নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
স্মৃতির আড়ালে লুকানো ববলিন আরাধ্য ভালোবাসা
হাত খোলা হাতে কত আর বইতে হয় ছেড়া ছাতা
কত আর একলা হাটে জাগুয়ারা স্যান্ডেল জোড়া,
বনমালী মুচির আরও কত সুতো ক্ষয়ে যায় আধমরা।
কবিতার ছবিটায় উল্টানো...
অনাকাঙ্ক্ষিত আবিষ্কার উচ্ছলে পড়া ঢেউ,
রুদ্র মাল্যের সহজাত পাতাল আর ভগবান,
শতাব্দীর অনাদরে পঁচে যাওয়া ষ্টেশন;
স্থবির উপর হয় চলে যায় আদরটা অনভ্যাস।
সুচতুর রাত্রি বাসের সেই বাদাম খানি,
ঢেউ ওঠে অথৈই সুখ, ঘুম...
এক দিকে যন্ত্রণা,
অন্য দিকে স্থাবর অস্থাবর বণ্টন;
অন্যথায় সব দিক অগোছালো,
আগের মতন সত্যতা কিংবা ছত্রাক মন্ত্রণা।
অন্য দিকে পুনরায় স্থাবর অস্থাবর বণ্টন;
অন্যথায় সব দিক এলোমেলো,
আগের মতন সত্যতা কিংবা অবান্তর।
সুন্দর...
আমি কাঁদতে জানিনা মধ্যবিত্ত রাত,
আমি পারিনা জ্বালাতে নতুন জীবন,
স্বপন কেমন জানিনা জাগাতে তার,
সে কেমন বিনোদন আতংকিত রাত,
সে কেমন সময় অথৈই অন্ধকার।
রক্ত পিপাসু ঘিরে ধরে আসে,
ক্ষমতার হাহাকার ।
অথৈই সাগর অন্ধকার
হতাশার...
জীবন্ত শ্বাপদ সংকুল পদ-বাসে,
অর্হ-নীল যাতনাকুল যন্ত্রণার কপটাঘাতে
অশান্ত মনোহরে বদলে দেয় শুন্যতা
পিনপতন নিরবতা বড় বেশী বিমর্ষতা।
আমি কবিতা লিখতে পারি, আমি পারি;
এতো বেশী বীভৎস বাস্তবতা,
পাশা খেলার ঘূর্ণায়মান অসীম আধ্যাসে,
লুটিয়ে পরে আমার...
জন্ম এক মহাবিজয়ের নাম;
শাষনতন্ত্রের যাতাকলে অবিস্ফোরন রাতকুহক,
ধুপকাতুরে গন্ধে একাকার মৃত আস্ফালন,
আমারও একাকি হাটতে ইচ্ছে করে অবাক জোসনায়।
তবুও নিভু নিভু মোমের আবদারে মানব যন্ত্র,
অহেতুক ভাবনায় আলোছায়ার কৃত্রিম আগুন্তুক,
নববর্ষ কাছে টানে, আনে...
সান্ধ্য ঘণ্টায় এখনো চুমুর গন্ধ,
বিপাকীয় ক্রিয়ায় যদিও প্রস্তুতির মূল্য ওভার ড্রাফট;
ডেবিট কার্ডের আফিমে অবৈতনিক শীতল দীর্ঘশ্বাস,
পেশাদার অন্ধ সম্পর্ক সময় উজান নীলকণ্ঠ জলদাস।
জীবন ভাসে নদীর মতন, পাখির মতন,
সুর আর কলিজায়...
ঝরছে ঘাম ভিজছে শার্ট
বাজছে হর্ণ সুপ্ত মন
লিখছে হাত মারছে রাত
শব্দে বাস রুদ্ধ শ্বাস।
হাসছে ভিষন শুদ্ধ এখন
লুপ্ত শ্বাস প্রতিক্ষণ
আসছে সে ভাসছে সে
ভিজছে সে অনেকক্ষন।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
নদে এল বান
তার বিয়েতে...
সর্পিল জগতের সুখানুভুতি মোড়কের পর মোড়ক,
চারদিকে রাজনীতি আজন্ম কক্ষ কাল,
ভাতে রাজনীতি, সংকল্পে রাজনীতি,
তোমাতে আমাতে কিংবা তাহাতে,
তাসের পাতে অথবা গদ্য পড়া ডেস্কে;
প্রেমিক দিনমান পলকহীন রাজনীতি অন্ত:সত্ত্বায়।
ভালোবাসা বড় হয় যখন অনাদিকাল;
রুক্ষ হাইড্রোজেনে...
কতটা মত্ত? লোহা না মদ ? সংযম বই পুস্তক?
শ্মশান তন্দ্রা রাজ গৃহস্থ, মস্ত চন্দন চিতার আগুন;
ঝিঝি পোকা, চার ফুট বাই চার ফুট মৃত্তিকা দেয়াল;
অলস বই, ক্ষিপ্র টিআরপি, নিউরন আলোড়ন।
মজ্জার...
যে যৌবন সময় বুঝে ধরা দেয় শুন্য মন্দিরে
যে প্লাবন বাসা বাঁধে, বাস্প বোধে উড়ে যায়
যে চোখ কথা বলে অদৃশ্য মরিচিকায়
সেই আজ শুদ্ধ প্রণয় লজ্জা সাজায়।
সমস্ত আঁধার ঘনিয়ে আসে...
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (জন্ম: ১৯৫৬ সালের ১৬ অক্টোবর, মৃত্যু: ১৯৯১ সালের ২১ জুন) একজন প্রয়াত বাংলাদেশী কবি ও গীতিকার যিনি " প্রতিবাদী রোমান্টিক" হিসাবে খ্যাত।
আনুমানিক উনবিংশ শতাব্দীর শুরুর সময়।...
শহরের সব ল্যাম্প পোষ্ট সাদা, কালো, বেগুনী, হলুদ, নীল দু:খ;...
তোকে বুঝিনা ,হেমন্ত বুঝি এসে গেল জানিসনা;
নতজানু মুখে চিতায় ভস্ম চন্দন কাঠ,
সহস্র শতকের হঠাৎ আসা সব লেফাফা;
একাকার অদৃশ্যে টাটকা শৈশব প্রেম।
বিশ্বাস কর মানুষ ভালোবাসে একবার;
একান্ত সময় শঙ্খচিল কিছুটা বিষাদ,
শত বছরের...
©somewhere in net ltd.