নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
কাহার নয়ন খানি পরিলো নয়নে
সেই হতে সে নয়ন ভাসে মোর মনে,
হৃদয়ের মাঝে তার মুখ-ছবি খানি
এঁকে দিলো সেই হাসি রং-তুলি আনি।
কামনার রঙে রঙে ফোটালো সে ফুল
যা ছিল হৃদয়ে গোপন...
দুঃখ কষ্ট ব্যাথাভার দারিদ্র্য ক্লেশ
দাও তুমি যত খুশি অনন্ত অশেষ,
নেই তাতে কোনো ক্ষেদ নেই অভিযোগ
আমাকে দহন করে জ্বালাও আলোক।
পুড়ে পুড়ে করো খাঁটি করো খাদহীন
পূর্ণ পবিত্র করো,...
তুমি জানো প্রভু কোনদিন কভু
যদি করি অপরাধ,
কোর না ক্ষমা যাহা আছে জমা
দিও তার প্রতিঘাত।
তুমি ন্যায় হীন বিচার বিহীন
মুক্তি দিও না মোরে,
দিও অধিকার যেটুকু আমার
পেয়েছি কর্ম...
তোমাদের হাসি গানের ভরা জলসা\'য়
আমার এই ক্ষুদ্র তুচ্ছ বেদনার গান
অনাদরে অবহেলায় ঝরা পাতার মত
ফেলে দিও, ভুলে যেও, মুছে নিও প্রাণ।
তোমাদের সাথে আমার এই হাসি খেলা
মমতার স্নেহে...
দেবতার অভিশাপে টানে সে তো ঘানি
কলুর বলদ সে যে চিনি তারে চিনি।
আর কিছু নেই তার
আছে শুধু ব্যাথাভার
কি আছে হারাবার, কি\'বা হবে ঋণী?
কলুর বলদ সে যে চিনি তারে...
এই অবেলায় আপন খেলায়
তোমার সাথে দিন কেটে যায়
বুঝিনি হায়- আমার এ প্রাণ
তোমার পায়ে এমনি লুটায়।
কোন জনমে জানিনে সে
তোমার আমার বাঁধন আছে।
জানিনে সে প্রেমের খেলায়
দুটি...
আমার জীবনের প্রতিটি বসন্তে
যে ফুল ফুটেছে জানতে অজান্তে ;
যে অঙ্কুর নির্মোহ আকাশের পানে
প্রস্ফুটিত হয়েছে মূক্ত আহ্বানে।
যে পত্র সবুজের ঘ্রাণ বুকে লয়ে
বিকশিত হয়েছিল মূক্ত নির্ভয়ে,
ধরার পথে পথে...
দিন কেমন কাটে?
জানিবার ইচ্ছা ছিলো বটে,
তবুও জানিতে চাওনি তুমি
মাড়িয়ে এ ভূমি
বাঁধা বিঘ্ন ঠেলে,
আসোনি দেখিতে একবার
মনের প্রদীপ জ্বেলে।
দেখিতে চাওনি তুমি
কোন অন্ধকারে
বেদনার ভারে
ডুবে গেছি -
হারিয়ে তোমারে।...
তমসায় প্রদীপ তুমি আলোর দিশা,
সত্য সুন্দর তুমি অনন্ত তৃষা
আনন্দ অমৃত তুমি মহা শান্তিময়
অনন্ত অসীম তুমি চির অক্ষয়।
অধীর অচঞ্চল প্রজ্ঞা বহমান
জগৎ বেষ্টিত তুমি সুবিশাল প্রাণ।
কোন জন মাতা মোর কোন জন পিতা?
কেন দিলো জন্ম মোরে বুকে জ্বেলে চিতা!
দেয় নাই বক্ষদুগ্ধ কোলেতে স্থান,
ধুলায় জন্ম দিলো দেহে দিলো প্রাণ।
আমি আজ বঞ্চিত হতাশার দলে
পিতামাতা তোমাদের পাপকর্মের...
সে যে, নাচিয়া খেলিয়া চলিয়া যায়
চুপিচুপি কি যে বলিয়া যায়-
...
ধরায় বিকশিত ক্ষুদ্র যত প্রাণ
তাদের বিশ্ব মাঝে বৃহৎ অবদান
লুকিয়ে আছে প্রতি বিন্দু-কনা মাঝে
আলো, সৌন্দর্য, শক্তি তাহাতে বিরাজে।
ক্ষুদ্র ফল তুচ্ছ ফুল ক্ষুদ্র অনুজীব
বৃহৎ ধরনী রাখে জীবন্ত সজীব,
প্রতিক্ষণ...
নারী ও পুরুষ কেহ নয় ছোট কেহ নয় বড় কারো,
উভয়ে সমান প্রকৃতির দান, মুর্খ তত্ত্ব ছাড়ো-
কে বলে নারী এসেছে ধরায় পুরুষের প্রয়োজনে!
জননী বিহীন পুরুষ জন্ম লভিয়াছে কোন খানে?
একেরে বিনা অপরে...
পৃথিবীতে কতো সুখ জেনেছি আমি,
চারিদিকে অন্ধকার এসেছে নামি -
মাতৃহীন পিতৃহীন আশ্রয়হীন পথে
অন্নহীন বস্ত্রহীন দুর্ভিক্ষের সাথে,
ভেঙেছে জীবনের ক্ষুদ্র অঙ্কুর
মোর কানে বাজে শুধু বেদনার সুর।
মায়া হীন ছায়াহীন...
©somewhere in net ltd.