![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
আজকে কোন ভাবও আসল না
ঘুমও ধরল না- ঘুম পেরে কি হবে?
একদিন তো ঘুমাতে হবে! চিরতরে
খাঁটহীন সঙ্গীহীন;
কি অদ্ভুত লাগে যেনো অচেনা ফল,
স্বাদহীন বৃক্ষের ফুলও-
দুচোখে সোনালি মাঠ শুধু ধু ধু করে।
তবুও ভাবও...
ঘুরে ফিরে হাজারও প্রশ্নের মুখে
উত্তর পাই না- তুমি না থাকলে
এ সংসার- এ দেশ ক্ষমতায় হতো না;
তবুও ভুল ভাল গল্পে কান পেঁকে যায়
অথচ কি স্বার্থপর- দুনিয়ার নিয়ম
উপকারের উপকার বলে না।
আমি তো...
কি এমন ডাক রে ভাই- কি এমন ডাক
নাই কোন যার ঢাক ঢোল শব্দ আওয়াজ!
তবুও ডাক আসে- এমনি সময়- কেউ
পারে না ফিরাতে- তবু চলে যাতে হয়-
নির্দয়, নীরময়, জগৎময় সংসার ছেড়ে-
ভাবছো না-...
আসলে সময়ের গতিবিধি খুব খারাপ
এমন পরিস্থিতি সামনে আসে-
তখন সামাল দিতে ভীষণ লজ্জাবোধ ও খারাপ লাগে
নিজের অসহায়ত্ব কে আফসোসে
দেয়ালে মাথা ঠুকানোর মতো পরিনিতির ছাড়া
আর কোন অবস্থান থাকে না।
এমতাবস্থায় নিজেকে দুর্বল...
ভালবাসাগুলো তাপদহের মতো
চলছে শুধু বৃষ্টিহীন পথ!
চোখের কিনারায় ইটভাটা অনল-
আর খাঁটের বিছানায় শীতল হাওয়ার মন নেই-
সে যেনো ঘাসফড়িং উঠন;
দলে দলে মিছিলের চলন।
আকাশে সাদা মেঘ নেই-
কি করে কালোমেঘ...
আজও বিদ্রোহের অনল যেনো
কণ্ঠনালী টগবগ বিশ্বময়!
অসাহসের ক্ষীণ করে রেখেছে বীজ;
তবুও সাহস হারাননি নজরুল!
তোমার সাম্যে দ্রোহের
গান গাই আজও- কালও পৃথিবীময়।
অমৃত্যের গাঁথা সাহসের বজ্রপাত
আমার আকাশ শুধু উজ্জ্বলময়!
তুমি নজরুল আমার প্রেরণার গান
সাম্য নদের...
একটা হাসি সবাই হাসতে চায়:
কিন্তু মুখমণ্ডল আকাশ তারায়
উজ্জ্বল নয় কারণ সে কবিতার
প্রণয় বুঝে না, কাব্যিক ভাবনাও
নাই, শুধু শুধু মৃম্ময় মৃত প্রায়- জেগে
তুল হাসির বাহানা মধ্যদুপুর।
আমি রোজ রোজ হাসতে চাই-...
তোমাদের আচরণ দেখে
আমি আর মানুষ হতে চাইবো না;
ফানুষের হয়ে থাকতে চাই
রঙ বিরল আকাশে- ঘাসফড়িং বেসে
তোমাদের ফেরেসতা সুবল
হাসির মাঝে শয়তানের মুখ রহ রহ দেখি
শুধু শুধু আমাকে মানুষ হতে বলো!
সুসম্পর্কের পিচে...
রক্তপাতের মধ্যেও তারা দেখে সুন্দর
অথচ তারাও ত রক্তঘাত ঠিক বুকের
উপর তাহলে কিসের অহংকার কিসের
শক্তি ভেবনা, তুমিই প্রভু ভগমান ঈশ্বর!
এ বার থামো মানুষ পেটের উপর ভর কর
দেখো ক্ষুধার্তময় সুন্দর- রক্তাক্ত নয়;হিংস্র
পশু...
পরিবর্তন হলো সময় শুধু
টাকার অহংকারে জল টাকার অহংকারে
ভুলে গেছি ঘাসের মতো অতীত!
এখন আর গায়ে ধূলি লাগে না-
পেটে আর ক্ষুধার ভাবটা ধরে না;
সম্মান নিয়েছি অর্থের গুণে-
অতীত কি আর রাখবে...
রঙ করা পুতুল কি মানবতা?
মানবতা এখন
মৃত্যুকেও ভয় পায় না
শুধু প্রতিতিহিংসার
হাত মন ভাবনা চিন্তা প্রবাহমান!
স্থলে জলে- বনে জঙ্গলে শুধু
নিজের মৃত্যুকেও ভাবছে না।
মানবতা সভ্যতার কাছে হেরে গেছে;
মানবতা হতে পারে...
পৃথিবীর ধ্বংসমুখ দেখতে পাচ্ছি
কথা কচ্ছে শুধু ক্রোধ নিশায়-
ক্ষমতা চোষায়-
সত্যই কি ধ্বংস হবে পৃথিবী!
বলো মৃত্যু কি শিক্ষায়;
মাটির রঙ বদলায় শুধু বদলায়।
আমি ত জানবো না কখন
পৃথিবী ধ্বংস হলো!
দেখছি মানুষী পারছে ধ্বংসের ঊর্ধে্ব,
প্রভুর...
সবাই বলছে সুবাস ঘ্রাণে
ঈদ- ঈদ- ঈদ- ঈদ- ঈদ-
শুধু আমার ঈদ কোথায়?
কোন সে সুরের ঘ্রাণে;
মন বন্ধি- ঘর বন্ধি-
বন্ধি আলো- বাতাস;
উঠান জুড়ে পায়ে- পায়ে
ঈদ যে আমায়!
তারার জ্বল ছল চাঁদের
ফাঁকে বলো...
©somewhere in net ltd.