নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

সকল পোস্টঃ

যৌবন

১৮ ই জুলাই, ২০২৪ রাত ১:১৬

শাহবাগের মোড়ে সকাল দশটায় যখন একাকী একজন যুবক হাতে প্ল্যাকার্ড নিয়ে নিঃশ্চুপ শান্তভাবে দাঁড়াল।
ওর দাঁড়াবার ভঙ্গিটা কেউ খেয়ালই করেনি,
ওর চোখের জেদী দৃষ্টি কারো নজরেই পড়েনি।।
যদি নজরে পড়ত,
তাহলে বুঝতে পারত বিকেলের...

মন্তব্য১ টি রেটিং+১

সর্বনাশ

১৪ ই জুলাই, ২০২৪ রাত ১২:১৮


প্রতিদিন ঘুম থেকে উঠলেই আমজনতা দেখে
তাদের সর্বনাশ হয়ে যাচ্ছে,
এক সর্বনাশের মাতম শেষ হতেই
আরেক সর্বনাশ ঝাঁপিয়ে পড়ছে বুক বরাবর-
সর্বনাশে সর্বনাশে কারো কারো জীবনই খরচ হয়ে যাচ্ছে বেহিসাবীর মতো।

আমজনতার সর্বনাশ সেদিন...

মন্তব্য০ টি রেটিং+০

আজ ঈশ্বরের নামেই মামলা করে দিবো

০৪ ঠা জুন, ২০২৪ সকাল ৮:৫৩



আমি আজ সব সত্য বলে দিবো,
দেখি কোন হারামজাদা আমাকে ঠেকায়,
কার কলিজায় জোর আছে আমাকে ঠেকানোর ,
পারলে সত্য ঠেকা।

আমি মতিঝিল ‘শাপলা চত্বরে’ মাইক লাগিয়ে,
আমজনতার সামনে দাঁড়িয়ে আজ সব সত্য বলবো,
এই শাপলা...

মন্তব্য২ টি রেটিং+২

একজন পুরুষ হারানোর গল্প

০২ রা জুন, ২০২৪ রাত ৩:২৮



একজন পুরুষ মন খারাপ করে
খোলা মাঠে শুয়ে রাতের আকাশ দেখছিল।
হঠাৎ হঠাৎ ক্ষতবিক্ষত চাঁদ
অদৃশ্য হয়ে যাচ্ছিল মেঘের আড়ালে।
মাঝে মাঝে পুরুষটির চোখ দিয়ে
কোনো এক কষ্টের জল গড়িয়ে পড়ছিল সবুজ ঘাসের উপর।
চোখের...

মন্তব্য১ টি রেটিং+২

১০৭ নং দুঃখটা

১৮ ই মে, ২০২৪ দুপুর ১:৪৮



১০৭ নং দুঃখটা বড্ড কষ্টে ফেলেছে আমাকে।
কষ্টটা হঠাৎ করেই শুরু হলো এক কলিজাপোড়া দুঃস্বপ্নের ঝাপটাতে।
বুকের ভিতর আস্ত একটা পুরাতন বাড়ি দুমড়ে মুচড়ে ভেঙে পড়লো সেই কষ্টে।

আশ্চর্য!!
চারিদিক থেকে চেনা-অচেনা অনেক মানুষই...

মন্তব্য১ টি রেটিং+২

কেউ কি আমার বন্ধু শাহেদের ঠিকানা জানেন?

১৬ ই মে, ২০২৪ রাত ৯:৩৪



কেউ কি আমার বন্ধু শাহেদের ঠিকানা জানেন?
আমার খুবই জরুরি তার ঠিকানাটা জানা,
আমি অনেক চেষ্টা করেও ওর ঠিকানা জোগাড় করতে পারছিনা।

আমি অনেক দিন যাবত ওকে খুঁজে বেড়াচ্ছি,
এই ধরুণ, বিশ-একুশ বছর।
আশ্চর্য্য...

মন্তব্য১০ টি রেটিং+৪

ভীড়ের মাঝেও আমরা সবাই একা

১৪ ই মে, ২০২৪ সকাল ১১:২২


ঢাকা শহরের অলিতে গলিতে
ল্যাম্পপোস্টের গায়ে ঝুলে থাকা
মাকড়সার জালের মতো সারি সারি
...

মন্তব্য৪ টি রেটিং+১

উত্তরাধিকার

১০ ই মে, ২০২৪ রাত ১১:০৮


কাপড়ের এই দোকানটার সামনে আমার ছেলেকে নিয়ে প্রায়ই আসি।
দোকানটা অনেক পুরনো। আগের চেয়েও এখন অনেক সুন্দর করে সাজিয়েছে। গাড়ি থেকে নেমে দোকানটার বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। কাঁচের ভিতর দিয়ে তাকিয়ে...

মন্তব্য০ টি রেটিং+০

খুন হয়ে বসে আছি সেই কবে

০৭ ই মে, ২০২৪ রাত ২:৩১


আশেপাশের কেউই টের পাইনি
খুন হয়ে বসে আছি সেই কবে ।

প্রথমবার যখন খুন হলাম
সেই কি কষ্ট!
সেই কষ্ট একবারের জন্যও ভুলতে পারিনি এখনো।

ছয় বছর বয়সে মহল্লায় চড়ুইভাতি খেলতে গিয়ে প্রায় দ্বিগুন...

মন্তব্য১০ টি রেটিং+৩

মধ্যবিত্ত জীবনের অঙ্ক

০৩ রা মে, ২০২৪ সকাল ৮:১২


আজকাল কেউ আমাকে দেখলে বিশ্বাসই করবেনা
আমি মেট্রিকে অঙ্কে নিরানব্বই পেয়েছিলাম।
যেকোনো আড্ডায় তখন সবাইকে বলে বেড়াতাম
-“অঙ্কে একশই পেতাম,
শুধু হাতের লেখা খারাপ বলে জ্যামিতিতে হয়তো এক নম্বর কম পেয়েছি”।

অথচ কী...

মন্তব্য২ টি রেটিং+১

শহরের কবি

৩০ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:০৬


মধ্য রাতে একা বিছানায় কালো অন্ধকারে যখন ঘুম ভেঙে যায়
ভয় পাই,
আমি প্রচণ্ড ভয় পাই।

পুরো শরীরের উপর চাদর টেনে
আরো অন্ধকারে ঢুকে পড়ি।
একাকীত্বের ভয়ে কোঁকড়াতে কোঁকড়াতে
চাদরের নিচে মরার মতো চোখ বন্ধ...

মন্তব্য৮ টি রেটিং+২

আমার মন খারাপের রাতে তুমি ঘুমিও না

১৯ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩৫


আমার ভালো লাগে না,
কিচ্ছু ভালো লাগে না।

দিন ভালো লাগে না,
রাত ভালো লাগে না,
সময় যায় না ,
সময় আসে না
আমার ভালো লাগে না,
কিচ্ছু ভালো লাগে না।

প্রতিদিন গভীর রাতে বেড়িয়ে পরছি...

মন্তব্য১২ টি রেটিং+১

আমি তিন শূন্য

১৮ ই মার্চ, ২০২৪ রাত ১০:০৯


বিকেলে বেলা বিশাল মাঠে দাঁড়িয়ে নিজের ছায়া বড় হতে হতে
হঠাৎ অন্ধকারে হারিয়ে যাবার পর মনে হলো,
আমার কোন বন্ধু নেই
স্বজন নেই
প্রেম নেই
তুমিও নেই
এমনকি আজকাল আমিও নেই আমার নিজের সাথে!

তুমি...

মন্তব্য৬ টি রেটিং+০

কিছুদিন পর থেকেই

১৬ ই মার্চ, ২০২৪ রাত ১২:২৫


পঞ্চাশের পর থেকেই আর একা থাকা হয় না আমার।

নির্জনে অথবা বন্ধ ঘরে নিঃসঙ্গ হয়ে যখন কিছু ভাবতে শুরু করি
তখনই ফিসফিসানি শুরু হয় সেখানে।
আমার ছায়াটাও শরীর থেকে বের হয়ে এদিক- ওদিক...

মন্তব্য৪ টি রেটিং+১

পিতৃঋণ -৮

০৬ ই মার্চ, ২০২৪ রাত ১০:১৬


একটি ‌অদৃশ্য ভগ্নস্তুপে দীর্ঘকাল দাঁড়িয়ে থাকতে থাকতে,
একটি কথা বুকে পেরেকের মতে গেঁথে গেছে--
-“আমার, তোমাকে এখন ভীষণ দরকার।”

\'দরকার\' এমন একটি শব্দ যা স্থান কাল ভেদে বদলে যায়।
বাজার করতে গেলেই অল্পবয়স্ক মাছওয়ালারা...

মন্তব্য৬ টি রেটিং+২

>> ›

full version

©somewhere in net ltd.