নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

সকল পোস্টঃ

সনেট-৮- কাল মেঘ গেছে ছেয়ে

৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২২



শুনশান এ পৃথিবীতে কান্নার ঢল-
লহুর লালচে বানে ভেসেছে জঠর,
বন্দিনী কেঁদেছে একা গহীনে অতল,
রক্তশূন্য দেহ, রক্তাভ অক্ষিকোঠর।
নিজ সন্তান খেলেছে নিয়ে মরণাস্ত্র,
ইতিহাস ছুঁড়ে হাতে যুদ্ধ অগ্নি গোলা,
ভুলেছে জীবন-গান, বেদ-পুঁথি-শাস্ত্র,
মনে তার...

মন্তব্য৮ টি রেটিং+২

সনেট- ৭ - ফেনিল রাতভোর

২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬




সাগরিকার বিস্তৃত বুক মেখে রয়
এই অবিরাম ছুটে চলা তারাপথ,
লাল নীল শতরঞ্জি রঙ স্বপ্নময়,
উতলা ঢেঊ, বুকের চুম্বন শপথ।
উড়ন্ত পাখিদের কত বিবাগী ক্ষণ,
সুখ কেটে গেছে তার অধর ছুঁয়ে,
বিনিদ্র...

মন্তব্য১৮ টি রেটিং+৬

ব্যবচ্ছেদ - ৪ - ভাঙবে আঁধার কালোর

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৪




রাতের আঁধার বলে খিলখিল হাসি
এই উদাসী রাতে কভু আসবে না শশী,
বাতায়নে হাসবে না নিরন্তর সে,
ধন্য ধরার মাঝে হাসি ছড়িয়ে যে।
রাতের নিবাস তাই পুরু কালো ঢেকে,
অন্তর বলয় ঘেসে, ঘন...

মন্তব্য৬৬ টি রেটিং+১৪

জলকাব্য -১৫ - অব্যক্ত কিছুকথা

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৭



আমার অতল জলে বোনা এই সমুদ্রপ্রেম গাঁথা,
কেউ বলেছে প্রেম যেন শুধু বিরহী পদ্মপাতা।
কেউ বলেছে শব্দজালে এলোমেলো কবি মন,
কেউ দেখেছে অক্ষর মালা দেখেনি সিন্ধু ধন।

এলিটা,
কিছুকথা ছিল যা
সমুদ্রজলের বুকে লালচে...

মন্তব্য৯০ টি রেটিং+১২

জলকাব্য - ১৪ - জয় হোক

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২১



বুকের সমুদ্র খোলে এঁকেছি লালটিপ
সূর্যের হাসি ছুঁয়ে অচিন পাখির ডানায়
রৌদ্র ঝিলিক-
তুমি উড়ে যাও গাঙচিল প্রসারিত
দু-বাহুডোর খুলে দূর আকাশের আলপনা
মেখে বাহারি রঙিন,
আগন্তুক মেঘের টানে সুনীল ছুঁয়ে
ডানায় গেঁথে যাও ফাগুনের...

মন্তব্য৫৪ টি রেটিং+১২

ডম্বরু - ২ - ষোড়শীর নীড়

০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৬




বয়স বেড়েছে তার,
হবে হয়ত শত কোটি বছর।
তবুও ষোড়শী কন্যার মতই জেল্লা,
দেখি চির সবুজের নাটাল, কোথাও
এঞ্জেল গুয়াংজু নায়াগ্রার জল আধার!
রহস্যঘেরা সমুদ্র নাভিকূপ মাঝে নাবিকের
ঘন কুহেলী রাত ধাঁধার।

কোথাও দেখি...

মন্তব্য৫১ টি রেটিং+১৬

ডম্বরু -১- শেফালিদের বাষ্পায়ন

০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪২



অংগার
অজস্র বুক পুড়ে যায় বেদনার
জলে অশ্রুত নিরালায়-
জানালার পাশে, ডালিমের ডালে,
ফুলে ফুলে, পাতায় পাতায়।
রক্তজবার চোখে ঘোলাটে পুকুরপাড়ের
রক্তজবার হাসি,
যেন রক্তাম্বর ধিঙ্গী দিগন্ত শীতলা
হয়ে আরো মেলেছে মুখ-
শুষে নিতে আগুনবরণার সবটুকু...

মন্তব্য৩৬ টি রেটিং+৭

ক্রীতদাসের হাসি

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১:৫০



এলিটা, জানি তোমার আকাশে
বদলে গেছে মেঘেদের রঙ,
সমুদ্র হাসি ভুলে-
উদারনীতির বক্ষঃস্থলে
নিয়েছ সূর্যদেবের প্রেম, কিংশুকফুল।
আগুনের ফুলকি মেখে ঠোঁটের পেয়ালায়
শাশ্বত মেহগনি আভাষ!

আর ঠিক তার প্রখর রোদের নিচে
পুড়ে গেছে কত...

মন্তব্য৬০ টি রেটিং+১৩

বিজয়ের অনুভবে

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩০



জননী, আমার গর্বিতা জননী,
দেখ তোমার ছেলের লহু জননী,
গড়িয়ে লাল এই মাটির বুকে,
তোমার গৌরব তুলে ধরতে
তারা জেগেছে শান্তির চিরহরিৎ মুখে।

ভুলেছে জোছনাস্নাত চাঁদনী রাতের ফোয়ারা,
গায়ে মেখে কত রক্ত, ঘাম,বুলেট,
পাহারারত বিনিদ্র...

মন্তব্য৯০ টি রেটিং+১৩

জলকাব্য - ১৩ - ড্রিম লিফস

২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪০



একাকিত্ব

প্রত্যুষ নেমে আসে মনে জল
আধাঁরের চাবুক হাতে,
একাকিত্ব সুনামীর ঢলে,
অজস্র কালোজল মেখে দিঘীদের বুকে,
বলে ভালবাসি ভালবাসি,
প্রিয়তম প্রেম চাই, সমুদ্র প্রেম।

কিন্তু প্রেম ঘুমিয়েছিল দিবসে গভীরতায়,
শুনসান গলি হয়ে, উদাসী বাতায়ন খুলে-
নিশীথ...

মন্তব্য৭৫ টি রেটিং+১৩

জলকাব্য - ১২ - জল ও সমুদ্র

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৪



যে জল কে ভালবেসেছি সমুদ্র বুকে,
প্রশ্ন তাকে ঘিরে, তাকে ঘিরে,
কতটুকু বিশালত্ব ধারণ করলে
বোনা যায় জল প্রেম, জল প্রেম?
কত দিন রাত জেগে ভূমিকে ছুঁয়ে দিলে,
গোনা যায়, ঢেউ কর, ঢেউ...

মন্তব্য৬৮ টি রেটিং+১২

জলকাব্য-১১- বহুমাত্রিক সমুদ্রবিম্ব

২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২



বিরহ
সমুদ্র কখনো এক বিরহী মেয়ে,
চঞ্চল ঢেউয়ে মাইলের পর মাইল ছেয়ে
সুদীর্ঘ নিঃশ্বাস, বাতাস হাপরে ফুলে ওঠা বুক,
খোঁজে প্রেমিকের আলিঙ্গন উচ্ছাস!
অজস্র সুসজ্জিত ঝাউগাছ নীড়ে জোছনার স্নানে রুপোলি রাতের সৈকত...

মন্তব্য৫৪ টি রেটিং+৯

জলকাব্য-১০- প্রেম ফুরোবে বলে

২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৯



প্রেম ফুরোবে বলে মরা গাঙ শুকালে
নারিকেলের ঝিরিঝিরি পাতায়,
অজস্র ঢেঊ ভেঙে ছেঁড়া পাল মাস্তুল
মাঝি এই টুকরো পেনিনসুলায়।
এমনি করে বয়ে নিতে নির্মম রাত,
চন্দ্রিমা জানে কত সয়েছি আঘাত।
একাকী নির্জন রাতের...

মন্তব্য৫২ টি রেটিং+৮

১০০ + পোষ্টঃ প্রিয় সহব্লগার ও ব্লগ

২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৩৯



ব্লগে লেখালেখি করার ইচ্ছেটা মূলত কবিতার হাত ধরে। ভেবেছিলাম প্রবন্ধ, রম্য, গল্প ফানি কিছু লেখব কিন্তু শেষ পর্যন্ত কবিতার জয় হল। এ পর্যন্ত যে বিশাল কিছু করেছি তা নয়।...

মন্তব্য১২৩ টি রেটিং+২১

জলকাব্য -৯- হতে চেয়েছিল সমুদ্র বুকের অনল

১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:১৮



পাহাড়ের শিশির জলে ভেসে..
বাঁধভাঙা জোয়ার প্লাবিত দুকূল,
থইথই বানে পদ্মা মেঘনা বেয়ে..
সাগর মোহনার মিলন বাসরে..
আমি হতে চেয়েছিলাম..
দুরন্ত ইরাবতীর ডানা।
অজস্র ঝাউবন ফেলে,
যে পথ তোমার সমুদ্র বুকে-
সেই বনের আঁচলে -
হতে চেয়েছি...

মন্তব্য৪৮ টি রেটিং+১৩

১০১১১২১৩>> ›

full version

©somewhere in net ltd.