![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে দেখার নেশা পেয়ে বসেছে —
সকাল-সন্ধে, দুপুর-বিকেল, রাত-দিন, নিদ্রা-জাগরণ,
শুধু তোমার মুখচ্ছবি অন্ধ করে রেখেছে আমায়।
তোমার অবিশ্বাস ভেঙে চুরমার করেছে আমার আকাঙ্ক্ষা,
তোমার কাছে ওসব—
“ঘোর কেটে গেলে কবিতার কিছু শব্দমালা।”
সংসারের ধর্মে চিন্তার...
তার চোখে চোখ রাখা দায়, ধসে পড়ে হিমালয়,
প্লাবনে ভেসে যায় মন, সিন্দুকে রাখা কারণ—
কবিতা লেখা বারণ।
ওষ্ঠে জেগে ওঠে ভেসুভিয়াস, ভলকানিক ছাই,
পম্পেই তলে গলিত লাভার দৃঢ় উচ্চারণ—
কবিতা লেখা বারণ।
অলিখিত কবিতার শেষ...
যখন মনে হবে— স্বাধীন বাংলা স্বাধীন আর নাই,
ঠিক তখনই, জুলাই, তোমাকেই চাই।
প্রিয় ছত্রিশে জুলাই, তোমার তুলনা নাই,
তোমার জঠরে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পাই।
আর কত লাল চাই বাংলার পতাকায়?
বারবার হাতছাড়া কেন হয়ে...
সবাই চলে গেছে যে যার পথে,
পৌঁছে গেছে বাড়ি।
আমি চলি উল্টো রথে,
ক্ষণে ক্ষণে দাঁড়ি।
সবাই গেছে ঘুমে মধ্যরাতে,
জানালার পাশে ফুল–জোছনার গান।
আমার কেন ঘুম আসে না, ঘুম আসে না,
চঞ্চল হয়ে ওঠে প্রাণ।
কেন পড়ে...
১.
আগুন চোখে তাকালে যে
বন পুড়ে যায় দাবানলে।
কাহার আছে সাধ্য এমন—
নেভায় আগুন নয়ন জলে?
এমন চোখে তাকিও না
সূর্যমুখী ফুলের মতো,
সূর্যের চোখে চোখ রাঙিয়ে
ধার ধরেনা পোড়ার ক্ষত।
ঠোঁটের কোণে হাসলে কেন?
তুচ্ছতা কী জমেছে ঢের?
লজ্জাবতী...
১
অনেক দিন ভাবি—তোমাকে কিছু দিই।
কী দেব? গলার হার? কানের দুল? আংটি?
সামর্থ্য হয়ে ওঠে না—কবিতা কিংবা গান?
লেখার সাধ্যই বা কই!
কী দিই তোমাকে?
হাতে কিছুই নেই—
একমাত্র নিজেকে দেওয়া ছাড়া আর কিছুই নেই।
আমাকে নেবে...
ধরতে ধরতে হয়না ধরা,
ফসকে গেল শেষে।
মান-অভিমান দিলাম ঝেড়ে,
তোমার কাছে এসে।
ঠকতে ঠকতে যায়নি ঠেকা,
অতলে গেলাম ভেসে।
ধূলির মতো জীবন হেসে যায়,
তোমায় ভালোবেসে।
কত শতবার পাশ কেটে যাই,
অবহেলার মন ঠেসে।
হোঁচট খেলেই ফের...
চাইলে তুমি ভাল বাসতে পার আমাকে
যদি হাতে কোন কাজ না থাকে।
চাইলে তুমি হাসাতে পারো নিজেকে
যদি ভাল বাসো আমাকে।
চাইলে তুমি ভাসাতে পারো আমাকে
মহাশূণ্যে কিংবা উত্তাল সাগরে
যদি গ্রহণ কর...
গত বৃহষ্পতিবার রাতে আমাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। সময় তখন রাত চারটা। আমি অপিষ থেকে এসে সেহরীর খাবার আয়োজন করছিলাম। তখনই সরওয়ার এবং আরো তিনজন রুমে ঢুকে আমাকে তাদের...
নটা নট নটনটি
ফটা ফট চটপটি
জটা জট বটবটি
ঘটা ঘট ঘটঘটি।
হালি দশ ঠসঠস
মালি বশ খসখস
খালি রশ ফসফস
তালি ধ্বস কষকষ।
তারে নারে ধাপ্পা
হাড়ে ঘাড়ে তাপ্পা
ছাড়ে মারে ছাপ্পা
নারে চারে পাপ্পা।
সিগারেট খাবি খা
দাতটা কেন মাজলিনা
গোসল করলে ক্ষতি কি?
সেটাওতো বললিনা।
গন্ধ শরীর টেকা দায়
মাছি পোকায় ভনভন
নিলামে কেউ দর হাকায়না
দায়টা কার? কে দোষমন?
সিগারেট খাবি খা
গোসলটাও কর
দাতের ব্রাশ করেই তবে
গন্ধ বিনে মর।
গল্প বলা শেষ হলে অল্প কথা বাকি,
বললে তুমি— "আজকে থাকুক, অল্প তুলে রাখি।"
বইয়ের ভাঁজে পৃষ্ঠা খুলে, দেখো অন্য ভাষা,
হাতের লেখা শব্দগুলো বুঝবে মনের আশা।
কি লিখেছি জানতে চেয়ে নিলে উল্টো বাঁক,
বললে...
দুচোখে ঘৃণা দেখে প্রেমকে বলেছি না,
তুমি বললে— যে চোখ তোমার নয়, তার দায় নেবেনা।
তারপর তোমার চোখে ডুব দিয়েছি, তল পাইনি শেষে,
তুমি বললে— হাল ছেড়ো না, দারুণ ভালোবেসে।
সাঁতরে গেলাম, তীর মেলেনা,...
অনেকগুলো জুতা আমার,
কোনো কালে ছিল না।
একটা জুতা গালের লিখন,
বলল—"কভু ভুল না!"
সেই থেকে জুতা আমার
ভয়ের এমন ধরণ,
দুই জুতাতে পদযুগল,
এক জুতাতে মরণ।
ভুলিনি আমি, ভুলবো কেমন?
ভুলে থাকা দায়!
ঘুমের মাঝে জুতার মালিক
বলল—"কাছে আয়!"
যাব কি...
সাধ্য তো নেই আমার,
একটু জায়গা মন তোমার—
তাতে কী?
তোমার তো নেই অভাব,
ফেলে দেওয়াই স্বভাব—
তা তো জানি!
ছুড়েই না হয় দিও তবে,
শান্ত্বনাটুকু রবে,
ছুঁতে দিও একটুখানি।
©somewhere in net ltd.