নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
আজ বই মেলায় গিয়েছিলাম,
প্রচন্ড ভীড় ছিলো সেই সব স্টলে
যেখানে শুধু আপনারই ছবিগুলো টানানো ছিলো,
আপনি থাকতে যে রকম, অনেকটা সেই রকমই,
সবার মুখেই আপনার জন্য হাহাকারের গল্প,
আপনি না থেকেও যেনো আরো...
মা - বাবা নিয়ে আমার ৬টি কবিতা একসাথে - সকল সন্তানদের জন্য।
---------------------------------------
১-
বাবা’কে ধার দিবেন প্রভু
---------------------------
প্রভু,
আমার মৃত বাবা’কে
সাতদিনের জন্য ফিরিয়ে দিন,
অথবা ধার দিন,
আপনি যে ভাবেই ভাবুন,
আমার কোনো...
আমার ভিতরে একটা ‘হারামজাদা’ আছে
-এই দেশে মানুষ থাকে,
সব শালা ইতর।
আমার ভিতরে একটা ‘কবি’ আছে
- আমি আকাশের গায়ে
এক বিঘা জমিন কিনেছি,
একদিন মেঘের ঘর বানাবো ।
আমার ভিতরে একটা ‘শিশু’...
পুরনো ঢাকার বিরানীর স্বাদ এখন আগের মতো পাইনা,-
পাবেন কিভাবে?
সব স্বাদতো নতুন ঢাকায় বেড়াতে গেছে,
নতুন মাল পেলে পুরোনো মাল কে চায়, বলুন?
জানেন ট্রাম্প নাকি এবার ‘নোবেল শান্তি’ পুরষ্কার পাবে –...
মাননীয় আদালত,
লোক’টি কি অন্যায় করেছিলো
এখনো বুঝতেই পারলো না,
অথচ আপনি তাকেই যাবজ্জীবন জেল দিয়ে দিলেন ,
আপনি যখন তাকে জিজ্ঞাসা করেছিলেন
“তুমি দোষী না নির্দোষ?”
লোকটি শুধু আপনার চোখে চোখ রেখে
হাসি মুখে বলেছিলো,
“হুজুর,...
রাস্তাঘাটে, মহল্লার রাস্তায়,
ক্যাম্পসে, এমন কি একাকী স্বপ্নেও
আমি যখনই বলি
“ভালোবাসো কি আমাকে?”
তুমি অবহেলা করে আমাকে
চোখে চোখ না রেখেই
অবলীলায় কাঁপা কাঁপা কন্ঠে
বলো ফেলো ‘ঘৃনা করি’।
নারী,
পুরুষ মানুষকে ঘৃনা করলে
তার চোখের...
যে মেয়েটি একদিন আমাকে বলেছিলো,
“ পুরুষ মানুষ শুধু নিজেকে সমুদ্র ভাবে
আর মেয়ে’দের নদী,
বলুনতো কেনো?”
আমি বলেছিলাম, “ কবি’রা হয়তো বলে,
আমি কবি না,
তারচেয়ে বরং চলো কোথাও বসে
কফি খেতে...
প্রিয় নেতা
আমার বিপ্লবী অভিবাদন নিবেন,
আপনাকে আমি প্রায়ই টেলিভিশন আর পত্রিকায় দেখি,
আপনার স্বাস্হ্য আগের চেয়ে ভালো হয়েছে,
মুখের কালো দাগগুলো বোধ হয় এখন নাই,
আপনাকে যেহেতু আর রোঁদে পুড়তে হয়না,
তাই আপনি দেখতে...
আমার একটা মুমূর্ষ কবিতা নিয়ে
আমি খুবই বিপদে আছি,
আই,সি ইউ তে ভর্তি জরুরী হয়ে পড়েছে,
অথচ, আমি পকেটে একটি খালি ম্যানিব্যাগ নিয়ে ঘুরছি
শহরের এক মাথা থেকে আরেক মাথা,
আর বুকের মাঝে...
-------------------------------
কাপড়ের এই দোকানটার সামনে আমার ছেলেকে নিয়ে প্রায়ই আসি।দোকান’টা অনেক পুরোনো। আগের চেয়েও এখন অনেক সুন্দর করে সাঁজিয়েছে।গাড়ী থেকে নেমে দোকান’টার বাহিরে কিছুক্ষন দাড়িয়ে থাকি। কাঁচের ভিতর দিয়ে তাকিয়ে পুতুলে...
মন আমার ছেঁড়া ঘুড়ি ,
তুমি করলে আমার আকাশ চুরি
আমার ঘুড়ি উড়বে এখন
কার আকাশে?
তুমি কি আমার আকাশ হবে?
বৃষ্টি ছাড়া ফুরফুরে আকাশ ,
যে’দিন তুমি আমার আকাশ হবে
সে’দিন হিংসুটেরা করবে শুধু...
ধরো একদিন,
তুমি আমায় অনেকবার ফোন করলে
অথচ একবার’ও কেউ
হ্যালো’ই বললো না,
যদি দেখ ম্যাসেন্জার ও Unseen,
তবে ভেবে নিয়ো
আমি আজ বিষাদে ডুবেছি।
আমার বিষাদের গল্প
কোনো মানুষ’কে বলিনি,
শুধু বাতাস’কে বলেছি,
মানুষ...
আমি আজ সব সত্য বলে দিবো,
দেখি কোন হারামজাদা আমাকে ঠেকায়,
কার কলিজায় জোর আছে আমাকে ঠেকানোর ,
পারলে সত্য ঠেকা।
আমি মতিঝিল ‘শাপলা চত্বরে’ মাইক লাগিয়ে,
আমজনতার সামনে দাঁড়িয়ে আজ সব সত্য বলবো,
এই শাপলা...
প্রভু,
আমার মৃত বাবা’কে
সাতদিনের জন্য ফিরিয়ে দিন,
অথবা ধার দিন,
আপনি যে ভাবেই ভাবুন,
আমার কোনো কিছুতেই আপত্তি নাই,
তবুও আমার কাছে সাতদিনের জন্য জমা দিন আমার বাবা’কে,
আমি আমার মায়ে’র কসম...
আমি যে কবে ‘বোবা’ হয়ে গেছিলাম
বুঝতেই পারি নাই,
কথা না বলতে বলতে
আমার ‘কন্ঠস্বর’ কখন অভিমান করে লুকিয়েছে ,টেরই পেলাম না,
এতোদিন চোখ বন্ধ করে ঘুমের ভান করে ছিলাম,
আসে পাশের হাহাকার আমাকে...
©somewhere in net ltd.