| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার খা খা করা
হৃদয় জমিন
ভিজে গেল হটাৎ বৃষ্টিতে,
হৃদয় হলো চির সজীব
সম্মত দৃষ্টিতে।
পালালো সব কষ্টগুলো
শত সুখ ষষ্টিতে।
হারিয়ে গেল দু’ ফোঁটা অশ্রু
সেই হটাৎ বৃষ্টিতে।
যে অশ্রু দুঃখের নয়...
নির্জন প্রভাতে-
ঘুমন্তদের ঘুম ভাঙ্গাতে
ডাক দিয়ে যায় পাখি,
মেলে দিয়ে যায় আঁখি।
শুনিয়ে যায়-
সার্থক জীবনের বন্দনা,
যেন সে আর বসে থাকে না।
দূর পূর্বাকাশে-
উঠে লাল সূর্য্য,
মোদের জীবনে এনে দিয়ে...
এরই নামকি জীবন-
প্রতিদিন কাঙ্খিত গন্তব্যে না গিয়ে
আবার অতীত অভিমুখে প্রত্যাবর্তন।
এরই নামকি জীবন-
প্রতিদিন যাচিত চাওয়াকে না পেয়ে
অযাচিত এক বুক হতাসা নিয়ে
নিদারুণ দুঃখের সাগরে অবগাহন।
এরই নামকি জীবন?
নীরব নির্জন বা তিরোধান স্বপনে
অচল জলধি কিংবা সচল জলে
এই প্রণোদিত জীবনের প্রতিপলে
অযাচিত কষ্ট নিস্পলোক আস্ফালনে
ধরায় যতবার তাকায় মুখ তুলে
কিছুনয়, শুধুই তোমাকে পড়ে মনে
শুনি তোমার পদধ্বনি নিতি পবনে
ভাবি...
ভুলোক ভুলিয়া যবে
দেখিব তব আলোক,
তবেই কাটিবে মোর
যত ভয়, যত শোক।
আপন অন্তকরণ, যেন করিয়াছে গ্রহণ
মহীর মোহ জোঁক।
যা করিতেছে নষ্যাত; সব
শাশ্বত পরোলোক।
যবে হব বশীভূত-
তোমারই কর্মে রত
তবে...
দিনমনি কেন তুমি
যাও ফেলে আমারে,
সারা নিশি থাকি অপেক্ষায়-...
সীমাহীন শূন্যতা
আমাকে দিয়ে,
বলনা প্রিয় তুমি...
তুমি আসিয়াছ তাই
পাখির কন্ঠে আজ এ উল্লাসিত গান,
পাদব ভরিয়াছে সবুজ পাতায়...
হৃদয়ের সব ভালবাসা দিয়ে-
শ্বাশত প্রেমকে স্বাগত জানিয়ে
তোমাকে খুব কাছে আমি পেতে চাই।...
নন্দিত নন্দিনী
নয় সে তো বন্দিনী।
নতিপতি নটবর...
জীবন, যৌবন, আশা, স্বপ্নের কথা
এখানেই শেষ।
এখানেই শেষ সকল ব্যগ্রতা...
অতীব কষ্টের মাঝ দিয়ে
হামাগুড়ি দিতে দিতে
কাঙ্খিত লক্ষ্যটাই লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল,...
নিঃশ্বাসে আজ
অবিশ্বাসের আনাগোনা,
দৃষ্টির সীমানা...
শান্তির পায়রা বেশে
শকুনের ডানা,
উঁড়ে এসে জুড়ে নিতে...
শান্তির সুবাতাস
নিয়েছে অবকাশ,
বইবে না সে এ ধরায়।...
©somewhere in net ltd.