নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

ব্লগিং মানে শুধু জ্ঞানগর্ভ পোস্ট নয়, যথাযথ মন্তব্যও

০৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪১


ব্লগের প্রতি আমার আগ্রহ তৈরিই হয়েছিল মূলত মন্তব্য পড়ে। এমন এমন মন্তব্য এসেছে ব্লগে, আমার কাছে মনে হয়েছে পোস্টের চেয়েও মন্তব্য বেশি তাৎপর্যপূর্ণ। একটা পোস্টে অনেক রকমের মন্তব্য আসে। এসব মন্তব্য থেকে পোস্টদাতা তার চিন্তা-ভাবনাকে শাণিত করে নিতে পারেন। তবে কেউ নিজেকে সবজান্তা শমসের ধরে নিলে তার হিসেব আলাদা।

ব্লগে কে কে ভালো মন্তব্য করেন, সেসব নিয়ে দুটো পোস্ট দিয়েছিলাম, মন্তব্য পড়ে ব্লগারদের জ্ঞান সম্পর্কে ধারণা পাওয়া যায়- সেসবও বলেছিলাম (ব্যবহারে বংশের পরিচয়, মন্তব্যে ব্লগারের, ব্যবহারে বংশের পরিচয়, মন্তব্যে ব্লগারের (২য় অংশ))। এসব নিয়ে নতুন কিছু বলব না।

ব্লগে অনেকে পোস্ট দেন অথচ রিপ্লাই দেন না; এসব নিয়েও একটা পোস্ট দিয়েছিলাম অনেক আগে। রিপ্লাই দেওয়াও যে ব্লগারের দায়িত্ব সেটাই বলেছিলাম (পোস্ট দিয়া যান, আমরা পইড়া ধইন্যাপাতা হই; উত্তর দেওনের দরকার নাই)।

ব্লগে নিজের লেখায় বেশি মন্তব্য এলে বেশিরভাগ ব্লগার হয়তো সংখ্যা দেখে পুলকিত হন। আমার দৃষ্টিভঙ্গি অবশ্য আলাদা। আমি অপ্রয়োজনীয় মন্তব্যগুলো মুছে দিই। কয়েকমাস আগে এক বয়োজ্যেষ্ঠ ব্লগার আমার পোস্টে একটা মন্তব্য করেছিলেন। আমি মুছে দেওয়ার পর অন্য একজন সমালোচনা করে পোস্ট দিয়েছিলেন। যদিও বিষয়টার সুরাহা হয়েছিল। আসলে আমার একটা দরকারে একজন আমার নাম্বারটা চেয়েছিলেন। পরবর্তীতে উনি নিজেই বলেছিলেন মন্তব্যটা ডিলিট করে দিতে। উনি বলার আগেই অবশ্য ডিলিট করেছিলাম। কারণ, মন্তব্যটা আমাদের ব্যক্তিগত ছিল। পোস্ট সংশ্লিষ্ট ছিল না। এই কথাটা বললাম এজন্য যে, আমি আসলে পোস্ট সংশ্লিষ্ট মন্তবই আশা করি। সম্ভবত আরও অনেকেই এমনটাই চান।

ব্লগে অনেকে ব্যক্তিগত আলাপ জুড়ে দেন, যা পোস্টের সাথে সম্পৃক্ত না। আমি বরাবরই এসব কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করি। ব্যক্তিগত আলাপের জন্য তো মেইল আছে, মোবাইল নাম্বার আছে, ফেসবুক আছে। অহেতুক মন্তব্য করে ব্লগ ভারী করার মানে কী?

ব্যক্তি আক্রমন নিয়ে মাঝেমধ্যে হৈচৈ হয়। আমি খুব বিরক্ত বোধ করি বিষয়টায়। মানুষ কতটা আজাইরা থাকলে এমন কাজ করতে পারে? কাজ না থাকলে ঘুমান। পোস্ট এড়িয়ে চলুন। শুধু শুধু বিবাদ করে অন্যকে বিরক্ত করা কেন?

তোষামোদি মন্তব্য আরও বিরক্তিকর। অনেকে আবার পছন্দও করে। সুন্দর, ভালো হয়েছে এ ধরনের মন্তব্য বেশিরভাগই না পড়ে দেওয়া। আমি ইদানীং অবশ্য এসব লিখছি। না পড়ে নয়, বড় করে লিখলে সময় লাগে, তাই লিখি না। পোস্ট পুরোপুরি না পড়ে মন্তব্য করাটা পোস্টদাতার প্রতি রীতিমতো অবিচার।

আমার লেখা আমি নিজে পোস্ট করার পরও বারবার পড়ি। অনেক লাইন বা শব্দ বদল করি। বানান তো বটেই, তথ্যগত ভুলও তো থাকতে পারে। অথবা ধারণাগত ভুলও থাকতে পারে। কেউ কোনো পোস্ট করলে যেন ধরে না নেন তিনিই সবসময় ঠিক। আর যদি ঠিকই থাকেন, তাহলে তো বিবাদ করার মানে হয় না। আলোচনা করে নিলেই মিটমাট। অথচ অনেকে দলাদলি করেন। এরা কি ভুলে যান ফলবতী গাছ ফল ভারে উপরে উঠে না, নুয়ে পড়ে?

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০৮

গেঁয়ো ভূত বলেছেন: হ্যা, এটাই আসল কথা, ফলবতী গাছ ফল ভারে উপরে উঠে না, নুয়ে পড়ে। আর খালি কলসি বাঝে বেশি।

০৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: এই সত্যিটা বোঝার অবস্থানে নেই অনেকে। নিজেকে জাহির করায় ব্যস্ত।

২| ০৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩০

নতুন বলেছেন: গেঁয়ো ভূত বলেছেন: হ্যা, এটাই আসল কথা, ফলবতী গাছ ফল ভারে উপরে উঠে না, নুয়ে পড়ে। আর খালি কলসি বাঝে বেশি।

আমার ব্যক্তি জীবনেও এর প্রমান পেয়েছি অনেক বার। কয়েকজন জ্ঞানী মানুষকে কাছ থেকে দেখেছি তারা আসলেই অনেক বিনয়ী।

০৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: আমিও এমন প্রমাণ বহু পেয়েছি। অহঙ্কারের ছিটেফোঁটা পর্যন্ত নেই। অথচ সামাজিকভাবে অনেক উপরে।

৩| ০৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অবশ্যই ব্লগিং মানে শুধু পোস্ট প্রসব করাই না, বক্ষমাণ বিষয়ের উপর জ্ঞানগর্ভ আলোচনাও। আলোচনার মাধ্যমে পোস্টের বিষয়বস্তু পাঠকের কাছে আরো বোধগম্য ও হৃদয়গ্রাহী বা উপভোগ্য হয়ে ওঠে, শুধু পাঠকই না, পোস্টলেখকও তার জ্ঞানকে আরও সমৃদ্ধ ও শাণিত করে তোলেন। অতীতে এমনও দেখেছি, 'কমেন্ট পোস্ট' শিরোনাম দিয়েই পোস্ট ছেড়ে দিয়েছেন ব্লগার, আর তাতে সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আমিই ঠিক - আমাদের এ অহমিকাবোধ থেকে বেরিয়ে আসতে হবে। আমার ভুল ধরা পড়লে সেটা গ্রহণ করার ক্ষমতাও আমাদের মধ্যে তৈরি করতে হবে।

০৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রথম যখন ব্লগে আসি, পোস্ট যেমন আগ্রহ নিয়ে পড়তাম তারচেয়ে বেশি আগ্রহ ছিল মন্তব্যে। এত সব দারুণ দারুণ মন্তব্য আসত যে অদ্ভুত এক ভালো লাগা তৈরি হতো। এখন তো সেই রামও নেই সেই অযোধ্যাও নেই।

৪| ০৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪৫

ভুয়া মফিজ বলেছেন: ব্যক্তি আক্রমণ, তোষামোদি মন্তব্য ইত্যোকার বিষয়গুলো একেকজন একেকভাবে বোঝে। চরম তোষামোদি মন্তব্য কিংবা ব্যক্তি আক্রমণ করার পর সেটা ধরিয়ে দিলেও অনেকে বোঝে না। কিছু মানুষের ক্ষেত্রে ব্রেইনের যেই অংশটা এই দুইটা বিষয় নিয়ে কাজ করে, সেখানে রক্তের সাপ্লাই কম মনে হয়। যেই কারনে ওই অংশটা পুরাপুরি ফাঙ্কশনাল না। কিছুই করার নাই। সবই কপাল!! :(

আপনার পোষ্টের শেষের প্যারাটা আমার সাথে বেশ মিলে। সবমিলিয়ে ভালো লিখেছেন, যুক্তিসঙ্গত লেখা। আপনার চিন্তাধারা বেশ স্বচ্ছ মনে হচ্ছে। :)

০৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: আরও একটা গোপন কথা বলি: আপনার পোস্ট পড়ার পর কেউ যদি বলে ভালো হয়েছে, আমি নিজে গিয়ে আবারও পড়ি। দেখি সত্যি না কি। প্রশংসা করল না কি মশকরা করল; সেটাও নিশ্চিত হই :|

৫| ০৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৫৮

জ্যাক স্মিথ বলেছেন: আপনার সাথে সহমত পোষণ করছি।

০৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ :-*

৬| ০৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ব্লগের প্রাণ হচ্ছে পোস্ট। আর পোস্টের প্রাণ হচ্ছে মন্তব্য।

০৭ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সহমত।

৭| ০৭ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:০২

শূন্য সারমর্ম বলেছেন:


বটগাছ, তালগাছ, কাঁঠাল গাছে ফল ধরলে নুয়ে পড়ে না।

০৭ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: Okay.

৮| ০৭ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

কামাল১৮ বলেছেন: সামাজিক ভাবে উপরে বলতে কি বুঝায়?

০৭ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: পোস্টের সঙ্গে আপনার মন্তব্যের সম্পৃক্ততা বুঝতে পারছি না।

৯| ০৭ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: মন্তব্য একটা পোস্টকে সমৃদ্ধ করতে পারে আবার পোস্টকে ডুবাতে পারে।

ব্লগে যেহেতু লেখক এবং পাঠকের যোগাযোগের সুযোগ আছে তাই মন্তব্যের জবাব দেয়াটা একটা সৌজন্যের মধ্যে পড়ে। মন্তব্যের উত্তর দেয়ার ইচ্ছা না থাকলে সেক্ষেত্রে পোস্টে মন্তব্য বন্ধ করে রাখা উচিত।

০৭ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: মন্তব্য একটা পোস্টকে সমৃদ্ধ করতে পারে আবার পোস্টকে ডুবাতে পারে। হ্যাঁ, ভালো একটা দলবেঁধে হামলা চালালে এমনটা হতেই পারে।

এখন অবশ্য এই প্রবণতা কমে গেছে। মোটামুটি সবাই উত্তর দেওয়ার চেষ্টা করে। আগে করত না অনেকেই। এমনকি বেছে বেছে উত্তর দিত।

১০| ০৭ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

ঢাবিয়ান বলেছেন: সাড়ে চুয়াত্তর বলেছেন: মন্তব্য একটা পোস্টকে সমৃদ্ধ করতে পারে আবার পোস্টকে ডুবাতে পারে।

একমত

০৭ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: সহনশীলতা কমে গেছে লোকজনের মধ্যে। যে যাকে পারে আক্রমন করে বসে।

১১| ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ২:৩৪

কামাল১৮ বলেছেন: ২নং মন্তব্যের প্রতি উত্তরে আপনি লিখেছেন।আপনি যেহেতু লিখেছেন তাই আপনাকে প্রশ্ন করা।

০৮ ই এপ্রিল, ২০২৩ ভোর ৫:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ওহ। সামাজিকভাবে উপরে বলতে সামাজিক অবস্থান শক্ত বলতে চেয়েছি। প্রতিষ্ঠিত একজন, লোকজন শ্রদ্ধাভক্তি করে, বিদ্বান, টাকা-পয়সাও কম নেই অথচ চালচলনে কোনো দাম্ভিকতা নেই- এমনকিছু আর কী।

১২| ০৮ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:২৮

কামাল১৮ বলেছেন: চোরদেরই এখন শ্রদ্ধাভক্তি বেশি করে।তারাই মন্ত্রী মিনিষ্টার চেয়ারম্যান মেম্বার।তাদেরই টাকা পয়সা বেশি আছে।

০৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার মন্তব্যও তাদের নিয়ে না।

১৩| ০৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:০২

রানার ব্লগ বলেছেন: ব্লগ দিনে দিনে ফেইবুকের মতো খামচা খামচির জায়গা হয়ে যাচ্ছে ।

০৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: দেখা যায় খামচাখামচিতে বয়োজ্যেষ্ঠরা কনিষ্ঠদের হারিয়ে দিচ্ছে।

১৪| ০৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪৭

রানার ব্লগ বলেছেন: এটাই তো স্বাভাবিক তাই নয় কি ? বুড়া মহিষ কেবল জানে কোন জলার কাদায় পা দিতে নাই ।

০৮ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: তা বটে।

১৫| ০৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: দীর্ঘদিন ধরে ব্লগে আছি। তাই অনেক কিছু বুঝি। জানি।
এই সামুতে মন খুলে সত্য মন্তব্য করলে ব্যানে থাকতে হয়। এটাই বাস্তবতা।

০৮ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: যা বলার, তথ্যপ্রমাণসহ বলুন। মনে হয় না কোনো সমস্যা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.