নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

সকল পোস্টঃ

কিয়ামত

০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:১১



ভেবে দেখছো পৃথিবীর বয়স হয়েছে
যে কোন সময় ধ্বংস হবে পৃথিবী;
তাহলে জীবনকে নিয়ে কি ভাবলে
কি পেলে বৃদ্ধ সময় ছাড়া আর কিছু?
মৃত মাটির চিহ্ন তাও রবে না জীবন;

কত আফসোস কত হাহাকার শূন্যতা
কতটুকু...

মন্তব্য১২ টি রেটিং+১

চিত্রলিপি

০৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৪



সবার মাথায় এখন রাজটিকা হোক-
হাতে থাকুক মঙ্গল গ্রহের যাবার পতাকা;
মনের অঙ্গনে পত পত করে উড়ুক!
ভয় কিসের? জীবন মানেই
সভা সংগ্রাম, শ্লোগান, সমুখ যুদ্ধে
রক্তাক্ত হওয়া-...

মন্তব্য৪ টি রেটিং+০

আকাশে দৌড়

০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৩



আকাশের দৌড় দেখে- দেখে
মনে হয় একটা তারাও থাকবে না
সব তারায় মাটিতে ঘর বাঁধবে;
অথচ নাকি বাতাসের গন্ধ ভারি-
নাকের সহ্য হয় না, করোনা ভাইরাস!
তবুও সূর্যের হাসি দেখে মনে হয়-
দিনের আলোকিত মুখ! সৃষ্টি...

মন্তব্য৪ টি রেটিং+০

কামনা

০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:১০



চিৎকার করে বলতে ইচ্ছা হয়
ও তারা তোকে শুধু ছুঁই- ছুঁই-
অথচ এতোটাই নিঠুর মাটি
বুঝলো না মন, বাসনা-
ভাবনাতে হিংস্র নয়- তবু তোমার
স্বার্থে আমাকে আমাকে পুড়াও;
সুনিশ্চিত কলস ভরে জল দেব-
সমস্ত তৃষ্ণায় গলা ভেজে...

মন্তব্য৫ টি রেটিং+০

বাসর রাত

০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১১:২৫



বৈকালিন খেলা কিংবা মধ্যদুপুর
খেলা শেষে কত বার মান অপমান
অপদস্থ হতে হয়েছিল, চাঁদ এখন
আর বুঝে না- ভুলে গেছে সোনালি মাঠ
ঘাম ঝরানো মন; কি বা হবে মনে
করে, সবই তো চুকে গেছে আকাশ...

মন্তব্য৬ টি রেটিং+০

মরিচ ডাঙ্গার মাঠ

০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৫



রাতের উষ্ণ তাই ঘুম ভাঙ্গা ভোর
বড্ড আনইজি আনইজি মনে হয়;
চোখে চোখ ঘষা টয়লেটের সুখ-
সবই জেনো সোনালি হাসির মুখ!
অথচ এক বুক কষ্ট জমা দীর্ঘশ্বাস
ভুলে গেছে রোজ রোজ স্বপ্ন ঘোর।

বাস্তবতার দেয়ালে-...

মন্তব্য৮ টি রেটিং+০

ঔষধ

০২ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:১৮




দৃষ্টির বেড়াজালে জলের ভূত
নদীর বুকে বালুচর-তাও
মাটির অনুভূতিতে রঙিন ছবি
হাজার স্বপ্ন শাপলা ফুল-
পদ্ম দেখে আকাশ তারা, সরিষা ফুল
কিল বিলিয়ে যাচ্ছে কত ভূত
সময় অসময়ে বেদনার অসুখ
লোভ লালসার নেই ঔষধ-
তবুও চলে মনের বিদ্বেষী...

মন্তব্য২ টি রেটিং+০

রাজটিকায়

০১ লা নভেম্বর, ২০২১ সকাল ১১:০৬



যে দিকে তাকাই- কেমন জানি
অরুচি- বৈষম্য মনোভাব-
আকাশটাও তারা হারাচ্ছে!
শুধু শৃঙ্খল হীন বাতাসের কারণে;
এ দেখি মাটির রঙ বদলায়-
বিভিন্ন অজুহাতে অথচ আঁধার খুব কাছে
এখনকার রুচি সাম্য কিছুই বুঝে না-
তবুও সব মিলে চলছে...

মন্তব্য৮ টি রেটিং+০

জীবন

৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:০২



জীবনের সাথে রাজনৈতিক
অঙ্গ অঙ্গী ভাবে জড়িত-
অথচ জনসমুদ্র থেকে বিচ্ছিন্ন
জল পানি বুঝি না- স্বার্থের
অজুহাতে রঙিন ভাবি জীবন;

জল পাতার মিছিল এখন আর
ঘন ঘন হয় না কারণ বসন্তের
অভাব- রাজনৈতিক কোকিলের গান
এখন আর মিষ্টি...

মন্তব্য১০ টি রেটিং+১

সীমানা

৩০ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:০০



আকাশের সীমানা
যেদিন খুঁজে পাবে;
উত্তরসূরিদের দেখবে
মিছিল আর মিছিল!
সাগরের জল ভারি হবে
অথচ চিনা মুখ বিমুখ-
কষ্টের মৌচাকে মধু শূন্য;
এখন আর কোন সীমানায়
খুঁজে পাই না মিষ্টি-একের
মধ্যে অগুনতিক বিখণ্ডিত
মন বাসনার ভাব প্রত্যাশী-
তবুও শৃঙ্খলে নেই সীমানা।

১৪...

মন্তব্য৮ টি রেটিং+০

ফাল্গুনের আগুন

২৮ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৪



ধর্মের ভিতর বাহিরে নবান্ন উৎসব-
কার্তিক হাসে- শীতের কাঁপা কাঁপা মন;
তবুও বসন্ত অপেক্ষায় জ্বলন্তময় আগুনে
বুক পেতে রই; অথচ ধর্মীক কাজকর্ম নেই
বিদ্বেষী বিমুখ কাদা ছুঁড়াছুঁড়ি সময় অবনি!
হিংসার লেলিহান শিখা শুধু দুই চোখ...

মন্তব্য২ টি রেটিং+০

রিজিক

২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:১১



ধুসর কালো মৃত্যুর গাঁয়ে রক্তক্ষরণ কান্না
অম্লান করে যাচ্ছে- সময় কাল;
অথচ বিধাতা জানাজা করার রিজিক রাখলেন না-
ভাগ্যের কি নির্মম পরিহাস- ভাবায় যায় না!
মনের কষ্টটুকু প্রতিধ্বনি হচ্ছে-
গন্ধ সুবাস বিমুখ বাতাসে- বাতাসে;
...

মন্তব্য১৬ টি রেটিং+১

অক্টোপাস মন

২৬ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৯



সময়ের অতীত শুধু যুগলবন্দি প্রেম
রোজ রোজ আলু ভর্তা ভাত, ভাল লাগে না-
হাবু ডুবু পুকুরে সাঁতার কাটা ভুলেই গেছি!
ডিজিটাল সময় জেনো তার ছেড়া ঘরে বসবাস
খেলে যায় ঘাসের বুকে ফড়িং র...

মন্তব্য১০ টি রেটিং+০

যুগল বন্দি

২৫ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:২৯



প্রেমের ঘোলা জলে ক্ষমতার
একটা স্পর্শ ছোঁয়া সংসার-
যেটা নাকি অতি মাত্রায় সঙ্গোপন;
দৃশ্য বিরল চোখ, মন এমনকি মরণ
দেহের ভাজে অন্ধকার তীব্র আলোর সংকট
কিন্তু কবর তা বুঝে না- জানে ও না
পাখি উড়ে যাওয়া...

মন্তব্য৮ টি রেটিং+০

মধ্য ভাগে সাগর

২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:০৯



সাগরের মধ্য ভাগে দাঁড়িয়ে আছি-
সময়ের বর্তমান খর স্রোতের খেলা জেনো
টক বকে জলের খই! ভেসে যাচ্ছে
অগুনতিক মুড়ির প্রাণী! মুড়ি খইয়ের সাথে
আমিও ভেসে যাচ্ছি- ভেসে যাচ্ছি-
কুল কিনারা খুঁজে পাওয়া বড়ই কঠিন;
এ অবস্থায়...

মন্তব্য২ টি রেটিং+০

৪২৪৩৪৪৪৫৪৬৪৭৪৮৪৯৫০৫১৫২>> ›

full version

©somewhere in net ltd.