নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মসলা চা
~ রেসিপি :
• উপকরণ :
১. আদা,
২. এলাচি,
৩. দারচিনি,
৪. লবঙ্গ,
৫. কালোজিরা,
৬. লবণ,
৭. চা-পাতা,
৮. ফুটানো বিশুদ্ধ পানি,
৯. চিনি ( ডায়াবেটিসের রোগীরা চিনি ছাড়া)
• প্রস্তুত প্রণালী...
ডানা নেই
তবু মানা নেই
উড়ে যেতে,
দূর নীলিমায়।
ছায়া নেই
কোন মায়া নেই।
তবু থেকে যাই
এই মিথ্যে মোহনায়।
উড়ে যাওয়ার
আকাশ নেই ।
তাইতো
এখনো আছি
এই শূন্য খাঁচায়।...
কিছু মানুষ আছে যারা আপনাকে ইউস করবে টিস্যু পেপারের মতো।
যখন প্রয়োজন পড়বে তখন যত্ন করে বুক পকেটে রাখবে ভালোবেসে।
আর ব্যবহার শেষ হয়ে গেলেই ফেলে দেবে ডাস্টবিনে।
এই মানুষগুলো আমাদের চারপাশেই আছে।...
যেথায় মিথ্যেরা সব চুপ করে যাবে,
অজুহাতরা দৌড়ে পালাবে।
সেথায় তোমায় নিয়ে বাঁধব,
ছোট্ট একটা কুঁড়েঘর।
খড়-কুঠর এই ঘরে,
সম্পদ বলতে শুধু থাকবে
অজস্র ভালোবাসা-সম্মান
আর সেখানে,
তুমি আমি হব না কেউ কারো পর।...
যে বুকে আমি তোমারে লুকাই,
খুব যতনে অসীম মায়ায়।
সে বুকে কেউ পাবে না কো ঠাঁই,
অনন্তকালের অফুরন্ত ভালোবাসায়।
~নাঈমা সুলতানা
তোমার বুকে আমার বাসা,
অল্প অল্প ইচ্ছে-আশা আর
এক পৃথিবীরসম ভালোবাসা
~ যত্নে রেখো তুমি।
তুমি চাইলে বৃষ্টি হবো,
আলতো করে ছুঁয়ে যাব।
কান্না থেকে হব সূর্যের হাসি,
প্রিয় তোমায় ভালোবাসি।
~ নাঈমা সুলতানা
যে খুঁজেনি তোমায়,
যে বুঝেনি আমায়..
তাহারেই ভালোবাসো কেন তবে
এতো অবহেলায়!
তাহারই আশায়,
কুঁড়েঘর ভাসায়..
মনের অগোচরে
প্রেমের ও মায়ায়!
নিষ্ঠুর সে,
অবেলায় এসে
মনের আকুতি
জমানো সব অনুভূতি
চূর্ণবিচূর্ণ করে, যায়...
স্বপ্নডানায় দেব পাড়ি,
তোমায় নিয়ে, হব দেশান্তরি।
বছর ঘুরে, ফিরব বাড়ী।
করবে না কিন্তু প্লিজ বাড়াবাড়ি ।
রাগ-অভিমান ভুলে গিয়ে ,
ভালোবাসার ছড়াছড়ি,
তুমিই হবে আমার ইচ্ছে-ঘুড়ি ♥।
#তোমায়_নিয়ে ♥
~...
অশান্তিঘেরা এ জীবনে একটুকু শান্তি দিতে,
তুমি এসো প্রিয়…
আমার জীবনে,
আমায় ভালোবেসে !
আমার ঘুম না ভাঙ্গা সকালে,
তুলবে ডেকে তুমি আমাকে।
আমি ঘুম থেকে উঠেও ঘুমাবো,
তোমার কোলে মাথা রেখে।
আমার চলার পথে...
আমার খুশিগুলো যখন তোমার খুশিতে পরিণত হবে,
আমার ইচ্ছেগুলো যখন তোমার ইচ্ছেতে রূপান্তরিত হবে।
ঠিক তখন,
ভালোবাসি বলতে হবে না।
আমি না হয় বুঝে নেব।
আর যাকে ভালোবাসো তাকে যদি তুমি...
তোমাকে আমি ঠিক ততোটাই চাই,
যতোটা পেলে,
ভুবন ভুলে,
তোমারে কাঁধে মাথা হবে ঠাঁই,
জানো না তুমি প্রিয়,
দিবানিশি তোমারে খুঁজে বেড়াই।
~ নাঈমা সুলতানা
ভালোবাসার প্রহর তুমি,
তুমিই আমার সব।
তোমায় নিয়ে মনের গহীনে,
হচ্ছে আজ কলরব।
জানিনা, কোন অজানা মায়ায়
জড়াচ্ছি আমি।
প্রতিনিয়ত তোমারে খুঁজি,
ভালোবাসা মানেই তুমি।
#তোমায়_নিয়ে ♥
~ নাঈমা সুলতানা
০৭-০১-২০২০
উদাস বনে
আনমনে
ঘুরছি মোরা
ফিরছি খোঁজে
অজান্তেই
এই আমাদের
শূন্য খাঁচায়
পূর্ণ হতে
দুজন শুধু দুজনাতে !
~ নাঈমা সুলতানা
তোমার চোখের কোণে,
স্বপ্ন বুনে…
পালবো আমি, আনমনে।
তুমি খোঁজবে আমায়,
চোখ বুজবে মোহনায়,
ঝাপটে ধরে,
কান্নায় ঝড়বে।
অনন্তকাল,
জোর করে আগলে রাখবে,
ভালোবাসবে ❤!
~ নাঈমা সুলতানা
©somewhere in net ltd.