নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

সকল পোস্টঃ

আছে কেউ

১৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:০১



আজকাল অহমিকার গন্ধতে
আতর কোথায় জানি হারিয়ে যাচ্ছে
খোঁজার কথা কেউ- ভাবছে না-
সবাই বিদ্বেষের ফসল ফোলাচ্ছে;
নবান্নের উঠনে কি হবে, শিমুল
না পলাশ- বুঝে উঠতে পারছি না
তবু ভয়হীন স্বপ্ন রাতের অপেক্ষায়
অন্যকিছু হবে না...

মন্তব্য২ টি রেটিং+১

অস্ত্রভারি কান

১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৭



অস্ত্রধারীদের শিশু বাচ্চা নেই
গা শরীরে রক্তও বুঝি নেই-
তাই তো নির্ভীকনে অস্ত্র চালায়
চারপাশ রক্তাক্ত শিশুর আর্তনাদ
কর্ণপাত হয় না, সেখানে ঈশ্বর নেই
তাদের ধর্ম লিপিতে মায়া দয়া নেই
সবসময় অস্ত্রপাঠ করে তারা-
তাদের ধিক্কার...

মন্তব্য৬ টি রেটিং+১

দেখে না রক্ত

১৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:২০



রক্ত দেখতে আনন্দবোধ করি
কত ধরনের অস্ত্র ব্যবহার
হাসতে হাসতে রক্ত ঝরাই-
উপায় নাই; তবু বিবেক
নদীর স্রোত বয়- পশুত্বের
দেখি জয়- আহা মানবতা
ব্যবসার পুঁজি হাত ,পা, নখে
রক্ত লাভ নয় তো- ক্ষতি
প্রভুর চোখ...

মন্তব্য২ টি রেটিং+০

ঠোঁটের বলি

১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:২৭



স্বার্থের সাথে বেইমান যুক্ত
দেশপ্রেম মানে রক্ত-
নীতি নির্ধারণ শক্ত;
মিথুকের সাথে লজ্জাহীন
অশক্তি প্রেম খেলায়
হাত, পা জড়িত!
অথচ অকর্ম নাকি পবিত্র;
যাহা করি তাই ভাল-
অবাধ সুষ্ঠু ভোট ঠোঁটের বলি
আমজনতার কৃষ্ণচূড়া কলি।


৩০ আশ্বিন ১৪৩০, ১৫ অক্টোবর...

মন্তব্য১০ টি রেটিং+২

আপসহীন

১২ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০৬



আকাশ আজ আপসহীন-
কালো মেঘ নেই তবু বৃষ্টি;
জলতরঙ্গ দেখে ভয় নেই
সাঁতার জানে! মাঠের ফসল
সোনালি, নবান্ন শুরু হবে-
সাহস রাখো রক্ত ঝরে ঝরে
মৃত্যু একবারই, বার বার নয়
ধূসর দেখো না আর মাটি;
এখন মাটির...

মন্তব্য২ টি রেটিং+১

কুশ

১১ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩২



চোখের মধ্যে আগুন
দাঁতের ঘর্ষণে ভাব-
দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি
পেটে যায় না বেগুন;
চেয়ে দেখে আমজনতা
আর আসে না ফাল্গুন!
কত নিজেই জ্বলে পুড়ে
নেই আর হুশ- এভাবে
থাকার চেয়ে হই কুশ;


২৬ আশ্বিন ১৪৩০, ১১ অক্টোবর ২৩

মন্তব্য৮ টি রেটিং+২

রক্ত শিরায়

১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:২৯



এখন জোছনা ভোর
আমাকে প্রেম শেখায়!
স্বপ্নে ভাসাই মহাসমুদ্র
থৈ জল ঢেউ- সাঁতরাই;
অথচ কয়েক যুগ ফুুল
বাসর, দুপুরের ঘাম ক্লান্তি
অতৃপ্তির দীর্ঘনাস চোখ-
তবু অভিশাপ নয় প্রেম
এভাবেই হাঁটে মহাসমুদ্র
এমনকি রক্ত শিরায় শিরায়।


২৫আশ্বিন ১৪৩০, ১০ অক্টোবর ২৩

মন্তব্য৫ টি রেটিং+০

পিছু

০৯ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:২০



জীবন মানে পাগলার ধন
চাঁদের গায়ে জ্বর!
জীবন মানে পাগলীর ভাবনা
রঙিন আকাশ পর;
তবু চলছে বেশ রঙের জীবন
মাটির গন্ধ ভরা রস!
একবার চলে গেলে ফিরে না আর
সংসার ধর্ম নিঠুর কস-
গড়ে না বুঝে না জীবনের...

মন্তব্য৬ টি রেটিং+০

রহমত হীন

০৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৪



রহমত ভেসে বেড়াত
শুধু মা বলার মধ্যে!
তখন এতটুকু বুঝিনি-
এখন কেনো বুঝতেছি?
যখন মাকে হারালাম;
রহমত আর ভাসে না-
তেমনী ভাবে মায়ের মুখে
বাবা ডাক; কপাল পুড়া-
হতভাগা,এতো তারাতারি
হলাম কেন রহমত হীন।


২৩ আশ্বিন ১৪৩০,...

মন্তব্য৬ টি রেটিং+০

অন্তর চক্ষু ময়লা

০৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩৭



অন্তর চক্ষু ময়লা গো
কি দিয়ে করবে মুছুন?
রোজ রোজ খুঁলে দেখো আয়না,
অহমিকা নয় তো সোনা ধুয়ে গয়না;
অন্তর চক্ষু ময়লা গো- অন্তর চক্ষু ময়লা।
ধর্মশালায় রাখো কর্মকার চোখ
মন তো রাখো না-
অভিনয়ের নোবেল...

মন্তব্য৪ টি রেটিং+০

ঝাপসা দেখি

০৪ ঠা অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০৮



কাজের বর্ণগুলো
ঝাপসা দেখি;
দূরের আকাশ খুব
সুন্দর ছবি!
চশমার কোন লাজ
লজ্জা নেই-
খাপটার বড় শরম
তবু স্পর্শ
খারাদুপুর কিংবা রাত
কথার গায়ে-
কোন চশমা লাগে না
যত বর্ণগুলো;
কেন বা ঝাপসা দেখি।

১৯ আশ্বিন ১৪৩০, ০৪ অক্টোবর ২৩

মন্তব্য৪ টি রেটিং+২

মনের শর্বর

০৩ রা অক্টোবর, ২০২৩ সকাল ১১:৪৭



রাত এলেই
ভালোবাসার কথা মনে পরে যায়
ভালোবাসা ভালোবাসা
কে বা আছে- এই ছাড়া;
রাত এলেই
কষ্টগুলো রঙিন হয়ে যায়
মধুর জোছনা ঝরে
লজ্জার হাসিগুলো পাগল হয়;
রাত এলেই
স্বপ্নের ডুমুর ফুল ফুটতে চায়
অথচ বাগানের সাজ নাই-
ডুবে যায় মনের...

মন্তব্য৮ টি রেটিং+১

যত ঘাট

০২ রা অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০৭



সময়টা ঝড় হাওয়ার সাথে
চলতে চাইচ্ছে
পথ ধূলির আকার বুঝা যাচ্ছে না,
বার বার রাস্তা মোড় গুলো ভাগ হচ্ছে;
নদীর মোহনা খুব চিনা মনে হলো-
স্রোতের সাথে বালুচর পথ ভুল হচ্ছে,
তবু হাঁটু...

মন্তব্য০ টি রেটিং+১

প্রেম জলত থাক

০১ লা অক্টোবর, ২০২৩ সকাল ১১:৪৯



অট্টালিকার ইটের ভাজে ভাজে
প্রেম দেখো সব সময়, অথচ
প্রেমের ইটভাটার অনলে জ্বলছি
ছাইপালার ছাইও হয়েছি বহুবার
কিন্তু বেশরম প্রেম আসেনি;
এখন প্রেমের চোখে দেখছে সব
খাট পালঙ্ক ইট বালি সিমেন্ট
একাকার তারপর গলা ভরা
আফসোস,...

মন্তব্য২ টি রেটিং+২

দীর্ঘ মোড়

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৫৮



রাতের বাতাসে
জোছনা সলকের গন্ধ পাই!
প্রেমযমুনার ঘাট
এগে আসছে বালুচর সামনে
তবু ছলাত ছলাত-
জল ঢেউ ঘুমায় দীর্ঘ মোড়
খুব আপন মনে;
অথচ রাতের শিশিরে বাঁধা
মমতার চোখ আঁচড়
লাগেনি, ওখানেই অভিমান
ঝড়, তুফান, বর্ষা
জোনাকির যেনো আঁধারে বাসর।

১২ আশ্বিন...

মন্তব্য০ টি রেটিং+১

২২২৩২৪২৫২৬২৭২৮২৯৩০৩১৩২>> ›

full version

©somewhere in net ltd.