি চোখ-
তবুও সাদা মেঘে জেগে থাকা
প্রজাপতির কিনচিত বেদনা;
যাচ্ছে ভেসে শঙ্খচিলের উড়া বুক!
তবুও দৃষ্টির মেঘ যেনো অজস্র চোখ।

অথচ রাঙা পথে সোনালি দিনের ঠিকানা
হচ্ছে আকাশে...

মন্তব্য২ টি রেটিং+০

নদের খেলা

০৫ ই জুন, ২০২১ সকাল ১১:২০




নদের খেলা ভবের তরি
চলছে- চলছে- অথৈ পানি-
কার সাথে ঢেউয়ের খেলা-
ডাঙ্গার প্রেমে বালুচর জানি;

শূন্য মেঘে বৃষ্টি পরে
ডুবে গেলো ঘরখানি
আসেপাশে কেউ থাকবে না
পাপ পুণ্যের টানা ঘানি!

তবুও দিব্য হিসাব কেউ রাখি না
দিনে দিনে...

মন্তব্য২ টি রেটিং+০

মন ভাবনার প্রকাশ

০৩ রা জুন, ২০২১ সকাল ১০:৫৫




চাইতে পারও বেশ- বেশ
এক গলা মাটির মন ভাবনার প্রকাশ-
হিম শীতল স্পর্শের আলিঙ্গন!
ছুঁইতে পারও মন ভাবনার প্রশান্তির উঠন;
এ অষ্টপ্রহর কাটল- কেমন করে
বুঝে না আমার শ্রাবণের মেঘ-
ভাসাতে চাই তোমার আকাশ।

পদচিহ্ন অভিমান শুকিয়ে...

মন্তব্য১ টি রেটিং+০

কেমন হবে অন্ধকারে সুখ

০২ রা জুন, ২০২১ সকাল ১১:১১





আমার সবকিছুই শূন্যেই ভাসে-
দেখে না প্রণয় ছড়া চোখ-
অসুখে বিসুখে হাসতে থাকে মুখ
তোমার নীলময় কাব্যিক শুধু
গদ্যময় উঠন- চাঁদেরও সলক নাই
কেমন হবে অন্ধকারে সুখ।

এমন সুখের পাগলা জগতময়
কে বা দেখে- কে বা ছোঁয়া...

মন্তব্য৩ টি রেটিং+০

ভাবও আসল না

০১ লা জুন, ২০২১ সকাল ১০:৩২





আজকে কোন ভাবও আসল না
ঘুমও ধরল না- ঘুম পেরে কি হবে?
একদিন তো ঘুমাতে হবে! চিরতরে
খাঁটহীন সঙ্গীহীন;
কি অদ্ভুত লাগে যেনো অচেনা ফল,
স্বাদহীন বৃক্ষের ফুলও-
দুচোখে সোনালি মাঠ শুধু ধু ধু করে।

তবুও ভাবও...

মন্তব্য১ টি রেটিং+০

উত্তর মিলে না

৩১ শে মে, ২০২১ সকাল ১১:৪৪





ঘুরে ফিরে হাজারও প্রশ্নের মুখে
উত্তর পাই না- তুমি না থাকলে
এ সংসার- এ দেশ ক্ষমতায় হতো না;
তবুও ভুল ভাল গল্পে কান পেঁকে যায়
অথচ কি স্বার্থপর- দুনিয়ার নিয়ম
উপকারের উপকার বলে না।

আমি তো...

মন্তব্য৪ টি রেটিং+০

ডাক

৩০ শে মে, ২০২১ দুপুর ১২:০৯




কি এমন ডাক রে ভাই- কি এমন ডাক
নাই কোন যার ঢাক ঢোল শব্দ আওয়াজ!
তবুও ডাক আসে- এমনি সময়- কেউ
পারে না ফিরাতে- তবু চলে যাতে হয়-
নির্দয়, নীরময়, জগৎময় সংসার ছেড়ে-
ভাবছো না-...

মন্তব্য১০ টি রেটিং+২

অসহায়

২৯ শে মে, ২০২১ সকাল ১১:৩৩






আসলে সময়ের গতিবিধি খুব খারাপ
এমন পরিস্থিতি সামনে আসে-
তখন সামাল দিতে ভীষণ লজ্জাবোধ ও খারাপ লাগে
নিজের অসহায়ত্ব কে আফসোসে
দেয়ালে মাথা ঠুকানোর মতো পরিনিতির ছাড়া
আর কোন অবস্থান থাকে না।

এমতাবস্থায় নিজেকে দুর্বল...

মন্তব্য৬ টি রেটিং+১

তাপদহ

২৭ শে মে, ২০২১ সকাল ১১:০৩




ভালবাসাগুলো তাপদহের মতো
চলছে শুধু বৃষ্টিহীন পথ!
চোখের কিনারায় ইটভাটা অনল-
আর খাঁটের বিছানায় শীতল হাওয়ার মন নেই-
সে যেনো ঘাসফড়িং উঠন;
দলে দলে মিছিলের চলন।

আকাশে সাদা মেঘ নেই-
কি করে কালোমেঘ...

মন্তব্য২ টি রেটিং+০

৬১৬২৬৩৬৪৬৫৬৬৬৭৬৮৬৯৭০৭১>> ›

full version

©somewhere in net ltd.