![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাবৎ দুনিয়া ঘুমের আচ্ছন্ন,
জেগে আছি আমি, এক পৃথিবী কল্পনায় ভরা দু\'চোখ।
হৃদয়ের কত কথা বলে যাই একা
বিভোর হয়ে রই তোমার বিষাক্ত মায়ায়।
ডুবে আছি নেশার মত
তোমার অদ্ভুত ভালোবাসায়।
মরীচিকার মত ভাগ্য রেখা
মরুর বুকে,...
বালিকা,
আমার চক্ষু সাগর জুড়িয়া কামনার খেলা
হেয়ালে বেখেয়ালে সেথায় চাইবে তুমি ভাসাইতে ভেলা!!
তুমি ছুঁয়ে দিলে উতাল-পাতাল হয়ে যাবে সব
মিলিয়ে নিবো তখন প্রেমের সহজ হিসাব
তুমি কাছে এসে বুঝে নিও
প্রণয়ের...
কেমন আছো?
প্রশ্নটা একটু অযৌক্তিক হয়তো....
আমি জানি, তুমি ভালো আছো,
ভালো থাকার প্রত্যয়ে ই তো তোমার পথচলা.....
মনেপড়ে, মাঘের সেই কনে কনে শীতে
তোমার অপেক্ষায় ভোর হতো আমার
তুমি আসবে বলে!!
শ্রাবনের গর্জন রুখতে পারেনি আমায়,
মাঝ...
শ্রোতা,
জানো বলা হয়নি কখনো তোমাকে
আমার হৃদয়ের নিভৃতিতে শিশিরের মত জমে থাকা অনুভূতির কথা।
আজো বলতে পারিনি, ক্ষুদ্রকার সেই ভালোলাগার কথা....
কেনো!!?
হয়তো তুমি বেখেয়ালেই প্রশ্ন রাখতেই পারো.....!!
বেখেয়াল....!!!
বাহ হাসালে.....
খেয়াল, নাহ...
তোমার বেখেয়ালি শত...
হাজার বৎসরের অপেক্ষা আমার.........
অন্তিম মুহূর্তের শেষ নিঃশ্বাস টুকু তোমার জন্য ।
কয়েক শতাব্দী তোমার পথ চেয়ে.........
কত দিন হয় না দেখা নীল আকাশ!!
মাড়ানো হয় না সিগ্ধ জোৎছনা!...
বিশ্বাস করো, সেখানে তুমি নেই !!
আমি শেষ বালু কনা অব্দি, তন্ন তন্ন করে খুজেছি
সেখানে তোমার অস্তিত্ব বিলীন!...
সে দিন আষাঢ়ের রাত ছিল। চন্দ্র তার দর্শন দিতে ভুলে গেছে প্রায় সপ্তাহ হয়।
বিদঘুটে অন্ধকার....
অপেক্ষার প্রহর গুনছিলাম অম্র বৃক্ষের নিচে। তুমি কথা দিয়েছিলে, আসবে বলে।
কাক ভেজা হয়ে থাকা গাছগুলো...
ইচ্ছা ঠাকুর ঘুরিতেছে বারে বার....
কর্ম তাকে করিতেছে অসাড়!!
বিদ্রুপ থেকে আসিতেছে পরিতাপ
আচল বিশ্ব সংসার.......
আমি ভাবি, এখন ও ভাবি...।
আমি স্পষ্ট দেখতে পাই মাঝ সুমদ্রে জেগে ওঠা জীবন্ত প্রবাল।
একঝাক রঙ্গিন মাছ, প্রবাল আর আর...
থাক, আর বলতে ইচ্ছা করে না!
ভীষণ ভাল লাগত বৃষ্টি, আজব লাগত...
প্রচন্ড গরমে মেজাজ খারাপ করা লোকটা আজও জ্যাম ট্যাম ঠেলে বাসায় এসেছিলো নির্মল আনন্দ নিয়ে।
সারাদিনের খাটাখাটনি শেষে রিকশাওয়ালাও ঘরে ফিরবে বিকশিত এক মুখ হাসি নিয়ে।
বাসায় ফিরবে বুক ভরা আনন্দ...
যেখানে ভুলিবে মন, হৃদয়ের আস্ফলন!!
আলো আধা আর গোধূলির লগন!!
উদাস উদার আর প্রভাত কথন।
কত শত রাত্রি রহিয়াছে গোপন
সে কথা জানে হয়ত শুধু আম্র কানন!
টলমলে রোদে জাগিতেছে সবে,
নির্জনে নিরালায় করেই স্মরণ!!
রোদে...
এই সেই স্থান, যেখানে মরুর শান্তি... নদীর খরতান!
এইতো সেই জায়গা, যেখানে হৃদয়ের আকুল আবেদন...
আমি হারাই বারেবার, অজান্তেই অম্লান!!
তেষ্টার বুক, গ্রীষ্মের ছারখার!!
আমি তৃষ্ণ থাকি, বার বার করিয়া ও...
আয়, ঘুম! ঘুম, শান্তির কিছু বিন্দু। আত্মার ব্যথার পরিবর্তে বেদনা উপশমের নির্যাস..............
দরিদ্র বন্দী স্বাধীনতাই সম্পদ। বড় এবং ছোট তাদের মধ্যে নিরপেক্ষ বিচার।
আয়, ঘুম! ঘুম, শান্তির কিছু বিন্দু.........।।
তোমার জন্য কাব্য লিখি,
নিশিতে আঁকি ছবি।
তোমার কথা ভেবে ভেবে,
কাটে দিবস-রজনী।
তুমি আমার স্বপ্ন পরী,
স্বপ্নেই ওড়া-উড়ি।
তুমি আমার কল্পনার,
গল্পের আরব রজনী।
তুমি আমায় চাও হৃদয় থেকে,
আমি কি তা বুঝি?
আমি আমার...
©somewhere in net ltd.