নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

সকল পোস্টঃ

আমাকেই খুঁজতে এসেছি

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৯

বিশ্ববিদ্যালয়ের গেইটেই আটকে দিয়ে
জানতে চাইলো কার কাছে যাবো,
আমি গার্ডের দিকে না তাকিয়ে পাশে তাকালাম,
পাশ দিয়ে একদল ছাত্র- ছাত্রী চলে গেলো
প্রান খুলে গল্প করতে করতে,
একটা কুকুরও অনায়াসে ডুকে গেলো রাজার...

মন্তব্য১০ টি রেটিং+৩

একটি সাধারন জন্মের গল্প

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৩

আমি আজ আমার জন্মের গল্পটা বলবো--

সেইদিন সারাদিন অনেক টেনশন গেলো,
সকালেই অফিসে আজ সবাইকে
কেমন যেন অস্হির মনে হলো,
সবাই বলাবলি করছে
দেশ স্বাধীন হয়ে যাবে,
কেউ কাজ করে নাই ,
জি,এম স্যার ধমকিয়েছে...

মন্তব্য২ টি রেটিং+১

কবি ও বিপ্লবী

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৬


আমার কাছে একজন বিপ্লবী আর
একজন কবি একই অর্থ,
আপনারা এখন কবি’র পরিবর্তে
বিপ্লবী শব্দটি ব্যাবহার করতে পারেন।

এই ধরুন,
যে কবিতাটি সমাজ বদলায়
সেই কবি’ই বিপ্লবী,
আর যে বিপ্লবী’র শ্লোগান
মানুষ বুকে ধারন করে
সেই...

মন্তব্য৭ টি রেটিং+১

একটি শব্দের অপেক্ষায়

২৯ শে জুলাই, ২০১৮ রাত ২:১২


কবি হিসাবে আমি খুবই বিষাদে ডুবেছি,
একটি শব্দের অপেক্ষায় আমার কলম
আজ ধর্মঘট ডেকেছে।

শব্দটি হবে শ্রমিকের ,
শব্দটি হবে মালিকের,
শব্দটিকে বিশ্বাস করবে
রাজনীতিবিদ আর শাসকগন।

শিক্ষকরা বুকে ধারন করে শব্দটি
তার ছাত্রদের ক্লাশে বিতরন...

মন্তব্য১০ টি রেটিং+৪

হলুদ শার্ট ও একজন নারী

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:০৯


হঠাৎ হঠাৎ দেখা হয় লিফটে,
এই বিল্ডিং এ সবাই নতুন উঠেছি,
সবাই ফ্লাটের মালিক না,
ভাড়াটিয়া ও আছে কয়েকজন,
কখনো কথা হয়নি,
হয়তো শূভেচ্ছা হাসি বিনিময় হয়েছে।

আজ লিফটের জন্য অপেক্ষার সময়
পার্কিং এ দেখা,
হঠাৎ করেই...

মন্তব্য৬ টি রেটিং+২

একটি গুমের গল্প

২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৩


“দশ মিনিট পর চোখের বাঁধন খুলবি,
আর পিছনে ফিরে তাকাবি না,
উল্টাপাল্টা করলেই গুলি করে দিবো”।

দশ মিনিট না দশ দিন
আমি বলতে পারবো না
আমি অনন্তকাল পর চোখের বাঁধন খুললাম,
সামান্য আলোতেই আমার চোখ...

মন্তব্য৫ টি রেটিং+১

একটি বেওয়ারিশ লাশের অপেক্ষা

১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

শহরের মানুষগুলো
এখন আর খবর খুঁজে না,
খবরই তাদের খুঁজে ফেরে
এইতো সেদিন -
‘বেওয়ারিশ’ এক লাশ খুঁজছে তার আপনজনদের।

হিমঘরে শুয়ে আছে লাশটি,
সারা শরীরে তুলোর মতো বরফ জমে আছে,
মাঝে মাঝে কিছু বরফ
লাল আর...

মন্তব্য১১ টি রেটিং+২

আজ আমার শ্বশুড় কৌতুক অভিনেতা জনাব দিলদার সাহেবের ১৫ তম মৃত্যুর বার্ষিক ———————

১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪১

তিনি ছিলেন সিনেমার দুঃখ ভুলানো মানুষ। ছবি দেখতে দেখতে কষ্ট-বেদনায় মন যখন আচ্ছন্ন হয়ে থাকতো তখনই তিনি হাজির হতেন হাসির সুবাস ছড়িয়ে।

বাস্তবতার দৈনন্দিন ঘানি টানা শেষে ক্লান্ত শরীরে সাধারণ দর্শক...

মন্তব্য৫ টি রেটিং+০

আমার লেখা কবিতার কিছু প্রিয় কথা

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৪


1.
তুমি চাইলে
স্বৈরাচারী প্রেমিক হতে পারি,
শুধু মাত্র তুমি চাইলেই
ভালবাসায় গনতন্ত্র আনতে পারি।

2.
ভাগ্যিস্ আমার অশ্রুগ্রন্হি
হৃদপিন্ডের একেবারে গভীরে
তুমিতো সাতার জানোনা
ডুবে যেতে অভিমানের তোড়ে।।

3.
আমি
যুবক সমূদ্র
ভালবাসার শরীর,
তুমি
যুবতী নদী
স্বপ্নের আবীর ।

4.
“পথ সব সময় ডুবে যায়
পথিক...

মন্তব্য৯ টি রেটিং+৩

না পাঠানো চিঠি

০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৫


শাহেদ ,
শেষ পর্যন্ত তুইও
আমাকে একই প্রশ্ন করলি,
সবাই না হয় করে,
তারাতো আর আমার সব কিছু জানে না,
বুঝে না, কেউতো আর আমার বন্ধু না,
তুইও জানতে চাইলি,
এখনো বিয়ে করিনি কেনো?

বন্ধু,
বিয়ে কেনো করিনি...

মন্তব্য৫ টি রেটিং+০

সময় ভেসে যায় বৃষ্টির জলে

১৩ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৭


লোকটির বয়স পঁচাত্তর এর মতো হবে,
বৃষ্টি শুরু হলেই
অস্হিরতা শুরু হয় মাথার ভিতর,
শরীর জ্বলে,প্রান জ্বলে,
শুধুই বৃষ্টির জলেই ভিঁজতে ইচ্ছে করে তার,
দু’হাত আকাশের দিকে বাড়িয়ে
বৃষ্টিকে ঝাপটে ধরে বুকে,
বৃষ্টির জলে প্রতিবারই...

মন্তব্য৮ টি রেটিং+১

আজ আমি নিষিদ্ধ হতে এসেছি

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:৪৭

আর কতো কাঁদবো
ঈশ্বর আমাকে নিষিদ্ধ করে দাও,
আজ আমি নিষিদ্ধ হতে এসেছি।

আমি শুধু একবারই
প্রতারনা আর ঘৃনার কবিতা পড়েছিলাম
তারপর থেকে বিশ্বাস আর ভালোবাসা
শব্দ দু’টি হীনমন্যতায় ধুকছে ।
এখন কবি’দের কলমে...

মন্তব্য২ টি রেটিং+০

মানুষটার ক্রশফায়ার হয়েছে

৩১ শে মে, ২০১৮ রাত ৮:৫০

আমি অপেক্ষায় আছি
কখন আমার ডাক হবে,
দুই ঘন্টা আগেও
আমি একজন মানুষ ছিলাম,
আকাশভরা পূর্নিমার চাঁদ দেখে
কেমন যেন পাগল পাগল হয়েছিলো মাথাটা,
বেসুর গলায় দু’লাইন রবীন্দ্রনাথ গেয়েছিলাম,
মনে মনে দু’লাইন কবিতাও লিখেছিলাম,
“পূর্নিমার চাঁদ,একদিন...

মন্তব্য৫ টি রেটিং+০

চব্বিশ ক্যারেটের ভালোবাসা

২৫ শে মে, ২০১৮ বিকাল ৫:১৪

অনেকদিন হলো আমি
ঘুমের মাঝে আর স্বপ্ন দেখি না
স্বপ্ন ডাকলেই জেগে উঠি,
অপরাধী হয়ে জেগে উঠি,
অশুদ্ধ মন নিয়ে জেগে উঠি।

আমার অপরাধ
আমি অশুদ্ধ
আমি একদিন ঘুমের মাঝে
তোমার সাথে জলে ডুবেছিলাম,
তোমার...

মন্তব্য২ টি রেটিং+০

প্রার্থনা

১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৮


খোদা তোমায় খুঁজতে
‘রশিদ হারুন’ পথে পথে ঘুরে
পথের মাঝে পথ ভুলে
বার বার মরে।
নিজের বুকেই তোমায় রেখে
অন্য বুকে দেয় উকি,
অশুদ্ধ মনে তোমায় খুঁজা
এ যেনো,
নিজের সাথে নিজের ফাঁকি।

খোদা তুমি...

মন্তব্য৪ টি রেটিং+০

৩২৩৩৩৪৩৫৩৬৩৭৩৮৩৯৪০৪১৪২>> ›

full version

©somewhere in net ltd.