![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাকীম আল-মীযান
যুদ্ধ বাঁধলো যুদ্ধ
নয় মাসের রক্তক্ষয়ী
একাত্তরের যুদ্ধ।
কত কি যে হারাতে হলো
কত মানুষ শহীদ হলো,
কত নারী সব হারালো
সারাটা দেশ সুদ্ধ।
মুক্তিযোদ্ধা বীর সেনারা
উঠলো হয়ে পাগলপারা,
দেশের...
হাকীম আল-মীযান।
বাংলাদেশে যখন প্রথম মোবাইল নামলো তখন গ্রামীন ফোন কোম্পানী যথাসম্ভব: প্রতি মিনিট প্রায় ৭.০০ টাকা করে কাটতো। শুধু তাই না মিনিটের মাঝে কোন পালস ছিলো না। সবার জন্য মোবাইল...
রচনা ও সুর: হাকীম আল-মীযান।
আমি আমার দেশকে নিয়ে লিখবো
একটি অমর কবিতা;
আমি আমার দেশকে নিয়ে আঁকবো
মনের মতো ছবিটা।
যে কবিতার মাঝে থাকবে-
বায়ান্নে শোষকের বিরুদ্ধে কথা বলা;
যে ছবিটার...
একুশের কথা
হাকীম আল-মীযান
আমি যখন একুশের কথা ভাবি
তখন আমার মনে হয়;
অতিক্রম করছি
ঐতিহাসিক স্মৃতিময়
প্রিয় আসাদ গেট
হেঁটে যাচ্ছি-
বিজয় স্মরণির দিকে।
আমি যখন একুশের কথা ভাবি
তখন আমার মনে হয়;
পাকিস্তানি শোষকেরা
বীর বাঙালির...
একুশের গৌরব
হাকীম আল-মীযান
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার প্রাণ;
বাংলাতেই মনের আশা
করি যে নির্মান।
বাংলাতেই কথা বলি
বাংলাতেই পথ চলি;
বাংলাতেই মাকে ডাকি
করি যে সন্ধান।
বাংলাতেই লেখা-লেখি
ছড়া, কবিতা, গান;
বিশ্বে মাঝে পরিচিতি
আন্তর্জাতিক সম্মান।
এমন ভাষা আর কি আছে?
ভাষার...
আধুনিক-ব্যান্ডের গানঃ ১
হাকীম আল-মীযান।
টেনশন, টেনশন, মহাটেনশন
টেনশনে জড়ানো নিত্য এ জীবন
ভালো লাগে না, ভালো লাগে না!
ভেবেছিলাম, প্রিয়া তোমায় ভালবাসবো
ভালোবেসে সুখে-দুখে ঘর বাঁধবো,
টেনশনে জড়িয়ে কিছু হলো না
ভালো লাগে না,...
হাকীম আল-মীযান
আল্লাহর খেলা বুঝা বড় দায়!
দুনিয়ায়-
কে বা আসে, কে বা যায় রে!
কে করে হায় হায়?
বারো কুতুব বারো নম্বর
কালসী আছে কবরস্থান রে;
সে’খানেতে কতো কুতুব
শুয়ে আছে হায়!
ঢালের নিচে পাবলিসিটি
লালমাটিয়ায় আরেক নীতিরে;
সব কিছুকে...
হাকীম আল-মীযান।
টাংগাইল শহর, আমার প্রাণের
টাংগাইল শহর রে !
তোমার বুকে অনেক স্মৃতি
পড়ে আছে রে !
তাইতো তোমায় বারে বারে
মনে পড়ে রে !
শৈশব গেছে, কৌশোর গেছে
যৌবন গেছে রে !
কতো জাগায়...
সময়ের মহাকাব্য
হাকীম আল-মীযান।
সময়!
আল্লাহর দান;
আল্লাহ মহান।
আমাকে, তোমাকে এবং সবাইকে
আসলে তিনি যা দিয়েছেন-
তাই হলো: সময়।
সময়ই একদিন আমাদের
এক সাথে করেছিলো-
গড়েছিলো বন্ধুত্বের অমর মহাকাব্য
সময়ই একদিন ঠিক করে দিয়েছে
যার যার গতি ও গন্তব্য।
সময় অবাধ্য নয়,
সময়ই...
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আমার প্রিয় নাতী ভাই আল-মীযান, তোমার বহুবিধ কবিতা পাঠ করিয়া আমি যেমন মুগ্ধ তেমন গৌরবান্বিত। আমার পিতা টাংগাইল জেলার কালিহাতী থানাধীন গান্ধিনার মোসলেমউদ্দিন খান একজন কবি ছিলেন।...
হাকীম আল-মীযান
সমাজে ইদানিং যে সমস্যাটা বিশেষ ভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে; তা হলো নারী ও শিশু নির্যাতন। ফলে, যাদের মেয়ে সন্তান আছে তারা এখন তাদের সন্তানদের নিয়ে বেশ উদ্বিগ্ন। কিন্তু কি...
(১)
আপোষহীন চ্যালেঞ্জ
হাকীম আল-মীযান
মজলুম জনতার মুক্তির সপক্ষে
মাওলানা ভাসানী ছিলেন
এক আপোষহীন চ্যালেঞ্জ।
এ চ্যালেঞ্জকে উপেক্ষা করে যারা
জনতার মাথায় আঘাত হানতে চায়,
তারা বিশ্বাস ভঙ্গকারী ঘাতকের দল।
হে ঘাতকেরা! তোমরা জেনে রেখো
মজলুম জনতার মুক্তির...
হাকীম আল-মীযান
কবিকে যে কবিতাই মানায়,
এ ছাড়া আর যা কিছু আছে
তাকে অভিবাদন জানায়-
ধরে থাকা হয় না।
এটা ছেড়ে ওটা,
ওটা ছেড়ে আরেকটা,
কোন কিছুতেই আটকায় না মন
খুঁজে ফিরে তাই কবিতার ভুবন।
কবিকে যে কবিতাই...
হাকীম আল-মীযান
বর্ণে বর্ণে শব্দ হয়
যদি তাতে অর্থ থাকে,
অর্থ অনর্থ হলে-
বর্ণের মিল ব্যহত হয়।
বর্ণের মিল চাই জীবনে
বর্ণে বর্ণে বর্ণিল ভুবনে,
শব্দের গাঁথুনি রূপ নেয়
বাক্যে; জীবন্ত কথা কয়।
বাক্যেরও থাকা চাই অর্থ
চাই শৈল্পিক...
কথা ও সুর: হাকীম আল-মীযান
ঢাকার শহর আজব শহর ঢাকা,
যার যা ধান্দা আল্লাহর বান্দা
ঘুরায় গাড়ীর চাকা।
কেউ বা ঢাকা চাকরী করে
কেউ বা আবার বেকার ঘুরেরে,
কারো পকেট ভরা আবার
কারো...
©somewhere in net ltd.