![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বছরের প্রথম বৃষ্টি দেখেছিল দু\'জোড়া তৃষিত চোখ
আবেগের মুর্ছনায় কত কি ভেবেছে ওরা; ভেবেছিল
কি ? পরবর্তী কোন বর্ষায় ভেজা দুটি হাত, লজ্জায় লাল
সেই শিহরন ! যা সম্পূর্ন নতুন, অচেনা অথচ বাস্তবতার...
কালো, নিকষ, নিঃসঙ্গ রাতগুলি আমি দেখি
কি অসম্ভব নির্জনতায় !
নিঃসঙ্গ একাকী সেই কুয়াশা ঘেরা রাত
অনন্ত সেই আঁধার, আলিঙ্গনে আঁকড়ে ধরে
আমি ডুবে যাই সেই নিকষ রাতের গহীনে ।
হঠাৎ চিৎকার দিয়ে কান্না করে...
জমানো প্রেম, ভালবাসা উপচে পড়ার সময়,
আমি তোমার শূন্যস্থান পূরন করতে চাই ।
নিমন্ত্রন দিও শীতের রুক্ষতায়,
গরম চাদরের উষ্ণতায় তোমার
শুষ্ক ঠোঁটের পরিধি মাপতে চাই ।
হাতে হাত নিয়ে তোমার; মিলিয়ে
পায়ে -পা, দু\'পা...
দুইশো বছর পরে ফিরে দেখ
ভূলিনি তোমার উষ্ণ ঠোঁটের চুম্বন
পথের বাঁকে বাস স্টপেজে দাঁড়িয়ে থেকো
বৃষ্টির ছাঁটে দেখব তোমার চুলের আলোড়ন ।
এক জীবনের শেষে, আবার জন্ম নিও
তৃষিত চোখে দেখব পেটের কালো তিল
ক্যালেন্ডারের...
ভরা বর্ষার প\'রে স্নিগ্ধতায় ভেজা গুল্মলতার মত
তোমার কোমল-নরম-পেলব হাতের আঙুল - ছুঁয়ে দেখতে চাই
ভোরের শিশির সিক্ত ঘাসের ডগার মত
একবার তোমার চোখের পাপড়ি - ছুঁয়ে দেখতে চাই ।
সমুদ্রের অতল গভীরতার...
আমি তোমার শেষ দেখা সেই চোখের দৃষ্টি
ভীত হরিনীর মত নয়, তবু অপলক সেই চোখ !
একবার, শুধু একবার ছুঁয়ে দেখতে চাই।
তোমার চোখে আঁকা কজলের নকশা, অতৃপ্ততার
আঁচলে জড়ানো সে কি মায়ার দৃষ্টি...
ভুলে গেছি যা ছিল স্মৃতি প্রকৃ্তির অবহেলায়
ক্যালেন্ডারের পৃষ্ঠাগুলো শুধু দেয়ালেই মিশে রয় ।
ভুলে গেছি আজ তুমি তুমি তুমি বলে কেউ নেই
গান-কবিতা, উপন্যাসে আছে তুমিটা ছাড়া সবই ।
মন অতীত ভুলেছে, খুব...
একটাই চাওয়া, একটা রাত তুই আমার সাথে থাক
সে রাতে মোর চোখের সব - অশ্রু মুছে যাক ।
বালিকারা বুঝি এটাই ভাবে, "দিয়েছি একটা ধোঁকা"
পৃথিবীর সব বালকরাই বুঝি আমার মত হয় বোকা...
©somewhere in net ltd.