নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

সকল পোস্টঃ

কবিতা

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৪৪

তোমার ফিরে যাওয়া

এভাবে কেউ চলে যায়?
মনে হয় তুমি কত কাছে!
অথচ একদম কাছে নও।
দরজাটা খোলাই ছিল, এখনো আছে;
টেবিলে-চেয়ারে এখনো জমে আছে দিনান্তের ধুলি,
নিঃশ্বাসের বাস্পে জানালার কাঁচে রয়ে গেছে ধোঁয়াশা...

মন্তব্য১ টি রেটিং+১

একটি অণুগল্প ও কয়েকটি অণুকবিতা

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৭:২৬

দুই+দুই= চার; আমরা নিজের বিপক্ষে গেলে কেন মানি নাঃ

এক লোক চুরি করে। সিঁদেল চোর। অনেকটা প্রফেশনাল চোর। সে বল্ল \'ভাইজান পড়নের লুঙ্গি নাই, কিছু টেহা দেন, লুঙ্গি কিনুম।\'
আপনি তাকে ১০০০...

মন্তব্য৬ টি রেটিং+০

কবিতা

২৬ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৩০

ফোটা ফোটা কত কি

ফোটা ফোটা জল
ফোটা ফোটা অশ্রু,
ফোটা ফোটা কত কি!
তুমি-আমি শত্রু!

ফোটা ফোটা ভালবাসা
কমে কমে মেঘ,
ফোটা ফোটা দুঃখ
কষ্টের বেগ।

ফোটা ফোটা তৃষ্ণা
আঁধারের রাত,
ফোটা ফোটা কামনায়
ভোলা জাতপাত।

ফোটা ফোটা জমে জমে
বরফের...

মন্তব্য২ টি রেটিং+২

কবিতা

২৫ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৫৭



জল

জলের কিনার কইন্যা বসা
উদাস নয়ন আকাশ,
জলের রঙে আকাশ?
নাকি আকাশ রঙে জল?
এই দ্বিধাতে কন্যা তোমার
চক্ষু ছল ছল;
হাত বাড়িয়ে ছুঁতে তুমি দু\'টোই পার জানি
এক জীবনে অনেক কিছুর স্বপ্ন ছিল হওয়ার
আর...

মন্তব্য২ টি রেটিং+১

দুটি কবিতা

২৪ শে জুলাই, ২০১৭ ভোর ৬:৫০

১।
বৃষ্টি

বৃষ্টি এলেই বৃষ্টি সুখ
পায়না হওয়া আমার,
বৃষ্টিগুলো নিলাম ডেকে
করছো নাকি তোমার!

বৃষ্টি ভেজা এই শহরে
বড্ড খরার দাপট,
বৃষ্টি হলেই ভিজছি জলে
ভান করি রোজ কপট।

২০/০৭/২০১৭


২।
ভাঙন

জলের বুকে নৌকা ভাসে
আমার বুকে তুমি,
আমরা দু\'জন ভাঙতে থাকা
নদীর...

মন্তব্য৪ টি রেটিং+০

কবিতা

২১ শে জুলাই, ২০১৭ ভোর ৬:৩৭



অণুকাব্যঃ

১।

মৃত্যু সুনিশ্চিত জেনেছি
বেঁচে থাকাটাই বিস্ময়-অবাক,
তোমাকে জেনেছি দূর্বোধ্য সরলতায়
নিজেকে জানতে যেয়ে জানিনি কিছুই
বারংবার হয়েছি হতবাক।

২।

যখনি কামনা তখনি তুমি
নিঃসঙ্গ রাত এঁকে যায় আলপনা,
পাশবালিশে স্মৃতিভূক সময়ে
জানালার কার্নিশের ঝুলঝুলির
তুমি এক...

মন্তব্য০ টি রেটিং+১

প্রিয় পোস্ট, প্রিয় কবিতা থেকে.....

২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৯

নেকলেস

এসেছি অনেক পথ
চেনা-অচেনা পথের কতটুকু মনে পড়ে মনে নেই!
ধূলিমাখা পথে পদভারে রেখে আসা ছাপ,
ছাপের নিশানা মেপে ফিরে যাব সেটুকুও ইচ্ছে জাগেনা আর;
যে গিয়েছে সে চলে যাক,...

মন্তব্য০ টি রেটিং+০

কবিতা

১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

বিপ্লব ভালবাসা মানুষের গল্প

তোমরা যারা গাছ কাট,
তোমরা যারা পাহাড় কাট,
তোমরা ওখানেই থাক;
এই আলোর শহরে এসো না।

তোমরা যারা তহবিল তছরুপ কর,
লোকালয় রাস্তা বিনির্মানে
ধ্বসিয়ে দাও পায়ের নীচের অস্তিত্ত্বের ভিটে,
তোমরা ভূমিধ্বসে...

মন্তব্য৬ টি রেটিং+১

কবিতা

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪১

পথ

কতটুকু হাহাকার নিয়ে আছ?
কতটুকু ভালবাসা তার?
কতটুকু কাম?
কতটুকু বেদনায় তুমি হয়ে আছ নীল?
তার কতটুকু সাগর?
বা কতটুকু আকাশ?

বল যদি সমুদ্রে যাই দু\'জনা
পারবে কি ধরিতে হাল?
বল যদি...

মন্তব্য৮ টি রেটিং+৪

কবিতা

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:১৫




অবাঞ্ছিত

তোমার সাথে হয়না দেখা বহুদিন
তোমার কথা ভেবে ভেবে কাটছে দিন।
শেষ বারেতে যখন দেখা মহাখালি,
বিদায় বেলা ভাবিনি মোরা
আবার দেখা এই দেখাতে
তফাৎ মোদের দশ বছরের
স্মৃতির...

মন্তব্য৪ টি রেটিং+১

খন্ড কবিতা

১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৮:১০



১।

ভালবাসা

সুচতুর প্রিয়তমা
এক গালে হাস,
আরেক গালে তাচ্ছিল্য ঝুলিয়ে
খুব বল \'ভালবাস\'।


২।

আড়তদার

মেকআপে গালের পরিধি
বাড়াতে বাড়াতে বানিয়েছো বনখেকো ওসমানের পেট;
হাত বাড়িয়ে ত্বকের স্পর্শ পেতে
ভুলে যাই আমিও প্রেমিক
ক্লান্তি আর অবসাদে
মনে হয়...

মন্তব্য১ টি রেটিং+০

ব্লোগ ভাবনা, ঘোড়া রোগ ও মানবিক বিকার------

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৪

এক সময় আমি যখন ব্লোগে লিখতে শুরু করি আমার মধ্যে এক ধরণের উন্মাদনা কাজ করত, ভাবতাম এখানে লিখে লিখে আমি নিশ্চয় শরৎ বাবুর মত একদিন জনপ্রিয় হেন্ তেন হয়ে যাব।...

মন্তব্য৪ টি রেটিং+০

মধুমতি ভালবাসা প্রেমিক

১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪১



মাঝখানে এঁকে দেয়া রেখা
দু\'জনে চলে যাই দু\'দিকে,
আবার যদি আষাঢ়ের মেঘ দেখি
ভুলে যাব ও রেখা;
তখন তুমুল বৃষ্টির অপেক্ষায়
উষ্ণতা বোলাবে অধর।
নদে বান ডাকুক ক্ষতি কি
আমরাতো সাহারার কাছে প্রতিজ্ঞাবদ্ধ নই
জন্মান্তরের...

মন্তব্য২ টি রেটিং+১

কবিতা

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১২



আনিয়ার সাথে মাঘের শেষ বিকেল

তোমার সাথে কি আমার
কোন দিনই দেখা কিংবা কথা হবে না?

\'হবে!
কোন একদিন মাঘের শেষে
যখন রোদ হেলে যাবে
ম্লান রোঁদে মৃদু বাতাসে উড়বে আমার চুল
সেইদিন হবে দেখা,...

মন্তব্য১৬ টি রেটিং+৪

কবিতাঃ

১১ ই জুলাই, ২০১৭ ভোর ৫:৩৫

প্রাপ্তি

আজ কথা হতে পারত,
অনেক কথা।
কিন্তু কোন কথা হল না;
এই আঁধারে মুখের মসৃণ ভাঁজ, গলার নেকলেস, হাতঘড়ি, চুড়ি
কোন কিছুই তেমন দৃশ্যমান নয়,
নিওনের আলো জ্বলুক, কিংবা জোস্নার জোয়ার...

মন্তব্য০ টি রেটিং+০

১০১১১২১৩১৪১৫১৬১৭১৮১৯>> ›

full version

©somewhere in net ltd.