![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
ধর, মানুষ মানুষের মত নয়
ধর, মানুষের ক্ষুধা নেই
ধর, মানুষের কামের বোধও নেই;
মানুষ পাথরকুচি পাতার মত পত্র থেকে জন্মায়।
ধর, মানুষের বাঁচার জন্য শুধু একটু জল কিংবা মাটি
কিংবা শুধু সামান্য বায়ু অথবা...
প্রেমের কবিতা, ভালবাসার কবিতা
প্রেমিক
জীবন কত সুন্দর!
অথচ বিভ্রমে কেটে গেল কতটা বছর!
জারুল বৃক্ষের শাখে ফুটে গেছে ফুল
মহুয়া মাতাল গন্ধে আকুল বসন্তও চলে গেছে
বহুকাল দক্ষিণা হাওয়ায়।
বাঁচার স্বাদ নিয়ে যে পাতা আজ...
সম্পর্ক
মানুষকে কোমল হতে হয়
নারীকে আরও বেশী;
\'কোমল\' বলতে আসলে আবিদ আলী
মানুষের মানবিক গুনই বুঝিয়েছেন।
এরকম অনুভূতি নিয়ে যেদিন তিনি প্রথমবার
গুলবাহারের সাথে দেখা করেন
তারপর থেকে কোন কোন মানুষকে আর মানুষ মনে হয়নি...
ইচ্ছের ক্রীতদাস
বহুবার দিয়েছি ফিরিয়ে
অমন সিংহদ্বার,
জানি ওটুকু পেরুলেই পাওয়া যাবে তোমাকে
রাজ্যসমেত প্রাসাদ।
তবু আমি ভালবেসেছি একটি সমগ্র আকাশ;
প্রাসাদের আকাশে নীল নেই,
বৃষ্টির আঁচে শিহরন নেই।
তোমার বিপরীতে আমি নিয়েছি বেছে
অবগুন্ঠনহীন একটি...
আমি তার হাত ধরে হেঁটে যাই
কে যেন আমাকে ডাকে
আমি হাত তুলি, তার ডাকে সাড়া দেই
পাশাপাশি হাঁটি, হেঁটে যাই যতদূর সে যায়!
আমি অবিকল তার মতো, তার ছায়ার মতো
ডেকে নেই তাকে,...
খন্ড কবিতাঃ
এক।
ফুল ঝরে গেলে
বৃক্ষের কোন কান্না নেই,
পাতা ঝরে গেলেও তাই!
মানুষের ত্বক থেকে খসে যায় জৌলুশ
মাথা থেকে চুল;
প্রতিটি মুহুর্ত ঝরে যায় বলে
মানুষের কান্নার শেষ নেই।
দুই।
\'প্রিয়তমা\' শব্দটিই অনন্ত ক্রন্দন
হারালেই চোখে...
অণুকবিতাঃ
আমাকে ডেকে নাও বুকে
স্বপ্ন ঢেকে দাও চোখে,
আমাকে বেঁধে রাখ ঠোঁটের ইশারায়
বার বার মরে যেয়ে
যতবার বেঁচে থাকা যায়।
১৭ই ডিসেম্বর ২০১৮
শরীয়তপুর,
অণুকবিতাঃ
আমাকে ডেকে নাও বুকে
স্বপ্ন ঢেকে দাও চোখে,
আমাকে বেঁধে রাখ ঠোঁটের ইশারায়
বার বার মরে যেয়ে
যতবার বেঁচে থাকা যায়।
১৭ই ডিসেম্বর ২০১৮
শরীয়তপুর,
হাত বদল
ঐখানে নগরের কাছে আমি থাকি
নগরের বাবু, নগরের রমণীদের বিকিকিনি দেখি।
কত সহজেই বেচা যায় ঘর, সংসার
আমার মত দেখেনা কেউ এত কাছাকাছি;
তারপর সবাই বিক্রিত হতেহতে
দিন শেষে নিজেকে বিক্রির কিছু সুখ হাতে
ফিরে...
প্রেমের কবিতা, ভালবাসার কবিতাঃ
মানুষের প্রেমে
কতদিন দেখিনা কারো মুখ,
উষ্ণ হাত ছুঁয়ে যায়না অনভ্যস্ত ব্যস্ততায়
একটি কফির কাপে দুটি হাতের অনিচ্ছার শিহরণ।
কতদিন মায়া ভরা চোখে তাকাইনা কারো দিকে,
অন্ধকার দেখে ভুলে গেছি প্রভাতের...
দুটি কবিতাঃ
এক।
প্রত্যাখান
কিছু কিছু লেখা পড়ে
মাঝখানে রেখে দেই,
মনে হয় ঐটুকু সময়ে তোমাকেই নিয়ে লিখি;
নীরব রাত্রীর দেয়াল ঘেষে হেঁটে যায় গিরগিটি
তোমার প্রত্যাখানের সুর
তারচেয়েও ছিল ঢের বেশী মিহি;
কোন কিছুই পাল্টায়নি এই...
অক্ষম অবলুপ্তির পথ
পানশালায় এলে আমিও মানুষ
সে কথা মনে পড়ে,
দূরের মঞ্চে বাঈজীর নাচ,
ঢুলুঢুলু কন্ঠে ভাড়াটে গায়ক
একটানা গেয়ে যায়
বব ডিলোন, এলভিস, কখনোবা রড স্টুয়ার্ট।
আমাকে ডেকে নিতে চায় স্বল্প বসনা নারী
দূরের পর্দা...
অক্ষম অবলুপ্তির পথ
পানশালায় এলে আমিও মানুষ
সে কথা মনে পড়ে,
দূরের মঞ্চে বাঈজীর নাচ,
ঢুলুঢুলু কন্ঠে ভাড়াটে গায়ক
একটানা গেয়ে যায়
বব ডিলোন, এলভিস, কখনোবা রড স্টুয়ার্ট।
আমাকে ডেকে নিতে চায় স্বল্প বসনা নারী
দূরের পর্দা...
তবুও আঁধার ঘুঁচে না
\'আসছি...
ফিরিয়ে দিওনা!\'
কত সহজেই বলে ফেলি,
অথচ এতটুকু বলতেই কত কত ভেঙে যাই আমি!
নদী তীরে পাকা ঘর-বাড়ি,
ফসলী জমি যেমন ভেঙে যায়।
দৃষ্টির সীমানায় সব কিছু ক্ষয়ে যায়
আক্ষেপ...
নিরেট রাতের পদ্য
বাঁধ ভেঙেছে নদীর,
আমি কী আর এমন মানুষ
বাঁধের কথা ভাবি!
তবু বর্ষা না হোক জোস্না হলেই
এমন কেন হয়!
আমার জীবন ভাঙে,
মনের মধ্যে বসতি নেই কারও
তবু ওটাও ভাঙে!!
কেইবা বাঁধে ঘর
ঘরের কথা...
©somewhere in net ltd.