নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
তিনি ছিলেন সিনেমার দুঃখ ভুলানো মানুষ। ছবি দেখতে দেখতে কষ্ট-বেদনায় মন যখন আচ্ছন্ন হয়ে থাকতো তখনই তিনি হাজির হতেন হাসির সুবাস ছড়িয়ে।
বাস্তবতার দৈনন্দিন ঘানি টানা শেষে ক্লান্ত শরীরে সাধারণ দর্শক...
1.
তুমি চাইলে
স্বৈরাচারী প্রেমিক হতে পারি,
শুধু মাত্র তুমি চাইলেই
ভালবাসায় গনতন্ত্র আনতে পারি।
2.
ভাগ্যিস্ আমার অশ্রুগ্রন্হি
হৃদপিন্ডের একেবারে গভীরে
তুমিতো সাতার জানোনা
ডুবে যেতে অভিমানের তোড়ে।।
3.
আমি
যুবক সমূদ্র
ভালবাসার শরীর,
তুমি
যুবতী নদী
স্বপ্নের আবীর ।
4.
“পথ সব সময় ডুবে যায়
পথিক...
শাহেদ ,
শেষ পর্যন্ত তুইও
আমাকে একই প্রশ্ন করলি,
সবাই না হয় করে,
তারাতো আর আমার সব কিছু জানে না,
বুঝে না, কেউতো আর আমার বন্ধু না,
তুইও জানতে চাইলি,
এখনো বিয়ে করিনি কেনো?
বন্ধু,
বিয়ে কেনো করিনি...
লোকটির বয়স পঁচাত্তর এর মতো হবে,
বৃষ্টি শুরু হলেই
অস্হিরতা শুরু হয় মাথার ভিতর,
শরীর জ্বলে,প্রান জ্বলে,
শুধুই বৃষ্টির জলেই ভিঁজতে ইচ্ছে করে তার,
দু’হাত আকাশের দিকে বাড়িয়ে
বৃষ্টিকে ঝাপটে ধরে বুকে,
বৃষ্টির জলে প্রতিবারই...
আর কতো কাঁদবো
ঈশ্বর আমাকে নিষিদ্ধ করে দাও,
আজ আমি নিষিদ্ধ হতে এসেছি।
আমি শুধু একবারই
প্রতারনা আর ঘৃনার কবিতা পড়েছিলাম
তারপর থেকে বিশ্বাস আর ভালোবাসা
শব্দ দু’টি হীনমন্যতায় ধুকছে ।
এখন কবি’দের কলমে...
আমি অপেক্ষায় আছি
কখন আমার ডাক হবে,
দুই ঘন্টা আগেও
আমি একজন মানুষ ছিলাম,
আকাশভরা পূর্নিমার চাঁদ দেখে
কেমন যেন পাগল পাগল হয়েছিলো মাথাটা,
বেসুর গলায় দু’লাইন রবীন্দ্রনাথ গেয়েছিলাম,
মনে মনে দু’লাইন কবিতাও লিখেছিলাম,
“পূর্নিমার চাঁদ,একদিন...
অনেকদিন হলো আমি
ঘুমের মাঝে আর স্বপ্ন দেখি না
স্বপ্ন ডাকলেই জেগে উঠি,
অপরাধী হয়ে জেগে উঠি,
অশুদ্ধ মন নিয়ে জেগে উঠি।
আমার অপরাধ
আমি অশুদ্ধ
আমি একদিন ঘুমের মাঝে
তোমার সাথে জলে ডুবেছিলাম,
তোমার...
খোদা তোমায় খুঁজতে
‘রশিদ হারুন’ পথে পথে ঘুরে
পথের মাঝে পথ ভুলে
বার বার মরে।
নিজের বুকেই তোমায় রেখে
অন্য বুকে দেয় উকি,
অশুদ্ধ মনে তোমায় খুঁজা
এ যেনো,
নিজের সাথে নিজের ফাঁকি।
খোদা তুমি...
আমি বৃষ্টির সাথে বৃষ্টি হয়ে ঝরে পড়ি,
রোদের সাথে রোদ হয়ে পুড়ি,
নদীর জলে স্রোত হয়ে ভাসি,
দিনগুলো ছটফট করতে করতে
মাস,বছর,শতাব্দী. মহাকাল হয়ে যায়,
বুক থেকে নিলাম হয়ে যায়
সব স্বপ্ন আর...
বৈশাখ মাস
কালবৈশাখী ঝড়তো হবেই
সাথে বজ্র সহ বৃষ্টি
এটা নাকি গ্রীষ্ম কাল।
প্রায়ই দেখি আমার বুকেও
বজ্র সহ বৃষ্টির বসবাস ,
আমি বুঝি না বুকের ভিতর
এখন কোন কালের সৃষ্টি
অভিমান, প্রতারনা,নিঃসংঙ্গতা,
নাকি বিরহ কাল,
অথবা,...
আজ হঠাৎ সন্ন্যাস নিয়ে
ভিক্ষায় নেমেছিলাম,
সারাদিন পর দেখলাম
ভিক্ষার পাত্রে জমা হয়েছে
কিছু অর্থকড়ি, দু’মুঠো চাল,
অসংখ্য করুনা, কিছু সহানুভূতি,
কিছু ঘৃনা,কিছু অবহেলা ,
কিছু সুখ , কিছু কষ্ট,একটা পরকীয়া,
তিনটি প্রতারনা,...
আমার ভালোবাসা, অভিমান, বিরহ,
সুখ ,দুঃখ ,শরীর সহ
সবই তোমার জবরদখলে
আমি আমার ‘বিশ্বাস’টুকু রেখেছি শুধু আগলে
তবু প্রতারনা কেনো টের পাই
তোমার প্রতিটি নিশ্বাসে নিশ্বাসে ?
আমি প্রতি মূহুর্তেই খুন হয়ে যাই
যখন বুঝি তোমার...
সব সময় মনে হয়
‘অনুভুতিগুলো ‘ সরকারের কোষাগারে জমা দিয়ে দেই,
আমি কেনো কষ্ট টের পেয়ে যাই?
আমি কেনো সত্য টের পেয়ে যাই?
আমি মিথ্যাও টের পেয়ে যাই
তাই আমি বারবার মরে যাই
বারবার মরে যাই।
—————
রশিদ...
ঈশ্বর,
আমি কষ্টে আছি,
আমাকে টেনে তোল,
দয়া করে টেনে তোল।
ঈশ্বর,
আমি অষ্ট প্রহর পোষা ভয়ে কুকড়ে থাকি
আমি ঈশ্বর , খোদা , ভগবান আর প্রভু
এক করে ফেলি
আমি মসজিদ,মন্দির, গির্জা আর পেগোডায় ধার্মিক দেখি...
ঘুমিয়ে ছিলাম মৃতের মতো,
বুকটা ছিলো হাট করে খোলা,
বুকের দরজা খোলা পেয়ে
প্রিয় বোকা স্বপ্ন’টা
ভুল করে বের হয়ে গেলো।
আমার এই স্বপ্ন’টা বুক থেকে
আগে কখনোই বের হয়নি,
রাস্তাঘাট সব কিছুই তার কাছে...
©somewhere in net ltd.