![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রেমের শহরে
ঘড়ির কাঁটাগুলো দ্রুতবেগে চলে।
পায়ে লেপ্টে যাওয়া ধুলিকণা বয়ে নিয়ে,
ফিরে চলি দূরের পথে।
আমার সময় ঘড়ি,
এক মায়াবী আঁচলে বাঁধা পড়ে,
থমকে দাঁড়ায়।
প্রেমিকার শহর ছেড়ে বেরিয়ে পড়ি আমি,
সময় আটকে যায় নীলার কাঁজল...
নীলা,
আজকাল দূরত্বে তুমি কেমন পুড়ছো?
তুমিও কি ঠিক আমার মতোই?
বইয়ের ভাঁজ খুলে লুকিয়ে ফেলো এক আসমান দূরত্বের শূন্যতা ভেদ করা দীর্ঘশ্বাস?
তোমার বাড়ি ফেরবার পথ জুড়ে চোখে চোখে খোঁজো আমায়?
আমি যেমন দোতালা...
একদিন এস্টাব্লিস না হওয়া ছেলেটার জন্য তুমি কাঁদবে।
তোমার দামী চাকুরে বর ক্লান্ত হয়ে হয়ে ফিরে,
হুইস্কির পেগে চুমুক দিয়ে পাশ ফিরে ঘুমিয়ে যাবে।
তুমি সেদিন খুব কাঁদবে।
মনে পরে যাবে,
তোমার সাথে কথা...
তুমি ভালোবাসনি বললেই নেমে আসতো অন্ধকার।
তোমায় দেবো বলে খুব যত্নে তুলে রাখা ফুল গুলো শুকিয়ে যেত নিমেষেই।
বিচ্ছেদের এক কঠিন বেড়াজাল বেঁধে ফেলতো আমায়।
তুমি ভালোবাসনি বললেই,
আমার সব কিছুই এলোমেলো হতো!
কবিতার খাতা...
প্রিয় নীলা,
আজকাল আমি আর অভিমান ভাঙ্গাতে পারি না।
আমি বড্ড পুরোনো হয়ে গেছি।
আমার কথায় আমার কাব্যে আজকাল ঘুণ ধরে গেছে খুব।
তোমার প্রিয় অভিমান ভাঙ্গা কবিতা লিখতে গিয়ে আজ আমার ডায়েরিতে লেখা...
শেষ যেদিন ঢংঢং করে ঘন্টা বাজছিল,
মনে হচ্ছিল কি যেন নেই,
কি যেন একটা নেই!
কাছের বন্ধুগুলো কেঁদেছিলো খুব।
আমি সেদিন কিছুই বুঝে উঠিনি!
আজ স্কুল বারান্দায় পা ফেলে,
আমি ঠিক বুঝে গেছি!
এই স্কুল বারান্দার আমি,
আর...
এই শহরের প্রতি বর্ষায় আমি প্রেমে পরি,
আমি প্রেমে পরি এক জোড়া কাজল চোখের।
ঠিক সন্ধ্যা বেলায় ঝুম বৃষ্টি হলে,
আমি দাঁড়িয়ে যাই নীল জানলায়।
আমায় অমন ভিজতে দেখে রেগে যাও তুমি,
ঠিক তখনি রাগ...
নীলা,
ভিন্ন শহরে আজ আমার রাত বলেই হয়তো
পাগলামী করে একটু কাছে আছি এই সান্তনায়
তোমার বাসার নিচে দাঁড়িয়ে সকাল আসে না।
তোমার নীল আ্যালুমিনিয়াম জানালায় উঁকিঝুঁকি দেয়া হয়
না হয়না আমার।
১০৪ ডিগ্রি উষ্ণতায়...
প্রিয় বৃষ্টি!
তুমি বড্ড বেশি গোলমেলে।
আমার শত কাঠখড় পোড়ানো ব্যস্ত দিনের শেষে!
একরাশ অভিমান ভরা রাতটাও তুমি ছেড়ে কথা বলো না!
ঠিক মনে পড়িয়ে দাও,
প্রথম কৈশোরে ঠিক কবে,
কোন ক্ষণে চুমু একেঁছি প্রেমিকার বাম...
আজকাল ঠিক বিকেলবেলায়
আমি হারিয়ে যাই দূরন্ত কৈশোরে,
এক কিশোরী কালো চোখ আমায় খুব করে ডাকে।
কবে ঠিক কতো বৎসর পূর্বে সেই চোখে ডুবে গেছি মনে নেই।
আমার সমস্ত প্রানচঞ্চলতা থমকে গিয়েছিল কিশোরীর...
আমি নতুন একটা কবিতা লিখতে চাই,
একদম তুমি বিহীন একটা কবিতা।
এ শহরের প্রতিটা জানালা গল্প বলে,
সেই গল্পের কিছুটা স্পর্শ পেতে চাই।
আমি নতুন একটা গল্প লিখতে চাই,
যে গল্পে তোর কোন অস্তিত্ব নেই।
খুব...
©somewhere in net ltd.