নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

সকল পোস্টঃ

নীলাম্বরী - ২

০১ লা জুলাই, ২০১৭ রাত ৮:৫৩





আমার বক্ষপটে যে পূর্ণিমা লুকোনো
ধূসরিত মেঘ কোলে চন্দ্র নিবেদন~
দুর্গম দুর্গ পেরিয়ে সাধনার ধন,
বেজে উঠে তার আপনালয়ে
পবিত্র প্রেম স্পন্দন|
সুরালোক হতে আপনা হৃদয় মাঝে
থেকে থেকে যার সুর ঝংকার...

মন্তব্য৬৮ টি রেটিং+১৭

নীলাম্বরী -১

২৭ শে জুন, ২০১৭ রাত ২:৩৭





নীল জোছনার মতই রূপ সুধাময়
দীপ্ত দীপক কাদম্বিনী তলে~
থইথই মাঝিমাল্লার প্রেম
নাচে শীর্ষ দুলে দুলে;
হাসিছে খলখল
মুক্তোদানা মেলে~
বাতাসের দিকে দিকে
মধুসুরে গাইছে ঊষার লগ্নে
নীলাভ মিষ্টি মেঘে সকালের গান~
ঝরনার বুক ছুঁয়ে...

মন্তব্য৭৫ টি রেটিং+১৬

ব্যবচ্ছেদ -১২- ফেরারি

২১ শে জুন, ২০১৭ রাত ১২:৪০




আজ হয়ত নেই কিছু আর পেছনে ফেরার~
বেআইনি ভালবাসা ফুল মিশে গেছে
বুনো লতাপাতার ঘন তল্লাটে~
গহীনে গাঢ়া অন্ধকার অতলে
ঝাঁক ঝাঁক মাধুকরীদের
বিষাদ গানে ছেয়ে গেছে তাই আম্রকানন;
সফেদি গন্ধরাজের অবদমিত জলকণা;
কর্পূর ধোঁয়ায় বিশুদ্ধি...

মন্তব্য৪২ টি রেটিং+১০

ব্যবচ্ছেদ -১১- বার্ন ইন হেল

১৯ শে জুন, ২০১৭ রাত ৮:৪৬




বয়ে যাও হে দহন পবন; শতাব্দীকাল দাবানল
বয়ে যাও শতগুণ হয়ে সাব্যসাচী লৌকিকতায়
নেচে যাও শতদ্রু বাস্তবতায়-
আর অনাচার ফুঁড়ে হোক পাক
এই জাহান্নামীদের বুকে বুকে,
মুক্ত কর মানব যত মরছে যারা ধুঁকে...

মন্তব্য৬২ টি রেটিং+৯

বিশ্ব পরিবেশ দিবস ও আমার দুটি উপলব্ধি

০৬ ই জুন, ২০১৭ রাত ১:২৯



মহাত্মা গান্ধী বলেছিলেন-Earth provide many things to satisfy every human\'s need; not every human\'s greed. কথাটি আমি মনে প্রাণে বিশ্বাস করি। কেন করি তার বিষদ কিছু বলব না। শুধু অল্প...

মন্তব্য৫৫ টি রেটিং+১০

ব্যবচ্ছেদ -১০- ডার্কনেস অব হার্ট

০১ লা জুন, ২০১৭ রাত ১০:২৫




এই দিবাগত রাতের হুতুম
ঘড়ির কাঁটায় চেপে ধরেছে
চেনা পথের বেনামি জগদ্দল পাথর।
গতি নেই শিশুতোষ লাটিমের ঘুর্ণন পথে-
থমকে থাকা স্নায়ুর কানে
কত রূপকথা গানপাখি,
ডালে ডালে কত ঘুম পাড়ানিয়া গান;
রাত এসেছে...

মন্তব্য৪৭ টি রেটিং+১৩

ব্যবচ্ছেদ -৯- শেকড়-বন্ধন

৩১ শে মে, ২০১৭ রাত ২:০১



মনের নিবিড় গলিতে দেখছি তোমায়
একেলা এক নির্জন বিরানভূমে-
দিনক্ষণ যায় সবি বদলায়,
হৃদয় রয়েছে তোমার চরণ চুমে!




আজ সময়ের বানে দেখি অনবরত
নিয়ম করে কত সূর্য ঢলে,
কত চেনা শহর রঙ...

মন্তব্য৫৬ টি রেটিং+১১

ছবিব্লগ -১- হে হংস বলাকা......

১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:১৭



হে হংস-বলাকা,
ঝঞ্ঝা-মদরসে মত্ত তোমাদের পাখা
রাশি রাশি আনন্দের অট্টহাসে
বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে.......
-রবী বাবু (বলাকা)


কবিগুরুর বলাকা কবিতাটি পড়েই ভাবলাম হংস সে কবি মনে এত দাগ কেটে গেল কেন? কারণ...

মন্তব্য৬৬ টি রেটিং+১৩

জলকাব্য -১৮- জলপরশ

১৩ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৪




যখনি দেখেছি বিশুদ্ধ জলের বুকে
ফিনফিনে বাতাসের প্রেম,
প্রশস্ততা মেপেছি তার চোখের তারায়।
কি অপার্থিব রূপের মোহ,
বয়ে যায়, ঝরে যায়-
মাঠঘাট হয়ে
শুষ্কহৃদয় মরুত,
আজ তৃপ্ত শীতল বারিধারায়।

উদার সে মোলায়েম বুকের প্রান্ত চূড়ায়,
ঘন গহীন মনের...

মন্তব্য৪৬ টি রেটিং+১৪

ব্যবচ্ছেদ - ৮ - এই এলোমেলো রাতের মতই

০৩ রা মে, ২০১৭ রাত ২:৩২





এই এলোমেলো রাতের মতই
আমার কবিতাগুলো বড্ড এলোমেলো;
যেন কালবৈশাখীর ফনায় নেচে নেচে ওঠে;
বাধা মানে না; খেমটা ঘুর্নির পাকে
চক্র; কি চক্র!
অন্ধকার, কি অন্ধকার!


বিশ্বাস করো এলিটা, আমি এলোমেলো হতে...

মন্তব্য৫৪ টি রেটিং+৮

সেতুবন্ধ হাসি

২৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:১৯



কতটা পথ পাড়ি দিলে এই জল হবে পথ?
কতটুকু সাঁতারে ভেসে হবে এর শেষ?
কতবার নাও বেয়ে মাঝিমাল্লার পাবে
একরত্তি জল?

কত আয়োজন চললে
নদী খুঁজে পাবে আরো কিছু জল,
হাল খুঁজে পাবে আরো...

মন্তব্য৪০ টি রেটিং+১২

ব্যবচ্ছেদ -৭- বোকাটে ক্রীতদাস

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭



কিছু শব্দমালা যা থেকে যায় অচ্ছুৎ
মনস্রোতের নিভৃত বালুচর হয়ে,
তাতে জন্মায় কত কাশফুল নিয়ম করে-
এক শরৎ নীলের নীচে আরেক শরৎ।
এভাবেই কত না শতাব্দী ধরে চাপা
পড়া পলিতে কখনো সে হয়...

মন্তব্য৮৮ টি রেটিং+১৮

জলকাব্য- ১৭- পেনিনসুলা সুখ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৫



শাশ্বত কিছুই থাকে না হৃদয় মাঝে,
জলের মতই স্বচ্ছতা চারিদিক,
তবুও সমুদ্র বুকেপিঠে সে
জমে যায়, বয়ে যায়, ফুঁসে ওঠে,
একসমুদ্র মাঝে শুধুই অন্য মহাসমুদ্র জলখেলা।
আর তা দেখে অনেকেই বলেছে-
কতই না মোহন্ত মোহনার...

মন্তব্য২৪ টি রেটিং+৫

ব্যবচ্ছেদ -৬- ওরা হারিয়ে যায় ধীরে

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০২




নদী তো চলে গেছে সুদূরতার পানে
পাখিরাও ডানা মেলে মধ্যখানে-
কাশফুল ছেয়ে গেছে শরতের টানে,
তবুও ভুরুখানি খোঁজেনি কভু
স্বচ্ছজলটুকু ছাড়া একফোঁটা
স্নিগ্ধ কবিতার রঙ, উচ্চরব।
তাই গাঙচিল উড়ে গেছে,
সূর্যটা ডুবে গেছে,
কুয়াশাটা ছেয়ে গেছে।...

মন্তব্য৪২ টি রেটিং+৬

ব্যবচ্ছেদ -৫- কবিতা তাই যা দেখি...

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২




কবিতা তাই যা মনে ভেসে ওঠে
ভরা দিঘিজলে ঘাই মারা মাছেদের মত,
ছুপছাপ করে।
কবিতা তাই যা কখনো জলের বুকে
সদ্যজোড়া রাজহাঁস, পানকৌড়ি ডানা,
অজস্র শাপলা শালুক আর ফুটন্ত কচুরিপানা।

আবার, কবিতা তাই...

মন্তব্য২৬ টি রেটিং+৩

১০১১১২>> ›

full version

©somewhere in net ltd.