নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
প্রতিপক্ষ কে দমিয়ে রাখার
নাম ক্ষমতা নয়-
ক্ষমতার নাম হলো অন্তরায়
অজুহাত দেখিয়ে
পাশকাটিয়ে চলে যাওয়ার নাম
মনুষ্যত্ব নয়;
মনুষ্যত্ব হলো কৃতজ্ঞতা স্বীকার
যার মধ্যে নেই-
দেখায় শুধু অনেক ক্ষমতাবান
আসলে শূন্য রান।
২১ কার্তিক ১৪৩০,...
প্রেম আছে, বললেই হবে না;
পূর্ণিমায় স্পর্শ করতে হবে-
জোনাকি আলোই জ্বলবে
সবুজ শ্যামল মাঠে দৌড়াবে!
তারপর পলাশ পাপড়ি চুম্বন-
আহা সব প্রেম পর শীত হবে;
সার্থকতা শুধু স্মৃতির মলয় চোখ
তবু প্রেম দূরত্ব হাত...
হায় রে মরার কালনিশি বয়স
তুই হামার ঘুম হারাম করলি-
এতো যোগ বিয়োগ করলাম
তবু তুই সমাধান হইলি না;
দিন গেলো মাস গেলো আর
কত বছর, তুই এমনি করলি!
কত চোখ নির্ঘুম কেটে যাচ্ছে-
অথচ তুই বুঝলি...
হারিকেন আর জ্বলে না;
ঈশ্বর কে চাওয়া জোর যার
ঈশ্বর তার; কি আর দেখব
সবই ঈশ্বর- ঈশ্বর খেলা!
ঈশ্বরের অভিশাপ এ জনমে
হবে না, এখন হারিকেন বাধে
মোবাইলে আলো জ্বলে, কি
চমৎকার জোর যার ঈশ্বর তার
বিজলি বাতির...
তুমি আগুন হতে পারো
আমি পানি হতে পারিনি
ব্যর্থতার সুর ঝরে বৃষ্টি
ছায়া মুখ দেখে না সৃষ্টি
জল কাদায় ভরে যায়-
মরুময় কি বালুচর স্মৃতি;
দূরের আকাশ, ছুঁয়ে যায়
বাতাস, এই পূর্ণিমা রাত
তবু আগুন, দেখে না ফাল্গুন
জীবন...
মেঘে মেঘে খুঁজি, আমার শূন্যতা-
উড়ে যায় গাংচিল, ভীষণ বিষন্নতা;
ছুঁয়ে যাই শুধু মাটি।
ফুল ফুটে বুকে, সুবাস নেয় কাকে
পিপড়াগুলো হেঁটে যায়, সুড়সড়ি আঙ্গিনায়
কে বা ঝরায় অঝোর বৃষ্টি;
পদধ্বনি শুনি না তার, কোন দিক...
আমার মা ডাকে না আর বাবা বলে-
আমিও মা বলে ডাকি না
দূরত্বটা খুব কাছাকাছি-
দেখা হয় না সামনা সামনি;
হবেও না আর কোন দিন!
তোমাদের মা ডাকা দেখে
হিংসা হয় না, আমার জানি
অমন করে ডেকো...
কপালে ইটের চাষ করো
ভবিষ্যতে দেওয়াল হবে!
মাংস, পোলা ভেবো না
বুক পকেট শূন্য হবে;
তার চেয়ে উড়াল দাও
শুন শুন এ বলে আকাশে না-
এই সবুজ শ্যামল মাঠে
একটু শান্তি পাবে;
ভেবে দেখো ২৪ ঘন্টায় রোজা
থাকা যায়...
রঙধনু আকাশের পথে হেঁটে
যাওয়ার চেয়ে- বর্তমানে হাঁট;
সব কিছুর গন্ধ নাকে যেনো
সাল্লি ধানের পোলা, পায়েস
আর কত কি? সবকিছু জুড়ে যাবে;
দ্রব্যের ঊর্ধ্বগতি বুঝ, বাজারে যাও
শাক সবজি চাল ডাল কিনো
এভাবে মরীচিকার গন্ধ পাবে,
তাতে...
আমজনতা তোমাদের
পেট মুখ চোখ সাময়িক বন্ধ কর
যখন বলা হবে খুল-
দেখবে তখন ফসলের মাঠ পেকেছে;
টেবিল চেয়ারে বসে খাবে!
কিসের ভয় কিসের ভাবনা ঘুম ভাঙ্গ
লাথি মার খাট, পালঙ্ক-
একটু ব্যথা লাগবেই, তাতে কি?
আমরা দেখবো...
আজকাল অহমিকার গন্ধতে
আতর কোথায় জানি হারিয়ে যাচ্ছে
খোঁজার কথা কেউ- ভাবছে না-
সবাই বিদ্বেষের ফসল ফোলাচ্ছে;
নবান্নের উঠনে কি হবে, শিমুল
না পলাশ- বুঝে উঠতে পারছি না
তবু ভয়হীন স্বপ্ন রাতের অপেক্ষায়
অন্যকিছু হবে না...
অস্ত্রধারীদের শিশু বাচ্চা নেই
গা শরীরে রক্তও বুঝি নেই-
তাই তো নির্ভীকনে অস্ত্র চালায়
চারপাশ রক্তাক্ত শিশুর আর্তনাদ
কর্ণপাত হয় না, সেখানে ঈশ্বর নেই
তাদের ধর্ম লিপিতে মায়া দয়া নেই
সবসময় অস্ত্রপাঠ করে তারা-
তাদের ধিক্কার...
রক্ত দেখতে আনন্দবোধ করি
কত ধরনের অস্ত্র ব্যবহার
হাসতে হাসতে রক্ত ঝরাই-
উপায় নাই; তবু বিবেক
নদীর স্রোত বয়- পশুত্বের
দেখি জয়- আহা মানবতা
ব্যবসার পুঁজি হাত ,পা, নখে
রক্ত লাভ নয় তো- ক্ষতি
প্রভুর চোখ...
স্বার্থের সাথে বেইমান যুক্ত
দেশপ্রেম মানে রক্ত-
নীতি নির্ধারণ শক্ত;
মিথুকের সাথে লজ্জাহীন
অশক্তি প্রেম খেলায়
হাত, পা জড়িত!
অথচ অকর্ম নাকি পবিত্র;
যাহা করি তাই ভাল-
অবাধ সুষ্ঠু ভোট ঠোঁটের বলি
আমজনতার কৃষ্ণচূড়া কলি।
৩০ আশ্বিন ১৪৩০, ১৫ অক্টোবর...
©somewhere in net ltd.