নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। বিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

আমার লেখা কবিতা আপনার পছন্দ হলে হোয়াটসঅ্যাপ এই চ্যানেলটি ফলো করুন প্লিজ Follow the রফিকুল ইসলাম এর কবিতা সমগ্র। channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbBPuTzBA1epLIRBZX1x

সকল পোস্টঃ

কবিতাঃ প্রত্যক্ষদর্শীর বয়ান

৩০ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:২১


আমি কি বেঁচে আছি?
এই অবস্থাকে কি বেঁচে থাকা বলে!?

জীবন্মৃত হয়ে শ্বাস নেওয়া, নিত্যকর্ম করাকে
আর যাই হোক বেঁচে থাকা নয় কোন রকমে টিকে থাকার চেষ্টা বলা যেতে...

মন্তব্য৮ টি রেটিং+৩

কবিতাঃ বালিকা বধূ আমি ও বর্ষণমূখর দিন

০৯ ই জুলাই, ২০২৫ দুপুর ২:৫৬

মেঘের উপর মেঘ জমেছে ঝরছে বাদলধারা
আকুল বরষায় অবিন্যস্ত প্রকৃতির আলুথালু চেহারা।

দিনের আলো ফিকে হয়ে এলো বজ্র দিলো হুঙ্কার
কোমল হৃদয় বালিকা বধূ আতঙ্কে দেয় চিৎকার।

আমি তখন সব কাজ সেরে...

মন্তব্য৫ টি রেটিং+১

কবিতাঃ বৃষ্টি

০৪ ঠা জুলাই, ২০২৫ সকাল ৯:১৬

(১)
ঝরঝর বারিধারা  আষাঢ় গগনে
নেচে ওঠে প্রাণ মন চঞ্চল পবনে।

কতদিন দেখিনি এমনও বরষণ
চিত্ত আকুল হলো সিক্ত তনু মন।

বাদলধারায় লুকায় যত পাপ পঙ্কিলতা
কাব্য রূপে ফুটে ওঠে  মনের কথকতা।

প্রকৃতি সেজেছে আজ নব...

মন্তব্য৫ টি রেটিং+৫

কবিতাঃ আমি

২৯ শে জুন, ২০২৫ ভোর ৬:৫৭

আমার স্বোপার্জিত স্বাধীনতা হরণ করবার চেষ্টা হয়েছে বারবার।
বারবার আমাকে বিব্রত করেছে
কিছু হায়েনা নামধারী মানুষ।
আমাকে ক্ষতবিক্ষত করার মাঝেই তাদের আনন্দ
তাই বলে তাদের লাম্পট্যে আমি দিক হারাইনি
বরং
আমি চিহ্নিত করে রেখেছি...

মন্তব্য৯ টি রেটিং+৩

ছড়াঃ রথের মেলা

২৭ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩

সেজেগুজে তৈরি খোকন রথের মেলায় যাবে।
পাঁপড়,গজা মন্ডা,মিঠাই ইচ্ছে মতো খাবে।

কিনবে বেলুন, খেলনা গাড়ি, একটা বাঁশের বাঁশি।
ছুটবে যেথায় যেদিক খুশি হাসবে অট্টহাসি।

নাগরদোলায় উঠতে যদিও বুক ঢিপঢিপ করে।...

মন্তব্য১০ টি রেটিং+৩

কবিতাঃ আমার বাংলা

২৫ শে মে, ২০২৫ বিকাল ৩:৩৫


ঝিঁ ঝিঁ পোকাদের দুর্বোধ্য গান কী বোঝাতে চায়?

ছন্দ তালে সুর সুমধুর বোঝাবার এত কি দায়!

চাঁদ উঠেছে যদিও নামেনি প্রগাঢ় অন্ধকার।

পথ হারা বিহঙ্গ...

মন্তব্য৮ টি রেটিং+২

গল্পঃ হৃদয়ের একুল ওকুল

১৭ ই মে, ২০২৫ সকাল ১১:৪১

এত এত বছর পর রাজনের আবার খোঁজ পাওয়া যাবে এ বিষয়টা  তমার কাছে সত্যি অবিশ্বাস্য লাগছিল।আশা তো কবেই ছেড়ে দিয়েছিল।পঞ্চাশ বছর। দীর্ঘ সময় । দীপক যখন ম্যাসেঞ্জারে মেসেজে খবরটা জানালো...

মন্তব্য৭ টি রেটিং+৪

কবিতাঃ মা

১১ ই মে, ২০২৫ রাত ৮:১৮


পথের পাশের আস্তাকুঁড়ে হতদরিদ্র এক নারী।

কাতর কণ্ঠে আর্তস্বরে করছেন আহাজারি।

দুহাতে তুলে নিয়ে এলাম পরম মমতায়।

যত্ন শুশ্রূষায় দুদিন বাদে সে নয়ন মেলে চায়।

ছলছল...

মন্তব্য১০ টি রেটিং+৪

কবিতাঃ দহনবেলা

২৮ শে এপ্রিল, ২০২৫ সকাল ৭:০৬



শীত শেষে সূর্যটা কি আরেকটু কাছে এলো?

উষ্ণ স্পর্শের তীব্রতায় আরাম হারাম হলো!

দীঘির জলে কুঁজ বকটি পা ডুবিয়ে রয়

তপ্ত রোদে গাছের পাতাও জলকে যেতে...

মন্তব্য৩ টি রেটিং+১

কবিতাঃ দাও সাড়া

১৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:২৭



তোমার দেওয়া স্বপ্ন ছবি জমিয়ে রাখি

রাত বিরেতে দরজা খুলে অপেক্ষায় থাকি।

শোন মেয়ে তোমায় আমি ভালোবাসি

বিনিময়ে হাত বাড়ালে তাতেই খুশি।

মগ্ন রাতের নিঃশব্দ প্রহর চমকে তাকায়

আধখোলা চাঁদ...

মন্তব্য১ টি রেটিং+০

কবিতাঃ মা মাটি দেশ

১৬ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:৪২

যে মাটির বুকে রক্তের হোলি খেলিস সেতো তোদের মা!
কাজ ফুরালেই পাঁজিরে তুই  সেকথা জানতাম না। 

মঙ্গলের দূত সে যুগে যুগে অমঙ্গলের ক্ষেত্রে  যম।
পালাতে পারবি না সময় হলে ফুরাবে তোর দম।...

মন্তব্য৩ টি রেটিং+৩

কবিতাঃ ঈশান কোনে ঝড়

১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:০৪


মেঘ গুড়গুড় মেঘ গুড়গুড়

ঈশান কোনে ঝড়।

বাতাস তোড়ে ঘূর্ণিপাকে

ধুলো মাটি খড়।

পাখপাখালি ব্যস্ত চোখে

খুঁজছে আশ্রয়।

বিপদাপন্নর চোখে মুখে

অজানা শঙ্কার ভয়।

কড়কড়াকড় বাজ পড়ছে

আলোর ঝিলিকে।

প্রলয় কান্ড ঘটে...

মন্তব্য২ টি রেটিং+২

কবিতাঃ আমরা চলেছি

১৩ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:০৮


আমরা চলেছি দুজন -দুজনার হাতে হাত রেখে।

ছইএ ঢাকা আদিমতম এক যানবাহনে ।

কাদাখোঁচা এলোমেলো অচিন পথ ধরে ।

চলেছি উদ্দেশ্যহীন -সবুজের বুক চিরে।

দুলছে দ্যোদুল ফসলের মাঠ

নাম না জানা...

মন্তব্য৩ টি রেটিং+২

ঈদের কবিতাঃ গলির ধারের ছেলেটা

৩০ শে মার্চ, ২০২৫ রাত ৮:৩৬

ঈদের খুশি ঈদের হাসি,করছি হিসেব কত
ভাবছি বসে আঁকছি ছবি যে যার মনের মতো ।

রঙবাহারি জামা জুতো,নানা ঢঙে চলা
অকারণে হেসে হেসে নানান কথা বলা ।

গলির ধারের সেই ছেলেটি যে সদা...

মন্তব্য১১ টি রেটিং+৬

কবিতাঃ জানতে চাই

২৪ শে মার্চ, ২০২৫ সকাল ৭:৫৯


সম্মানিত সুধী,
আমার কিছু প্রশ্ন ছিল।
অনেক দিনের জমানো ব্যথা, ক্ষোভ থেকে
আমার মনে সুনির্দিষ্ট কিছু প্রশ্ন জমেছে।
আজ আমি তার উত্তর জানতে চাই।
জানি কেউ হয়তো দিবে...

মন্তব্য২ টি রেটিং+২

>> ›

full version

©somewhere in net ltd.