নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেদিন শাহবাগের সব সোডিয়াম বাতি
আলোয় আলোয় ভরিয়ে তুলবে চারদিক,
রাস্তা ঘাঁট কানায় কানায় ভরে উঠবে রাত জাগা প্রেমিকে
আর স্লোগানে স্লোগানে -
গম গম করবে আকাশ বাতাস আর ইট কাঠের এই শহর;
সেদিন জেনো
আমিও...
আমার জীবনের একটাই আপসোস
তোমার মুখে ভালোবাসা ডাক শোনা হয় নি
তোমার কাজল কালো চোখের
টানা টানা মায়া না হতে পারার হতাশা
আমাকে এখনো পোড়ায়।
আমার জীবনের একটাই দুঃখ
তোমার ঠোঁটের উষ্ণতার ভাগ জোটেনি
তোমার মাঝে হারিয়ে...
মেঘের আর দোষ কি বলো
তোমার চোখেও তো জল জমে
জমিয়ে রেখে লাভ কি বলো
জলের মাঝেই দুঃখ কমে।
আমার কাছে আর চাইবে কি বলো
এই আমি ছাড়া আর আছেই কি?
তোমাকে আর দেবো কি বলো
এই...
তুমি একদিন পাখি হয়ে ফিরে আসবে বলে
আমি রাতের শেষে জানালায় চোখ রাখি
পর্দা সরিয়ে কাঠের জানালার পাশে
একা একা জেগে থাকি
তুমি একদিন রোদ হয়ে আসবে বলে
আমি দুপুরের প্রখর রোদে হাঁটি
কত স্বপ্নের বীজ...
সে মিথ্যে মিথ্যে বলে আমাকে
সত্যি ভালোবেসে ছিলো
তার টানা টানা অবাক দুই চোখে
ভালোবাসা খেলেছিলো,
আমার মিথ্যে মিথ্যে ভালোবাসায় সে
সত্য ধরেছিলো
আমার হতে হতে সে
দূরে সরে গেলো-
আচ্ছা মিলি-
কখনো জানালা দিয়ে বাইরের রুপোলি চাঁদ টা দেখেছো
হাত বাড়িয়ে জোৎস্নার সাদাটে আলো ছুঁয়েছো
স্বপ্নের ভেলায় খুঁশির ডানায় কখনো ভেসেছো
একা একা মনে মনে কি হেসেছো
কিংবা আলোর বন্যায় পথ হেঁটেছো-
নাকি অন্ধকারে চুঁপটি...
বুকের বাম দিকের পুরানো ব্যাথাটা
আবার জেগে উঠেছে!
প্রেমময় বৈধ ব্যাথা,
তোমাকে কাছে না পাওয়ার ব্যাথা,
তোমাকে হারিয়ে ফেলার ব্যাথা,
দু জোড়া ঠোঁটের এক না হওয়ার ব্যাথা,
তোমার চোখের কাঁজল না হতে পারার ব্যাথা
আচ্ছা, তোমার...
আচ্ছা দ্বীপান্নিতা,
তা দিনকাল কেমন চলছে
ভালো আছো কি?
আমার এ প্রশ্নে দ্বীপান্নিতা সে দিন হেসেছিলো,
কষ্ট আড়ালের হাসি;
যে হাসির নীচে চাপা পড়েছিল
কত হাজার অপ্রকাশিত ভালোবাসা বাসি।
দ্বীপান্নিতা উত্তর দিয়েছিলো-
আমি তো আছি বেশ, তা...
বড় নাপাক আমি, আমার এ হৃদয়, দেহ
তোমার পবিত্রতা ছোঁয়ার জন্য
তোমার মাঝে বিলিন হয়ে এ আমি
বড় খুঁশি ভাবছি নিজেকে আজ ধন্য
আদিমতার মাপকাঠিতে আমি, আমার স্বত্তা
সেঁকেলে আর অসভ্য বন্য!
না চাই,...
আমি বলছি না ভালবাসতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য মাংস রান্না করুক,
শুধু ঘরের ভিতর থেকে ডাক দিবে, কইগো রান্না হয়ে এল।
বাইরের রান্না খেতে...
আমি ভালো নেই
তোমাকে ছাড়া, তোমার স্পর্ষ ছাড়া
তোমার চোখের চাহনির সেই মায়া ছাড়া
অন্ধকারে তোমার ছায়া ছাড়া
ভালো নেই আমি।
আমি ভালো নেই
তোমার হাসির সেই শব্দ ছাড়া
তোমার চুলের ঘন কালো মেঘ ছাড়া
তোমার নখের...
পঁচা মাংসের গন্ধ পাই!
গলিত আর উৎকট গন্ধে ভরপুর
হায়েনারা ঘুরে বেড়ায় ;
চারদিকে যুদ্ধের দামামা বাজছে চারদিক।
মাংস পঁচা গন্ধ আসছে আমার ভাইয়ের লাশ থেকে,
ওই যে ওইখানে মরে পড়ে আছে আমার বোন,...
আমার মৃত্যু হবে কোন এক কালবৈশাখির দিনে
ঠান্ডা হাওয়ার স্রোতে আমার আত্না ভেসে যাবে শরীর ছেড়ে
আমি তাকিয়ে তাকিয়ে দেখবো বিদ্যুৎ ঝলকানি
কানে বাজবে সেই গুড় গুড় আওয়াজ
আমার শরির ঠান্ডা হয়ে যাবে
ঠিক বৃষ্টিতে...
তুই আমার মাঝ আকাশের
জোছনা দেয়া চাঁদ
তোকে দেখলেই ভেংগে পড়ে
আমার খুশির বাঁধ
তোকে নিয়ে একা একা
কতো গান যে আমি গাই
আমার শীর্ন বুকের মাঝে
তোকে কিভাবে দেব ঠাঁই?
মাঝে মাঝে হারিয়ে ফেলি
মেঘ আর অন্ধকারে
চোখের...
বালিকা স্বপ্ন ধরে
রংহীন স্বচ্ছ কাঁচের জারে,
সাদাকালো স্বপ্ন গুলো
ধরা ছোঁয়ার বাইরে থাকে।
বালিকা বৃষ্টি ধরে
রংহীন স্বচ্ছ কাঁচের জারে,
ছোট ছোট বৃষ্টি ফোঁটা
মেঘ হয়ে লুকিয়ে থাকে।
বালিকা কেঁদে মরে
বিন্দু বিন্দু অশ্রু ঝরে পড়ে,
কান্না গুলো...
©somewhere in net ltd.