![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মত্ত প্রভঞ্জন, হয়ে উত্তাল বর্ষণ,
আমি ব্রহ্মাণ্ডে রূপে বিভীষিকা হয়ে আনব
প্রবল বান!
বর্ষণে রণে আনব রক্ত লহরী বান,
প্রবল প্রভঞ্জনে তোরা পাবিনা পরিত্রাণ!
তারুণ্য উচ্ছ্বাসে উঁচু করে স্বীয় শীর,
আমি উদ্দামি আমি উদ্দামি...
অনাবিল ভালবাসা প্রদর্শন করতে আমাদের শহীদদের প্রতি এক দিকে পুষ্প হাতে প্রভাত ফেরির উপচে পড়া ভিড় শহীদ মিনারে, অন্যদিকে আরেক শহীদের স্তম্ভ ও তার স্মরণ ভাস্কর্যে লাথি! তাই টিএসসি\'স রাজু...
শীর্ণ দেহের জীর্ণ বালক
চিবুক রেখে মাতৃ কোলে,
শূন্য কেন থালা তাদের
সে তা জানায় কান্না রোলে।
প্রতিক্রিয়াহীন থাকে মা
ঝরায় নয়ন-জল,
তলব করে মাণিক যে তার,
‘কাঁদছিস কেন বল?’
মা হেঁসে কয়, ‘ফুটো ঐযে কুটির
চালা, কাঁদবো...
শীর্ণ দেহের জীর্ণ বালক
চিবুক রেখে মাতৃ কোলে,
শূন্য কেন থালা তাদের
সে তা জানায় কান্না রোলে।
প্রতিক্রিয়াহীন থাকে মা
ঝরায় নয়ন-জল,
তলব করে মাণিক যে তার,
‘কাঁদছিস কেন বল?’
মা হেঁসে কয়, ‘ফুটো ঐযে কুটির
চালা, কাঁদবো...
উদীয়মান কর তব চেতনা,
ঘুচিয়ে কালিমা দেখ দেখ দীপ্তোজ্জ্বল
আলোক প্রতিবিম্ব ছড়ানো মোহ
স্রোত বহমান মহনায়।
ধর ধুয়া সাম্য মূর্ছনায়!
দীপ্তোজ্জ্বল শশী মৃদু আলোক
বর্ষায় প্রভাতের অভ্যুত্থান অবকাশে,
ঘন তিমির ভেদ করে কেন বিরত
প্রভাতের উদিত পালার প্রাতের?
প্রকৃতি আপনা অনন্যতার
উৎকর্ষতা সদা ব্যাখ্যায় নিরত
যখন, প্রকৃতি মোহ আজও আমায়
টানে নি তখন তার অনুপম
দৃশ্যে....
৭ মাস ১ সপ্তাহ ধরে ব্লগে আছি, কিন্তু এখনো জানি না যে সামু ব্লগের প্রতিষ্ঠাতা কে!
বিষণ্ণতায় ছেঁয়ে যাওয়া হিয়া মোর
নব-দিশা অন্বেষণ করে দিন ভোর
আঁখি হতে জন্ম নেয়া নেত্র-জলপ্রপাত
রক্ত অক্ষি যেন মম তপ্ত আগ্নেয়গিরির
অগ্ন্যুৎপাত!
যুগে যুগে রাজ-রাজা প্রভুদের নিপীড়ন
মাঝে
চেয়ে দেখ আমি কাঁদছি বিষাদ ভাঁজে
কারণ দাসের জ্বালা...
মানবের ঘাড়ে দানবের থাবা,
ওরে প্রজন্ম,
কতকাল তা এড়িয়ে যাবা?
শঙ্কার ইস্পাত শৃঙ্খল বিদীর্ণ করে
রদবদল কর মনোভাবের,
গড় র্যাডিকাল দৃষ্টিভঙ্গি!
শঙ্কা,,,,শঙ্কা,,,,শঙ্কা!
এই শঙ্কার ভরেই মানবের
ঘাড়ে দানব চেপেছে!
দানব মমতাময়ী নারী তনুদের
দেহ খাবলে খাচ্ছে, চুষে
নিচ্ছে অসহায়ের রক্ত,
দানবের বরে...
বিভীষিকা এই কাননে
অরুণ বীণার করুণ সুর,
কেন বাজে হিয়ার মাঝের এই কোণে?
এই ধরিত্রীতে কোন ত্রাসে
আজ
অসুর নাচছে উল্লাসে?
সামের সুরে সর্বগ্রাসী
গ্রাস করে নেয়
উচ্ছ্বাসিত হাসি হেসে!
ভিন্ন করে সর্বগ্রাসী
দুর্বলের ও শীরটাকে,
হার হিম করে
ঐ ভীম...
ধ্রুব সত্যান্বেষণ ও অনস্বীকার্য বাস্তব
অন্বেষণে বার বার ব্যর্থতার নিগূঢ় অর্ণব
নীরে নিমজ্জিত হয়ে যাচ্ছি!
কোন অভিপ্রায়ে সভ্য সমাজ
চেতনায় লালন করছে লিঙ্গ, ধর্ম,
শ্রেণী, দরিদ্র-বুর্জুয়া, গত্র ভেদের বৈষম্য?
সব আজ কেমন যেন বিষাদ বর্ণের
দেখাচ্ছে এই...
নোঙর তুলিয়া তরণী বাহিয়া বিমূর্ত স্বচ্ছ মনে,
চলিলাম অদ্য নিগুর অজ্ঞাত ভূতল অন্বেষণে!!
এ রথ চলিছে মম কল্পনায় মম চেতনাতে বহে,
গঠন করবো সে দেশ মম এই ভূ-খণ্ডেতে রহে।
অভিলাষী মন, যপে প্রতিক্ষণ করে...
ডান-বাম, পশ্চাৎ-প্রাচ্য, আগ্রাম-বাগ্রাম ইত্যাদি কোন রাজনৈতিক বা দর্শনের এজেন্ডা হয়ে নয়, আজ স্বদেশ বাঁচানোর দাবীতে রাজপথে নামার কৃপাময় নিবেদন জানাচ্ছি। সুন্দরবনের রামপাল বিদ্যুৎ কেন্দ্র হতে দিবো না এ কথা...
এ বর্ষ প্রাণবন্ত হয়ে থাকবে অন্তরের অন্তরীক্ষে নিরন্তর। যে ভাবে দিয়েগেছে, তেমনি ছিনিয়ে ও নিয়েছে অনেক। তবে একটা শিক্ষা খুব ভালো করে জ্ঞাপন করেছে যে, আমার জীবন বাকি সবার মত...
নিধন সড়কে সেই উৎকর্ষ,
আমার সুন্দরবন প্রাকৃতিক সপ্তাশ্চর্য!
শত্রু পক্ষ চালায় আগ্রাসন,
স্বদেশদ্রোহী হয়ে আজ নির্বাক প্রশাসন।
দানব দেশে বিদ্যুৎ কেন্দ্র রূপে,
মাতৃভূমি কাঁদে আজ আড়ালে ফুলেফেঁপে!
অভিমত কারো “তো কি আসে যায়?”
মূল কথাতো তাতে নিজ...
©somewhere in net ltd.