নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

সকল পোস্টঃ

প্রেমের কবিতাটিতে বানান ভুল ছিলো

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

পরিচিত শহরটা দিনেদিন কেমন অচেনা হয়ে যাচ্ছে,
বন্ধু মানুষগুলোকেও অ-বন্ধু মনে হয় আজকাল,
যে পুর্নিমার চাঁদ বুকে নিলে বুকে আরাম পেতাম,
সেই চাঁদের আলোতেই এখন বুক ঝলসে যায় রাত হলেই,
ঘুমকাতুর অপবাদ নিয়ে বড়...

মন্তব্য৮ টি রেটিং+১

সংবিধিবদ্ধ সতর্কীকরণ

৩০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

যখনই আপনি আপনার নামে জনগনের স্লোগান শুনবেন,
আপনি নেশাগ্রস্ত হয়ে যাবেনই এক সময়,
এই নেশা কোনো ফেক্ট্ররীতে তৈরী হয়না,
তৈরী হয় জনতার বিশ্বাসে,
জনতার স্লোগানে,
আর সাধারন জনতার চেয়ে উঁচুতে
কোনো মঞ্চের মাইকে।

যখনই মানুষ নেশাগ্রস্ত...

মন্তব্য২ টি রেটিং+০

কবি আর প্রেমিক

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১২

কবি’র একটা আকাশ হলেই চলে,
আকাশ না হলে বড়োজোর সমুদ্র,
যদি তাও কপালে না জুটে তবে একটা নদী,
অথবা জলে টইটুম্বুর একটা দিঘী পেলেই হয়।

প্রেমিকের বুকে শুধুই একটা
লাল ফড়িং ক্লান্তহীন উড়ে,
দিন...

মন্তব্য৪ টি রেটিং+০

ভালোবেসে কেউ মরে না ———————

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:২৬


চশমাটা নিদারুন অবহেলায় পরে আছে পড়ার টেবিলে,
গতকালও খুবই যত্ন ছিলো তার,
সব সময় আদর করে চশমা’র কাঁচ দুটো পরিস্কার করে রাখতেন তার মালিক,
অথচ, আজ ফ্রেমটা ভেংগে যাওয়ায়
পরে আছে দু’টুকরো হয়ে।

কাঁচ দুটো...

মন্তব্য৪ টি রেটিং+০

কবি’র আত্মহত্যা

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৫

গভীর রাত,
দশ তলার গ্রিলহীন বারান্দায় একজন কবি দাড়িয়ে আছেন,
একবার উনি নিচের দিকে রাস্তার ছুটন্ত গাড়ীর আলো গুলোর দিকে তাকাচ্ছেন,
আরেকবার পূর্নিমার চাঁদের দিকে তাকাচ্ছেন,
ঘরের টেবিলে কলম দিয়ে চাপা দেওয়া আছে সাদা...

মন্তব্য২ টি রেটিং+১

আজ আমার লেখা " মনোলীনা" গানটি মুক্তি পেলো।

১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

আজ আমার লেখা " মনোলীনা" গানটি মুক্তি পেলো। গানটি সুর ও সংগীত দিয়েছেন প্রিয় মানুষ আলম শাহ , আর কন্ঠ দিয়েছেন মিজান ( প্রাক্তন Warfaze ব্যান্ড বর্তমান M&B ব্যান্ড)
সকলকে গানটি...

মন্তব্য১৯ টি রেটিং+২

গনতন্ত্র

১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫


চৌধুরী সাহেব,
আপনি প্রতিদিনই আপনার মেয়েকে বকাঝকা করেন,
কোথায় যাচ্ছে?,
সাথে যেনো একজন পাহারাদার নিয়ে বের হয়,
শরীরটা ঠিকঠাক ঢেকে ঘর হতে বের হয় যেনো,
চারদিকে আজবাজে ছেলে পুলে ঘোরাঘুরি করে,
আপনার স্ত্রী’র বোরকা ছাড়া...

মন্তব্য৪ টি রেটিং+২

আমি চলে যাচ্ছি

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৭


আমি চলে যাচ্ছি,
বিছানায় শুয়ে শুয়ে তুমি নিস্পলক তাকিয়ে দেখছো,
তোমার আচঁল বিছানা থেকে মাটিতে লুটিয়ে আছে,
তুমি ডাকলে না
একটা কাক ডেকে উঠলো তোমাকে বিরক্ত করে,
অলস ভংগিতে জানালার দিকে তাকিয়ে শুধু কাক’টাকে খুঁজলে।

আমি...

মন্তব্য৪ টি রেটিং+০

নেশা

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২১


আমি ডিপ্রেশনে তোমাতেই মরি,
আমি ফ্রাসটেশনে ও তোমাতেই মরি,
মরতে মরতে আবার হঠাৎ জেগে উঠি হারহামেশাা,
তোমাতে মৃত্যু আর বেঁচে থাকা আমার এক ভয়ংন্কর নেশা।

এ নেশা যতই পান করি আমি গ্লাসে করে
গ্লাস খালি...

মন্তব্য২ টি রেটিং+০

দোহাই মরে যেওনা

৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১০


একদিন তুমি বলেছিলে-
“কবি, তোমাকে না পেলে আমি মরেই যাবো”
আমি খুব বড় কবি ভেবেছিলাম নিজেকে তখন।

আর একদিন তোমাকে বলেছিলাম,
“ আমি আর কখনোই কবিতা লিখতে পারবো না,
যদি তুমি মরে যাও।”

তার কিছুদিন...

মন্তব্য২ টি রেটিং+০

মানুষ ভুলতে কতোদিন লাগে

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৩


দিন’টা ছিলো রবিবার,
প্রচন্ড বৃষ্টিতে দুজনেই টং এর চায়ের
দোকানে আশ্রয় নিয়েছিলাম,
সেদিনই পরিচয় হয়েছিলো তোমার সাথে
অনেকদিন আমরা চা খেয়েছি একসাথে,
বৃষ্টিতেও ভিঁজেছিলাম আহাল্লাদে।

আমার এখন আর একা চা খেতে ভালো লাগেনা,
চা খেতে গেলেই...

মন্তব্য২ টি রেটিং+০

আজ এই শহরের মন খারাপ

২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৪


আজ এই শহরের মন খুবই খারাপ
যে বৃষ্টি কথা দিয়েছিলো আজ চৌরাস্তার মোড়ে ঝরবে,
সেই বৃষ্টি কাঁদতে কাঁদতে মেঘের মাঝে ঘুমিয়ে আছে লজ্জায়,
চৌরাস্তার ট্রাফিক সিগ্যনালের লাল বাতিগুলোরও মন খারাপ,
কেউ তাকিয়েও দেখছে...

মন্তব্য১ টি রেটিং+০

এক হাত আকাশ

১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৪


তীব্র রোঁদে পিচ ঢালা শহরের এই ডিজিটাল রাস্তায়
গাড়ীর চাকার সাথে সুখগুলো
ক্ষয়ে...

মন্তব্য৩ টি রেটিং+১

হুমাযূন আহমেদ আপনাকেই

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫২

আজ বই মেলায় গিয়েছিলাম,
প্রচন্ড ভীড় ছিলো সেই সব স্টলে
যেখানে শুধু আপনারই ছবিগুলো টানানো ছিলো,
আপনি থাকতে যে রকম, অনেকটা সেই রকমই,
সবার মুখেই আপনার জন্য হাহাকারের গল্প,
আপনি না থেকেও যেনো আরো...

মন্তব্য৫ টি রেটিং+১

মা - বাবা নিয়ে আমার ৬টি কবিতা একসাথে - সকল সন্তানদের জন্য

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৭

মা - বাবা নিয়ে আমার ৬টি কবিতা একসাথে - সকল সন্তানদের জন্য।
---------------------------------------

১-
বাবা’কে ধার দিবেন প্রভু
---------------------------
প্রভু,
আমার মৃত বাবা’কে
সাতদিনের জন্য ফিরিয়ে দিন,
অথবা ধার দিন,
আপনি যে ভাবেই ভাবুন,
আমার কোনো...

মন্তব্য২ টি রেটিং+০

৩২৩৩৩৪৩৫৩৬৩৭৩৮৩৯৪০৪১৪২>> ›

full version

©somewhere in net ltd.