![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।
ভালোবাসা মানুষুকে খুব একা করে দেয়
ভালোবাসার কথা তাকে ছিল না, কিন্তু না বেসে আবার উপায়ও ছিল না।
আমাকে সে বাসেনি, কিন্তু ভেবে নিতাম বাসে,
তার অঙ্গভঙ্গির ভুল অনুবাদ করতাম, ইচ্ছে করেই...
হিসেব
কতটুকু ভালোবাসা দিলে,
ক তোড়া গোলাপ দিলে,
কতটুকু সময়, কতটা সমুদ্র দিলে,
কটি নির্ঘুম রাত দিলে, ক ফোঁটা জল দিলে চোখের — সব যেদিন ভীষণ আবেগে
শোনাচ্ছিলে আমাকে, বোঝাতে চাইছিলে আমাকে খুব ভালোবাসো, আমি...
পাসওয়ার্ড সংক্রান্ত ঝামেলার কারণে ব্লগে অনেকদিন লগ ইন করতে পারিনি
পাসওয়ার্ড পরিবর্তন করতে পারছিলামনা কারণ যেই মেইল দিয়ে ব্লগ খুলেছি তার পাসওয়ার্ড ভুলে গেছি...
গাছটা হটাত করেই যেন মরে গেল!!
আশ্চর্য হয়ে সবাই বলাবলি করে
কিন্তু অনেকদিন থেকেই
তার পাতাগুলো বিবর্ণ হওয়া শুরু করেছিল
খেয়াল করেনি কেউ
তারও অনেকদিন আগে থেকে
মাটির নীচে তার শিকড়...
১
এই চিঠিটি বন্ধুর প্রতি......
বন্ধু তুই একবার পড়......
হাতটি আমার বাড়িয়ে দিয়েছি...
হাত বাড়িয়ে ধর
২
দিনের শেষে, ঘুমের দেশে
বিষণ্ণ এক রাত্রি আসে
স্বপ্নগুলো স্মৃতি হয়ে
চোখের সামনে থাকে ভেসে
৩
I want to...
তোমার হিয়ার মাঝে
লুকিয়ে আছি
দেখতে তুমি পাওনি আমায়
যখন পড়বে বেলা
ভাঙবে খেলা
হয়তো তুমি জানবে আমায়
জানতে যদি নাও পারো গো
সইবো তোমার সে অবহেলা
তোমাকে পাওয়া তে...
আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে
আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ,
আছো তুমি হৃদয় জুড়ে।
ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম।
তেমনি তোমার নিবিঢ় চলা, মরমের মূল পথ ধরে।
পুষে রাখে যেমন ঝিনুক...
১
এত হাসি এত হৈচৈ
তবুও কেন ভিতরটা থম ধরে রয়
মুখেতে অমলিন হাসি
ভেতরে এতযে দহন
কি দুর্দান্ত অভিনেতা আমরা সবাই
২
বিষণ্ণ মন, বিষণ্ণ জীবনযাপন
ভালবাসার খড়ায় পুড়ছে হৃদয়
কোথাও কেউ...
নিঃশব্দতার আলাদা ভাষা আছে
আছে নিজস্ব কিছু অর্থ
কখনো তা প্রতিবাদের
কখনো হয়তো তীব্র অভিমান
না বলেও হয়তো বলা হয় বহু কথা
একটি চাহনি, বিরক্ত ভ্রূকুটি
অথবা শুধুই নীরব...
তোমায় আমি
তোমায় আমি দেখেছিলাম ব’লে
তুমি আমার পদ্মপাতা হলে;
শিশির কণার মতন শূন্যে ঘুরে
শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে
খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে।
নদী সাগর কোথায় চলে ব’য়ে
পদ্মপাতায় জলের বিন্দু হ’য়ে
জানি না কিছু-দেখি...
আমাদের আলোচনা সমালোচনার খুব প্রিয় বিষয় হল দেশপ্রেম। দেশ কেন পাল্টায় না, উন্নত বিশ্বের মত ঝকঝকে তকতকে হয় না, অমুকে এটা কেন করে না তমুকে সেটা কেন করে না, কার...
হেমলতা
কিছু কথা অন্ধকারে বিদেশে ঘুরছে,...
মনে মনে বহুদূর চলে গেছি
মনে মনে বহুদূর চলে গেছি – যেখান থেকে ফিরতে হলে আরো একবার জন্মাতে হয়...
নিজের কানে কানে
এক এক সময় মনে হয়, বেঁচে থেকে আর লাভ নেই...
©somewhere in net ltd.